পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৩৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ দশম, অঃ ১৮৮২ ) বঙ্গে ব্রাহ্মণাধিকার । Ö¢ ዓ যাইতেছে। উপরে বলা হইয়াছে যে বল্লাল আদিশূরের দৌহিত্রের অধস্তন সপ্তম পুরুষ ; তাহা হইলে আদিশুর হইতে বল্লাল নবম পুরুষ। আদিশূরের সমকালবৰ্ত্তী দক্ষ হইতে তদ্বংশজাত, এবং বল্লালের সমকালবৰ্ত্তা বহুরূপ অষ্টম পুরুষ । আদিশূরের সমকালবৰ্ত্তী বেদগৰ্ভ হইতে তদ্বংশজাত, এবং বল্লালের সম কালবৰ্ত্তী শিশু, ৮ম পুরুষ ; তদ্রুপ ভট্টনারায়ণ হইতে মহেশ্বর ১০ম পুরুষ; এবং শ্ৰীহৰ্ষ হইতে উৎসাহ ১৩ পুরুষ । কে. বল ছান্দড় হইতে কামু ৪র্থ পুরুষ। গড়ে আদিশূর হইতে বল্লাল পর্য্যন্ত নয় পুরুষই পাওয়া যায় । প্রচলিত রীতি এই যে ভারতবর্ষীয় ঐতিহাসিক গণনায় এক পুরুষে ১৮বৎসর পড়তা করা হইয়া থাকে । তাহা হইলে নয়পুরুষে ১৬২ বৎসর পাওয়া যায় । আমর অন্য হিসাবে বল্লাল ও আদিশূরে ১৫৫বৎসরের প্রভেদ পাইয়াছি। এ গণ নার সঙ্গে, সে গণনা মিলিতেছে । অত এব এফল গ্রাহ। বল্লাল আদিশূরের সাদ্ধেক শতাব্দী পরগামী । বিদ্যানিধি মহাশয়ের গ্রন্থে জানা যায়, যে যখন বল্লাল কৌলীন্য সংস্থাপন করেন, তখন আদিশূরানীত পঞ্চব্রাহ্মণগণের বংশে একাদশ শত ঘর ব্রাহ্মণ ছিল । দেড়শত বৎসরে ঈদৃশ বংশবৃদ্ধি বিস্ময়কয় বলিয়া বোধ হয়, কিন্তু যদি বিবেচনা করা যায় ইহা বিস্ময়কর বোধ হইবে না । বহু বিবাহ যে বিশেষ রূপেই প্রচলিত ছিল, তাহা ঐ পঞ্চ ব্রাহ্মণের পুত্রসংখ্যার পরি- | চয় লইলেই বিশেষ প্রকারে বুঝা যাইবে। বিদ্যানিধি মহাশয়ের ধূত মিশ্র গ্রন্থের বচনে দেখা যায় যে ভট্টনারায়ণের ১৬পুত্র, দক্ষের ১৬ পুত্র, বেদগর্ভের ১২ পুত্র, শ্রীহর্ষের ৪পুত্র, এবং ছান্দড়ের ৮ পুত্র। মোটে ৫ পাঁচ জনে বাঙ্গালায় ৫৬পুত্র রাখিয়া পরলোক গমন করিয়াছিলেন । এই ৫৬ পুত্র ৫৬টি গ্রাম প্রাপ্ত হষ্টয়া তথায় বাস করেন, সেই ৫৬ গ্রাম হইতে রাঢ়ীয়দিগের ৫৬টি গাই। যখন দেখা যাইতেছে যে একপুরুষ মধ্যে, ৫ঘর হ- | ইতে ৫৬ ঘর অর্থাৎ ১১গুণ বৃদ্ধি ঘটিয়া- ৷ ছিল, তখন নয়পুরুষের শতগুণ বৃদ্ধি নিতান্ত সম্ভব । বরং অধিক, কেননা পঞ্চব্রাহ্মণ অধিক বয়সে বাঙ্গালায় আসিয়াছিলেন, অতএব তাহারা বাঙ্গালায় । সুব্রাহ্মণ বৃদ্ধি করিবার তাদৃশ সময় পান নাই, কিন্তু তাহাদিগের বংশাবলী কৈশোর হইতে পিতৃত্ব স্বীকার করিতেন, ইহা সহজে অমুমেয় । সুবিখ্যাত ফুলের মুখটি নীলকণ্ঠ ঠাকুরের বংশ বাঙ্গালায় কত বিস্তুত, : তাহা রাঢ়ীয় কুলীনগণ জানেন । এক এক খানি ক্ষুদ্র গ্রামেও পাচ সাত ঘর পাওয়া যায় ; কোন২ বড় গ্রামে, তাহাদি- s গের সংখ্যা অগণ্য। যে বলিবে যে, সমগ্র ! বাঙ্গালায় একাদশ শত ঘর মাত্র নীল- | কণ্ঠ ঠাকুরের সন্তান বাস করে, সে । যে তৎকালে বহুবিবাহ প্রথা বিশেষ প্রকারে প্রচলিত ছিল, তাহা হইলে ன்ன்ஸ்யம்கண்களுகண்ணன்கம்