পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| | | , ....', "- . ‘’ - . বৌদ্ধ ধৰ্ম্ম । জ্যৈঃ २२०२ 4) . . . . . বিম্বসরের প্রধষ্ট্রে রাজগৃহে বক্তৃতা কালে | বহুব্যক্তি বৌদ্ধধৰ্ম্মে দীক্ষিত হইয়াছিল। কালান্তক বিহার তাহার উদেশে এক | ধনাঢ্য বণিক কর্তৃক নিৰ্ম্মিত হইয়াছিল; তথায় তিনি কিছুকাল বক্তৃত৷ করিয়া অনেক শিষ্য সংগ্ৰহ করিয়াছিলেন । এ সময় তাহার ধৰ্ম্মের গৌরব দিনই বৃদ্ধি হইতে লাগিল; এবং দেশ বিদেশ হইতে বিচক্ষণ পণ্ডিতগণ র্তাহার উপদেশে মুগ্ধ হইয়া বেদবিধি পরিত্যাগ করত বৌদ্ধ ধৰ্ম্ম গ্ৰহণ করিতে লাগিলেন । শাক্য সিংহ ৰ্তাহার প্রধান শিষ্য সারিপুত্ৰ মেীদগল্যায়ন, এবং কাত্যায়ন-সমভিব্যাহারে কিছুকাল মগধেশ্বরের আতিথ্য স্বীকার করিয়াছিলেন। পরে উক্ত নৃপতি অজাতশত্রু কর্তৃক নিহত হইলে, তিনি শ্রাবস্তীতে* বাস করেন; তথায় অনাথ পিণ্ডদ নামক বণিক তাহার জন্য একটা সুরম্য বিহার নিৰ্ম্মাণ করিয়া দিয়াছিলেন। শাক্যসিংহের বক্তৃতার মোহিনী শক্তিতে ক্রমে ক্রমে অসংখ্য শিষ্য সংগ্ৰহ হইতে লাগিল । সুপণ্ডিত ব্রাহ্মণগণ, যুদ্ধপ্রিয় ক্ষত্রিয়গণ, বাণিজ্য ব্যবসায়ী বৈশ্যগণ, সকলেই তাহার ধৰ্ম্মে দীক্ষিত হইল। কোশলাধিপতি এবং প্রসন্নজিৎ নৃপতি তাহার প্রধান শিষ্য ছিলেন। দ্বাদশ বর্ষ পরে তিনি কপিল বস্তুতে গমন করিয়৷ তাহার পিতৃস্বসা; স্ত্রী এবং শাক্য a শ্রাবস্তী ইহা দাক্ষিণাত্য প্রদেশে অবস্থিত। এই নগর এত প্রাচীন যে ইহার | উল্লেখ মহাভারতেও দৃষ্ট হয়। eeASAMAMS MTMMM TSTSuMAAAA করিলেন । ংশীয় অন্যান্য লোককে বৌদ্ধধৰ্ম্মে প্রচারে কালাতিপাত করিয়া বুদ্ধদেব ৮• বৎসর বয়ঃক্রমে ৫৪৩ খৃষ্ট জন্মের পূর্ব 1; বৎসরে কুশী নগরে মানবলীলা সম্বরণ 1, এসময় তাহার অসংখ্য | শিষ্য উপস্থিত ছিল। তাহরিা সকলেই বোধিসত্ত্বের জয়ধ্বনি করিতে লাগিল। এবং মৃত্যুশয্যা হইতে বুদ্ধদেব তিনবার - স্বশিষ্য বর্গকে ধৰ্ম্মের কুটিল প্রশ্ন জিজ্ঞা- । সা করিতে অনুরোধ করিলেন; কিন্তু কেহই উত্তর করিল না। সে সময় | | কাহারও ধৰ্ম্মবিষয়ে অণুমাত্র সন্দেহ উপ- } স্থিত হয় নাই। অবশেষে মৃত্যু কালে ভগবান কছিলেন, “ভিক্ষুগণ! আমি শেষবার তোমাদিগকে উপদেশ দিতেছি ; |}: ংসারের সকল বস্তুই ক্ষণভঙ্গুর, এজন্য তোমরা নিৰ্ব্বাণ কামনায় যত্নশীল হও ” ভগবান নিৰ্ব্বাণ প্রাপ্ত হইলে সাধারণ | ভিক্ষুগণ উচ্চস্বরে বিলাপ ও অন্ত্রতাপ করিতে লাগিল; কিন্তু অৰ্হতগণ পৃথিবীর সকল বস্তু ক্ষণভঙ্গুর ভাবিয়া শোকবেগ সম্বরণ করিলেন। চন্দন কাষ্ঠের চিতার উপর তাহার মৃতশরীর নববস্ত্রাবৃত | করিয়া স্থাপিত হইলে, মহা কাশুপ তথা ৫•• শত ভিক্ষু উছ তিনবার প্রদক্ষিণ করিলেন। তৎপরে সকলে ভগবানের চরণ বদনা করিয়া চিতা প্রজ্বলিত ক1, রিয়া দিলেন । মখর শরীর ধ্বংসঁহहैया | রাশি ধাতুনিৰ্ম্মিত পাত্রে পূর্ণ করিা স্বগন্ধ

  • & १ ||ै.