পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৩৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

W পুরের খুড়ীর জামাই, তা আমাদের বাড়ী থাকবে না তো কোথা যাবে?” না দিতে পেরে বিবাগী হয়েছে । কুমুদিনী বিয়ে করুক না, তা হলে বাপ ঘরে ফিরে আস্বে। אףס\ প্রা । কার, প্রমদার স্বামী ?—আহ। প্রমদা মোরে গেছে—ছোড়া কি আবার | বিয়ে করেছে ? - চন্দ্রমুখী বলিল “ বিয়ে হয় নি কি হবে—” প্রা। কার সঙ্গে ? চন্দ্র । তোমার সঙ্গে । প্রা । (হাসিয়া) তা তোমরা এমন সব যুবতী শ্যালী থাকৃতে আমার সঙ্গে কেন । কুমুদিনী এমন সুন্দর কড়ে রাড়ি, তাতে আবার বাপ বিধবা বিয়ে কেন চন্দ্রমুখী উত্তর করিলেন না—বিনোদিনী “পোড়ার মুখ তোমার’ বলিয়া জলে নামিলেন কিন্তু পশ্চাৎ হইতে তাহ দিগের পরিচারিক চুপি চুপি প্রাচীনার কানে২ বলিল, “ত আশ্চৰ্য্য নয়।” প্রাচীনাও তদ্রুপ মৃদুস্বরে বলিলেন “কেন লো ?” পরিচারিক উত্তর করিল “ জামাই বাবু প্রলাপে দিবারাত্র বড়দিদির কথা বল্যে থাকেন এবং বড়দিদিও জর ত্যাগ হল্যে জ্ঞান হলেই জামাইবাবুর কথা জিজ্ঞাসা করে ।” “তাতে বিয়ে হবে কেমন করে জানলি ?” পরিচারিক বলিল, শৈশবসহচরী । } (l ي بیا د د :ټf=, veهw w 4 পারে না, বলে আমি পাগল হ ! হু হু! গলিতবসনা আলুলায়িত রুক্ষকেশ, মধ্য ۰, مبا-مسجمنبع “ত তুমি বুঝে মাও।” প্রাচীন বলিল “তাত বুঝলুম এখন চুপ কর।” তৎপরে উচ্চৈঃস্বরে পরিচারিকাকে সম্বোধন করিয়া বলিল, “ বিছ তুই কি রজনীবাবুর বাড়ীতে আর থাকিস না ?” বি । আর কার জন্যে থাকিব। যে স্বর্ণের জন্য ছিলাম সে গলিয়া অঙ্গার হইয়াছে—এখন আবার সাবেক মুনিব বাড়িতে আছি । এই বলিয়া অঞ্চল দিয়া । চক্ষু মুছিল। বিনোদিনী ও চন্দ্রমুখী স্বর্ণকে মনে পড়াতে অবিশ্রান্ত নয়ন বারি জাহ্নবীর জলে বর্ষণ করিতে লাগিলেন । প্রাচীন অঞ্চল দিয়া চক্ষু মুছিতে২ বলিল “ আহা স্বর্ণ কি সুন্দর মেয়েছিল যেমন রূপ তেমনি গুণ—অমন মেয়ে কলিতে হয় না—আপনার প্রাণ দিয়া । স্বামীকে বাচালে ।” বিধু বলিল, “আর তেমনি উপযুক্ত । পাত্রে পড়েছিল, রজনী বাবুর মতন বাবু | দেখিনি " পশ্চাৎ হইতে একজন চীৎকার করিয়া | বলিল, “চুপ কর হারামজাদি! রজনীর : মতন বাবু দেখিসনি ? সে আবার বাবু ? কে তাকে বাবু কল্লে,কে তাকে এত ধনের অধিপতি কল্লে? সেও আমি। পাষণ্ড! · নেমকহারাম! এখন আমায় চিনতে । আমি পাগল! হি! হি! হি!” রমণীগণ দেখিল তটোপরি দাড়াইয়