পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 8 . বৌদ্ধ ধৰ্ম্ম । ছৰ্হিত শাকা কন্যা সা দাসী শর্ত | হিত করিয়াছিলেন; কিন্তু শাক্য সিংহ সতত গভীর চিন্তাসাগরে নিমগ্ন থাকিতেন । তাহার হৃদয়মধ্যে সৰ্ব্বদা সংসারের অনিত্যতা সম্বন্ধে চিন্তা উখিত । হইত। তিনি মনশ্চক্ষুদ্বারা দেখিতেন। “সৰ্ব্ব অনিত্যা, অকণমা, অধ্রুবা নচ কাৰ্য্য হইতে পারিলেন না । ক্রমেই র্তাহার সংসারের সুখে বিরক্তি বোধ হইতে লাগিল ৷ একদা তিনি বহুজন সমভিব্যাহারে রথারোহণে নগরের পূর্ব তোরণ দিয়া কুমুম নিকেতনে গমন করি, তেছিলেন; এমত সময়ে পথিমধ্যে এক জন দন্তহীন, জরাগ্রস্ত বৃদ্ধকে দেখিতে পাইয়া সারপিকে তাহার এতাদৃশ শোচ নীয় অবস্থার কারণ জিজ্ঞাসা করিলেন । এক বারও চিন্তা করি না। সারণি ". রথবেগ সম্বরণ কর, আমি সংসারের } দুরন্ত কশাঘাত সহ করিতে ইচ্ছা করি না। সাংসারিক মুখ ক্ষণভঙ্গুর, তাহা | তে লিপ্ত থাকিয় কে বৃদ্ধ বয়সের এতাদৃক কষ্ট সহ করিবে ? অন্য একদিবস শাক্য সিংহ রথারোহণে নগরের দক্ষিণ তোরণ সম্মুখে স্বজন পরিত্যক্ত বন্ধুহীন, ধহুরোগগ্রস্ত জীর্ণ শীর্ণ কলেবর এক ব্যক্তিকে দেখিতে পাইয়। সারথিকে “ হায়! শারীরিক অবস্থা কতদূর পরিবৰ্ত্তশীল, এবং রোগের তাড়নায় মকুষ্যের এতাদৃক হীন অবস্থা হইয়া থাকে। কোন জ্ঞানী এই সকল দেখিয়া সংসারের সুখে লিপ্ত থাকিতে বাসনা করেন ? এই বলিয় রাজকুমার উদ্দেশ্য স্তানে গমন না করিয়া নগর মধ্যে প্রত্যাগত হই ! লেন । এই রূপ তৃতীয় বার রথারোহণে নগরের পশ্চিম তোরণ দিয়া বিলাস কাননে গমন করিবার সময় পথিমধ্যে - জ্যৈঃ, ১ 1 يناه || শাশ্বতাপি, ন কল্পা মায়ামরীচি সদৃশ, | বিদ্যুৎ ফেণোপমাশ্চপলা ॥ তাহার এতাদৃক অবস্থার কারণ জিজ্ঞাসা রাজা গুদ্ধোদন পুত্রের সংসার বৈরাগ্য | করিলেন। সারথি কর যোড়ে তাহার } দেখিয়া তাহাকে নানা প্রকার প্রবোধ | অবস্থার প্রকৃত কারণ বিজ্ঞাপন করিল : ' দিতে লাগিলেন। কিন্তু কিছুতেই কৃত- তাহ শুনিয়া রাজকুমার কহিলেন, . | সারথি কহিল, রাজকুমার! এ ব্যক্তি বৃদ্ধ - | বয়সজন্ত এতাদৃশ অবস্থাপ্রাপ্ত হইয়াছে। এ ব্যক্তি কোন বিশেষ রোগগ্রস্ত নহে। { ক্রমে যৌবনাবস্থা গত হইলে আমাদিগের সকলেরই এইরূপ অবস্থা ঘটবে। । | তচ্চুবলে রাজকুমার কহিলেল, হায়! আমরা কি মূঢ়, যৌবনগৰ্ব্বে মনুষ্য শরীর পরিণামে কি অবস্থা প্রাপ্ত হইবে তাছ বস্ত্রাবৃত এক মৃতশরীর দেখিতে পাই | লেন। তাহার চতুর্দিকে স্বজন বান্ধবের । হাহাকার করিয়া ক্ৰন্দন করিতেছে । { তদৰ্শনে রাজকুমারের মনে সংসারের | প্রতি বিলক্ষণ বিরক্তি প্রকাশ পাইল । তিনি সারথিকে কছিলেন, যৌবন গৰ্ব্ব বুদ্ধ বয়সে শেষ হইবে, শারীরিক স্বাস্থ্য .