পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৩৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब श्र १-*म, य: `२० २ ौ ছিলাম। সে আমার নিকট বিশেষ কৃতজ্ঞতাপাশে বদ্ধ ছিল,সেইজন্য আমার অভিপ্রায় সিদ্ধ করার সহায়তা করিতে সম্মত হইল। কিন্তু আমার অভীষ্ট সিদ্ধ হইলে, সে আমাকে বিবাহ করিতে অসম্মত হইয়া, আমার গৃহ ত্যাগ করিয়া গিয়াছিল।” শ । তার পর বিবাহ হইল কি প্রকারে ? আমি বলিলাম, “বিবাহ হয় নাই । রজনী আমার স্ত্রী নহে ।” শচীন্দ্র প্রথমে ভ্র কুঞ্চিত করিল, তাহার পর তাহার সৰ্ব্বাঙ্গ কাপিতে লাগিল । আমি তখন শচীন্দ্রকে নিরুত্তর দেখিয়া কথা আরম্ভ করিলাম । যে প্রকারে রজনীর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ, যে প্রকারে তাহাকে অত্যাচারীর হস্তহইতে রক্ষা করিয়া,তাহাকে কৃতজ্ঞতাপাশে বদ্ধ করিয়াছিলাম, তাহা বিবৃত করিলাম । দেখিলাম, শচীন্দ্র ও আমার কাছে কৃতজ্ঞতাপাশে বদ্ধ হইলেম । বলিলেন, “ আপনি বলিলেন রজনী আপনাকর্তৃক পীড়িত হইয়াছে। পীড়িত। নহে, বিশেষ উপকৃতাই হইয়াছিল।” আমি বলিলাম, “ পরে শুনুন ।” তখন আমি অবশিষ্ট কথা বলিলাম । যে প্রকারে রজনীর উত্তরাধিকারিণীত্বের সন্ধান পাইয়াছিলাম, যে প্রকারে রজনীর সন্ধান পাইয়াছিলাম, যে প্রকারে তাহার বিষয় উদ্ধারের জন্য যত্ন করিয়াছিলাম, ...े_कान्तः_य_ - ------ - - - - ----- --- itin রজনী । o তাহাও বলিলাম । \ob SX যে প্রকারে সে কৃতজ্ঞতাপাশে বদ্ধ হইয়া আমার মতে সন্মত হইয়া, আমার স্ত্রী পরিচয়ে আমার গৃহবাসিনী হইয়া রহিল, তাহার পর ষে প্রকারে রজনী অামাকে বিষয় দান করিয়া, আমাকে বিবাহ করিতে অসন্মতা হইয়া, আমার গৃহ ত্যাগ করিয়া গিয়াছিল, তাহাও বলিলাম । শুনিয়া শচীন্দ্র কিয়ৎক্ষণ নীরব হইয়া ! রহিলেন, পরে বলিলেন, - “ মহাশয়, এ সকল কথা অামাকে বলিতেছেন কেন ?” আমি বলিলাম, “ আমি যে ধনসম্পত্তির আকাঙ্ক্ষী তাহা । আমার হস্তগত হইয়াছে। এক্ষণে রজনী ! আশ্রয়শূন্যা। তাহার কোন উপায় । আমি করিতে পারিতেছি না ।” শচীন্দ্র বলিলেন, “ সেজন্য আপনি , কাতর হইবেন না। যে অন্ধ অবল স্ত্রী, বঞ্চক কর্তৃক বঞ্চিত, তাহাকে আশ্রয়দানে আমার পিত। অদাপি অক্ষম হয়েন : নাই, অথবা বিমুখ হইবেন না ।” আমি বলিলাম, “আশ্রয় যেখানে সেখানে পাইতে পারে। কিন্তু আমার দোষে তাহার বিবাহের পথ বন্ধ হইয়ছে । যাহাকে লোকে আমার পত্নী বলিয়া জানে, এখন আমার কথায় বিশ্বাস করিয়া তাহাকে বিবাহু করিতে স্বীকৃত হয়, এমন লোক পাওয়া ভার। যদি কেহ আপনার সন্ধানে থাকে, সেই জন্য আপনাকে এত কথা বলিতেছি ।” শচীন্দ্র একটু বেগের সহিত বলিলেন,