পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৪৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 s ভারতমহিলা । वज =*{• भ३ ४ २४ ९ t) কবিই,এপর্যন্ত তাদৃশ রমণী স্বষ্টি করিয়া উঠিতে পারেন নাই। কোন কবিই এপর্যস্ত সামাজিক বন্ধন হইতে আপনাকে সম্যকৃরূগে মুক্ত করিতে পারেন। নাই । কিন্তু যদিও এরূপ রমণীস্থষ্টি করা একান্ত কঠিন, যদিও কোন কবি এরূপ রমণী সৃষ্টি করিয়া উঠিতে পারেন নাই, তথাপি চিন্তাশীল ব্যক্তিমাত্রেই তাদৃশ রমণীর কোনই গুণ থাক। আব শ্যক অনুভব করিতে পারেন । র্তাহার কোন কোন মানসিক বৃত্তি তেজস্বিনী হওয়া উচিত কোন কোন বৃত্তি নিস্তেজ হওয়া উচিত তাহাও চিন্তা করিলে অব গত হওয়া যায় । - [মায়ুষ্যের মনোবৃত্তি বিভাগ } x. ইয়ুরোপীয় পণ্ডিতেরা মনুষ্যের মান সিকবৃত্তি সকলকে তিন প্রধান শ্রেণীতে বিভক্ত করিয়াছেন। প্রথম বুদ্ধিবৃত্ত্বি ২য় স্নেহ প্রবৃত্তি ৩য় কৰ্ম্মনিষ্ঠতা (* যে শক্তিদ্বারা গণিত ও পদার্থ বিদ্যার সমু স্নতি করা হয়, যে শক্তিদ্বারা আপন২ কৰ্ত্তব্য কৰ্ম্ম নির্দেশ করিয়া লওয়া যায়, | যাহাদ্বারা রাজমন্ত্রীর রাজকাৰ্য্য পর্যা- যুগপৎ সমুন্নতি ও প্রকর্ষ পর্য্যস্ত (Per লোচনা করেন, সেনাপতির সৈন্যবৃহ রচনা করেন, দার্শনিকের কুটার্থ নির্ণয়ে প্রবৃত্ত হয়েন, তাহার নাম বুদ্ধিবৃত্তি"। যে শক্তিদ্বারা আমরা সামাজিক লোকের সহিত সদ্ভাব করিয়া চলিতে পারি, যাহাম্বারা পিতামাতাকে ভক্তি করিতে, | পুত্রদিকে স্নেহ করিতে, দুরবস্থকে ] দয়া করিতে, বন্ধুগণকে ভাল বাসিতে | শিখি তাহার নাম স্নেহ প্রবৃত্তি । স্নেহ - প্রবৃত্তি সুখ ও দুঃখের কারণ । মঙ্গুষ্যের । যে কিছু কোমল মানসিক ভাব আছে সে সকলই এই বিভাগের অন্তর্গত। কৰ্ম্মক্ষমতা ইচ্ছাশক্তির অপর নাম । শুদ্ধ মানসিক ইচ্ছা থাকিলেই হয় না । ] যে ইচ্ছা কার্য্যে পরিণত হয়, যাহা দ্বারা লোকে অপার সমুদ্র পার হইয়া, পৰ্ব্বত অতিক্রম করিয়া,জীবন সঙ্কটাপন্ন করিয়া, ঈঙ্গিত সম্পাদনে প্রবৃত্ত হয় সেই যথার্থ | কৰ্ম্মক্ষমতা | এই তিনিটা প্রবৃত্তিই মনুষ্যস্বভাবের । নিরস্তর সমভিব্যাহারী। অতি মুখ কাণ্ডজ্ঞান শূন্য হটেন্টট দিগেরও বুদ্ধিবৃত্তি আছে। নরমাংসলোলুপ আওtমান বালী দগেরও স্নেহপ্রবৃত্তি আছে এবং জড়প্রায়, ওয়েষ্ট ইণ্ডিয়া কাক্তি দিগেরও কৰ্ম্মক্ষমতা আছে । তবে পরিযাণগত ইত্বর বিশেষ মাত্র। আমরা । ইশ্বয় ভিন্ন আর কুত্রাপি এই বৃত্তিত্রয়ের । fection) কল্পনা করিতে পারি না । কিন্তু এরূপ মনুষ্যকল্পনা করিতে পারি যাহার সকল কয়টই সতেজ এবং একট, মন্থ য্যের পক্ষে যতদূর সম্ভব, সমুন্নতি লাত করিয়াছে । . - o - কোবালিখিত পুরুষচরিত্রের প্রকর্ধপর্বত্ত}:

  • Intellectual Emotional and | - . . ‘. -- " . . . ی مہ:...'3: پیر . .lr
  • : . কর্ষ কল্পনা করি তখন আমরা তাহাকে

Active powers. যখন আমরা পুরুষচরিত্রের চরম উৎ i.o. ":డా 33ఙ - * ജ