পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- - - - - | 1 ه في نيجية i R }{4 (asة . - { মায়াকুক্ষোপন্নঃ ” অর্থাৎ হে নৃপতি | তুমি শঙ্কিত হইও না, মহাত্মা বোধিসত্ত্ব পুত্র হইয়া জন্ম গ্রহণ করিবেন, বলিয়। এই মায়া দেবীতে উপপন্ন হইয়াছেন। মায়াদেবী মুখে বিবিধ সুলক্ষণাক্রান্ত পুত্র | প্রসব করিলে অষ্ট প্রকার নিমিত্ত ঘটিয়া| ছিল যথা—তৃণ কণ্টকাদির কাঠিন্য ছিল ন, দংশ মশঙ্কাদির দৌরাত্ম্য ছিল না— | হিমালয় পৰ্ব্বতের সমস্ত বিহঙ্গগণ আসিয়া | রাজা গুদ্ধোদনের গৃহে রব করিয়াছিল, রাজা শুদ্ধোদনের আগারে সর্বকালীন | कन পুষ্প একদা প্রক্ষণশ হইয়াছিল— গুদ্ধোদনের গৃহে আহার করিলেও আহা! রীয় দ্রব্য ক্ষয় হয় নাই এবং তাহার অন্তঃপুরে যে সকল বাদ্য যন্ত্র ছিল ভাহ সমুদায় আপনা আপনি বাদিত হইয়াছিল ইত্যাদি । শেষ যুদ্ধের জন্ম সম্বন্ধে { বিস্তরে লিখিত আছে, তাহার এখানে i. হইয়া উঠে। # , : " উরোপীয় পণ্ডিত গণের মতে শাক্য - निरई. খ্ৰীষ্ট জন্মিবার ৬২৩ বৎসর পূৰ্ব্বে জন্মগ্রন্থণ করিয়াছিলেন। তাছার মাতা সকল প্রাণীরহিতকারী একটরাজচক্রবর্তী পুত্র জন্মিৰে এবং তৎকালে এইরূপ দৈৱ । { বোধিসত্বে মহাত্মা নৃপতি তব স্বতন্ত্ৰং । | ভূষিত পুর পরিত্যাগ করিয়া তোমার | { সপ্তরত্ন এইরূপ বিবিধ অলৌকিক বিবরণ ললিত | আলোচনায় প্রবৃত্ত হইলে প্রস্তাব বাহুল্য মাম্বা দেবীরপ্তাহার জন্মের এক সপ্তাহের । ভগ্নী দ্বারা অতি যত্নের সহিত প্রতি পী-{ লিত হইয়াছিলেন। রাজার পুত্র মুখ { নিরীক্ষণে দিনই আনন্দ বৃদ্ধি হইতে লাগিল এবং শাক্য অচির কাল মধ্যে বহু: বিদ্যায় পণ্ডিত হইয়া উঠিলেন। তিনি স্বভাবতঃ গভীর প্রকৃতি, বালকগণের | সহিত ক্রীড়া কৌতুকে একদণ্ডও অতি- | বাহিত করিতেন না। র্তাহার কিছুমাত্র | বালস্থলভ চপলত ছিল না এবং সময়ে২ ; তিনি গভীর চিন্তায় নিমগ্ন থাকিতেন। রাজা তদ্‌ষ্টে তাহাকে সংসারে সুখী করিবার জন্য নানা উপায় চিন্তা করিতে লাগিলেন । । - - | একদা মহন্ধক প্রভৃতি কতকগুলি শাক্য, রাজা গুদ্ধোদনকে বলিল, মহারাজ! দৈবজ্ঞ ব্রাহ্মণের নিশ্চয় করিয়া বলিয়াছেন, যে “ যদি কুমারোইভিনিষ্কৃমিষ্যতি | তথা গতোভবিষ্যতি অৰ্হন সম্যক সন্ধুদ্ধ, উত নাভি নিষ্কমিষ্যতি রাজা ভবিষ্যতি | চক্ৰবৰ্ত্তীচ বিজেতা ধাৰ্ম্মিকে ধৰ্ম্মরাজঃ সমস্বাগতঃ” (১২ অধ্যায় ললিত, বিস্তর ) । যদি আমাদের কুমার প্রত্ৰজ্যা করেন, তাহা হইলে ইনি সম্যক্ জ্ঞানী বুদ্ধ এবং আহঁত হইবেন I আর যদি গৃহাশ্রমী হন, তাহা হইলে চক্ৰবৰ্ত্তী রাজা হুই | বেন। অতএব কুমারকে অচিরাৎ বিবাহিত করা কর্তব্য। তাহা হইলে শাক্যবংশের চক্ৰবৰ্ত্তিত্ব আর লোপ | পরে মৃত্যু হয় এবং তিনি তাহার মাতার হইবে না।

  • -