পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৪৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

”भ=ान् ב-איתי الي لميا 86 R কৃষ্ণকান্তের উইল । --- - শ-শনাল , সুন্দরী, প্রায় সমস্তদিনের পর অর্থাৎ রেল নয়টার সময় দুটি ভাত মুখে দিতে কোলে টানিয়া লইয়াছেন মাত্র, অমনি তুমি ডাকিলে-কুহুঃ—সুন্দরীর ক্ষীরের বাটা অমনি রহিল—হয় ত,তাহাতে অন্য মনে লুণ মাখিয়া খাইলেম । যাই হউক, তোমার কুহুরবে কিছু যাদু আছে— | নহিলে, যখন তুমি বকুলগাছে বসিয়া ডাকিতেছিলে—আর বিধবা রোহিণী কলসী কক্ষে জল আনিতে যাইতেছিল ! —তখন—কিন্তু আগে জল আনিতে যাওয়ার পরিচয়টা দিই। - তা, কথাটা এই। ব্ৰহ্মানন্দ ঘোষ দুঃখী লোক—দাসী চাকরাণীর বড় ধার ধারে না । সেটা সুবিধা কি কুবিধা তা বলিতে পারি না—সুবিধা হউক, কুবিধা হউক, যাহার চাকরাণী নাই, তাহার ঘরে ঠকামি, মিথ্যা সম্বাদ, কেন্দল, এবং ময়লা, এই চারিটি বস্তু নাই । চাকরাণী নামে দেবতা, এই চারিটির স্বষ্টিকর্তা । বিশেষ যাহার অনেক গুলি চাকরাণী, তাহার বাড়ীতে নিত্য কুরুক্ষেত্রের যুদ্ধ-নিত্য রাবণ বধ । কোন চাকরাণী ভীমরূপিণী, সৰ্ব্বদাই সন্মাজঁনী গদা হস্তে গৃহ রণক্ষেত্রে ফিরিতেছেন-কেহ তাহার প্রতিদ্বন্দ্বী রাজা দুৰ্য্যোধন, ভীষ্ম দ্রেীণ কর্ণকে ভৎসন। করিতেছেন ; কেহ কুম্ভকৰ্ণ রূপিণী, ছয় । মাস করিয়া নিদ্রা যাইতেছেন, নিদ্রান্তে সৰ্ব্বস্ব থাইতেছেন-কেহু স্বগ্রীব, গ্রীব | ală; বসিয়াছেন, কেবল ক্ষীরের বাটটি | হেলাইয়া কুম্ভকর্ণের বধের উদ্যোগ | করিতেছেন। ইত্যাদি । , - 4 - ব্ৰহ্মানদের সে সকল আপদ বালাই 1 ছিল না—সুতরাং জল আন বাসন মাজা টা, রোহিণীর ঘাড়ে পড়িয়া ছিল । । বৈকালে, অন্যান্য কাজ শেষ হইলে, | রোহিণী জল আনিতে যাইত । যেদিনের ঘটনা বিবৃত করিয়াছি, তাহার পরদিন নিয়মিত সময়ে, রোহিণী কলসী কক্ষে । জল আনিতে যাইতেছিল। বাবুদের একটা বড় পুকুর আছে—নাম বারুণী—জল । তার বড় মিঠা—রোহিণী সেইখানে জল আনিতে যাইত। আজিও যাইতেছিল। রোহিণী এক জল আনিতে যায়—দল । বাধিয়া যত হালকা মেয়ের সঙ্গে হালকা হাসি হাসিতে হাসিতে হালকা কলসীতে হালকা জল আনিতে যাওয়া, রোহিণীর অভ্যাস নহে । রোহিণীর কলসী ভারি, চাল চলনও ভারি। তবে রোহিণী বিধবা । কিন্তু বিধবার মত কিছু রকম নাই। অধরে পানের রাগ, হাতে বালা, ' ফিতাপেড়ে ধুতি পরা, আর কাধের উপর চারুবিনিৰ্ম্মিত কাল ভুজঙ্গিনী । তুল্য কুণ্ডলীকৃত লোলায়মান মনে । মোহিনী কবরী। পিতলের কলসী কক্ষে চলনের দোলনে, ধীরে ধীরে সে কলসী নাচিতেছে--যেমন তরঙ্গে তরঙ্গে হংসী নাচে, সেইরূপ, ধীরে ধীরে গা দোলা- ; ইয়া কলসী নাচিতেছে। চরণ দুইখানি । আস্তে আস্তে, বৃক্ষচ্যুত পুষ্পের মত, भृश्२ भन्नैप्ठ পড়িতেছিল--অমনি সে இ _