পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৫৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| | नजव~fम ?s. s९४२ 1) গম্ভীর স্বর কর্ণকুহরে প্রবিষ্ট হইবামাত্র চকিত ও উৎকষ্ঠিত হইলেন । তাহার পর যখন জানিলেন সত্যই তাহার আর্য্য পুত্র পঞ্চবটী আসিয়াছেন তখন সকল কার্য্য পরিত্যাগ করিয়া তাহার অবস্থা দেখিতে লাগিলেন এবং একতানমনে র্তাহারই কথা শুনিতে লাগিলেন । যখন শুনিলেন রামচন্দ্র তাহারই জন্য শোক করিতেছেন তথন বলিলেন অজ্জ উত্ত অসরিসং কৃথু এদং ইমৰ্ম্ম বুত্তস্তস্ম। তাহার পর বলিলেন আর্য্যপুস্ত্ৰ তুমি আজিও সেইই আছ। রামচন্দ্র মূচ্ছিত হইয়া পড়িলে সীতা, পাছে তিনি স্পর্শ করিলে রামচন্দ্র কুপিত হন এই ভয়েই অস্থির হইলেন। পরে সাহসে ভর করিয়া কহিলেম যা হবার হউক আমি উহাকে স্পর্শ করিব । যখন রামচন্দ্রকে বাসন্তী তির স্কার করিতে লাগিলেন তখন তিনি কহিলেন “সখি তুমি ভালর জন্য বলিতেছ বটে কিন্তু দেখিতেছন কি উহাতে বিষময় ফল ফলিতেছে।” সখি তুমি বিরত হও । তাহার প্রিয় হস্তী বিপদগ্ৰস্ত হইয়াছে গুনিয়া সীতার মন চঞ্চল হইল উহাকে হৃষ্ট পুষ্টঙ্গ দেখিয়া শুদ্ধ তাহার হর্ষ হইল এমন নহে তাহার কুশ ও লবকে মনে পড়িয়া গেল। রামচঞ্জ বিদায় হইলে যতক্ষণ র্তাহার রথচক্র দেখা যাইতে লাগিল ততক্ষণ কাহার সাধ্য সেদিক্ হইতে র্তাহার স্থিরদৃষ্টি অন্যত্র নিক্ষেপ করে । তাহার পর নমো নমো অজউত্তী চরণ কমলণং নমো ভারতমহিলা। @Wう○ অপূৰ্ব্ব পুন্ন দংশননিং বলিয়া কষ্টে স্থষ্টে বিনিবৃত্ত হইলেন। দ্বিতীয় বার পরীক্ষার সময় যখন সীতা সভামধ্যে প্রবেশ করিলেন তাহার নয়ন স্বামীর চরণে অপিত । হৃদয়ে নানা উদ্বেগ । তাহার আকৃতিতে স্পষ্টই অনু- ' ভব হইতে লাগিল তিনি বিশুদ্ধ চরিত্র । রামচন্দ্র পৌরজনপদবর্গের মত লইয়া পুনরায় তাহাকে গ্রহণ করিলেন । সীতার চরিত্র। সীত। নিতান্ত সুশীলা

  • -t

ও একান্ত সরলহীদয়া ছিলেন । র্তাহার । তুল্য পতিপরায়ণ রমণী কাহারও দৃষ্টিবিষয়ে বা শ্রুতিগোচরে পতিত হয় নাই । তিনি স্বীয় বিশুদ্ধ চরিতে পতিপরায়ণতা গুণের এরূপ পরাকাষ্ঠী প্রদর্শন করিয়া । গিয়াছেন যে বোধ হয় বিধাতা মানব জাতিকে পতিব্ৰতা ধৰ্ম্মে উপদেশ দিবীর । জন্যই সীতার স্মৃষ্টি করিয়াছিলেন। র্তাহার তুল্য সৰ্ব্ব গুণসম্পন্না কামিনী কোন কালে ভূমণ্ডলে জন্মগ্রহণ করিয়াছেন অথবা র্ত। হার ন্যায় সৰ্ব্বগুণসম্পন্ন পত্তি লাভ করিয়া তাহার মত দুঃখভাগিনী হইয়াছেন এরূপ বোধ হয় না । শকুন্তলাও সীতার হ্যiয় মুগ্ধস্বভাবা । মুনি তাহাকে বনমধ্যে কুড়াইয়৷ পান এবং সন্তানের ন্যায় তাহার প্রতিপালন { করেন । তিনি অল্প বয়সেই গৃহ কার্য্যে । সুশিক্ষিত হইয়াছেন এবং লিখিতে পড়িতে শিখিয়াছেন তপোবন তরুদিগের : পাট করিতে তিনি বড় ভাল বাসেন । । তাহার পিতা সোমতীর্থ গমন কালীন .