পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ജ്ജ

  • ==শ------- - - - - - - - - - -

- **મન, રા ૪૨, ૨ i) সুখচর । " - రిని গঙ্গার তরঙ্গ-ভঙ্গ নির্জন পুলিনে— । i মিশরে মধুর ভাবে স্বচ্ছ ফটকের ল্যমান কালরের ইন্‌ ঠুনু রবে । ধীরে ধীরে প্রবেশিত শ্রবণ কুহরে – আবার ঘুমের ঘোরে মুদিতাম আঁখি। ক্রমে দিক্ পরিষ্কার ;–বিহঙ্গ কুজন, গ্রামবাসি কোলাহল, বাড়িতে লাগিল ; | মাঝে মাঝে যাত্রী তরে নাবিক চীৎকার শুনাযায় মুহু মুহু জাহ্নবী উপরে – এইরূপে পোহাইত সুখদ যামিনী । । উষার কোমল বিভা শোভিলে গগনে যেতম প্রফুল্ল মনে ভাগীরথী কৃলে দেখিতে তরঙ্গ রঙ্গ প্রভাত সমীরে— । প্রকৃতির চারু শোভা ভুঞ্জিতে বিরলে। ক্রমেতে উঠিত রবি কিরণ বিস্তারি,— কষিত কাঞ্চন যেন সোহাগে গলায়ে ঢালিত গগন গায় পুৰ্ব্বদিক্‌ ব্যাপি, নিৰ্ম্মল সরসী জলে-শ্যামল পাতায় সুবর্ণ বারির ছটা দিত ছড়াইয়া; অবশেষে তটিনীর তরঙ্গ নিকরে অযুত তপন-রশ্মি পড়িত আসিয়া— সেই সে সুবর্ণ রাগে হইয়া জড়িত । অসংখ্য লহরী মালা ঝিকমিক্‌ করি নাচিতে লাগিত রঙ্গে জাহ্নবী হৃদয়ে। । ক্রমে সেই রবিকর হইলে প্রখর, । পশিতাম হৃষ্ট মনে আপন মন্দিরে। - পুরাতন বাটা সেই তুটিনী পুলিনে, । তিন দিকে লতা পাতা কুস্কম পশ্চিমেসলিক্ষসোপান উপরে | নীরবে ঝরিছে পাতা—ধরিছে ধরণী— শুদ্ধ মা তোমার শাস্ত শ্যামল মুরতি আর কিছু এসংসারে ভাল নাহি লাগে! লৌহময় দ্বার তায় প্রবেশিতে পুরে – রম্য স্থান–রম্য বাটা-রম্য সে তটিনী, জীবন স্বপনমত বহি যায় হেথা । মধ্যাহ্ন-মিহির-করে ধরণী যখন । জলপ্ত অনল রূপ করিত ধারণ, নীরব বিহঙ্গ যত,—কেবল কোথাও অমঙ্গলৰূপী সেই কালাস্তবাহন । বারসের ক! কা। রব—তৃষিত চাতক সকাতর মৃদুস্বর সুদুর হইতে অবিরত প্রবেশিত শ্রবণ কুহরে,; জুড়াতে নিদাঘ জালা বসিতাম গিয়া বিশাল-রসাল-মূলে নির্জন কাননে । পাশ্বে স্বচ্ছ সরোবর—তাহার পুলিনে স্বশ্যামল তৃণদল দুলিছে বাতাসে– দুলিছে পল্লব-কুল—লাগিছে অঙ্গেতে শীতল দক্ষিণ-বায়ু ঝুর ঝুর করি—, জগত জীবের মাতা—যতনে অঙ্কেতে। মর মরু পত্র শব্দে–শীতল ছায়ায়, মুদি আঁখি দেখিতাম কতই স্বপন— । কতই কোমল ভাব উঠিত এমনে— । . কেমনে কাহারে আমি কহিব প্রকাশি– ' বুঝিবে বা কেবা । জলিলে সংসারতাপে, হৃদয় জালায় যদি যাই কার কাছে— । প্রিয়জন, প্ৰিয়বন্ধু, প্রিয় সহবাসে " দ্বিগুণ জলিয় উঠে সে জালা আমার । দেখিলে নয়নে মোর জুড়ায় জীবন! :