বিষয়বস্তুতে চলুন

পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৩৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

____ করি নাই । হইয়াছিল কি ?” नअव-fम অঃ, ১২৮২ 1) ল। না—যে আমার স্বামী না হইয়া একবার আমার প্রণয়াকাজী হইয়াছিল, তিনি স্বয়ং মহাদেব হইলেও তাহার জন্ত আমার হৃদয়ে এতটুকু স্থান নাই। লোকে পার্থী পুষিলে যে স্নেহ করে, ইহলোকে তোমার প্রতি আমার সে স্নেহও কখন হইবে না । আবার “ ইহলোকে ৷” আর সেই কথা—আমি যেমন তোমায় চাই-—তুমি তেমন নও। যাক-আমি লবঙ্গের কথা বুঝিলাম কি না, বলিতে পারি না, কিন্তু লবঙ্গ আমার কথা বুঝিল না । আমি বলিলাম, “ আমার যাহা বলিবার অবশিষ্ট আছে তাহা বলিয়া যাই । রজনী আমাকে তাহার সম্পত্তি লিখিয়াদিয়াছিল। সে দানপত্র এই । আমি রজনীর বিষয় পরিত্যাগ করিতেছি । এই কথা এই সে দানপত্র তোমারই সন্মুখে নষ্ট করিতেছি।” আমি সেই দানপত্র, বাহির করিয়া, লবঙ্গের সম্মুখে বিনষ্ট করিলাম । লবঙ্গ বলিল, “ঈশ্বর তোমার মঙ্গল | করুন। আমি তোমাকে অনর্থক বিশ্বাস কিন্তু এ দানপত্র রেজিষ্ট্ররী यांभि । झईम्नांछ्व्ति । ল। শুনিয়াছি, রেজিষ্টরী হইলে আর একটা নকল সরকারিতে থাকে । আমি । এ দানপত্রেরও তা আছে । এই জন্য আমি আর একখানা দানপত্রে మs রজনী । s و ما معه কাল দস্তখত করিয়া রেজিষ্টর করিয়া আনিয়াছি । ইহার দ্বারা আমার সমুদায় স্থাবর সম্পত্তি আমি দিতেছি । ল। কাহাকে ? আমি । যে রজনীকে বিবাহ করিলে | তাহাকে । ল। তোমার সমুদয় স্তাবর সম্পত্তি ? } “考试 !” o ল। রজনী যাহা তোমাকে দিয়াছিল তাহা তোমার তাহাকে ফিরাইয়া দেওয়াই উচিত। এক্ষণে তোমার মতি ফিরি । য়াছে বলিয়া,তুমি তাহার বিষয় তাহাকে । ফিরাইয়া দিতেছ। ইহা আমার পক্ষে বিস্ময়কর বটে, কিন্তু তবু বুঝিতে পারি। কিন্তু আমি জানি তদ্ভিন্ন, তোমার নিজেরও অনেক জমীদারী অাছে। তাহাও রজনীর স্বামীকে দিতেছ কেন ? আমি সে কথার উত্তর না দিয়া বলি- | লাম, “ তুমি এই দানপত্র এক্ষণে তোমার কাছে অতি গোপনে রাখিবে । । যতদিন না রজনীর বিবাহ হয়, ততদিন । ইহার কথা প্রকাশ করিও না। বিবাহ হইয়া গেলে, রজনীর স্বামীকে দানপত্র দিও । যদি ইহার অন্যথা কর, তবে তোমার স্বামীর শপথ লাগিবে ।” এই কথা বলিয়া, ললিত লবঙ্গলতার ; উত্তরের অপেক্ষ না করিয়া, দানপত্র । আমি তাহার নিকট ফেলিয়া দিয়া চলিয়া গেলাম। আমি সকল বন্দবস্ত । ঠিক করিয়া আসিয়াছিলাম—আমি আর বাড়ী গেলাম না । একবারে ঃেসনে