| বিদ্যাপতি কবি গাবে। .. o বিদ্যাপতির এই গীতটি বাঙ্গাল। તઃ
. বিদ্যাপতি vg |
- কামিনী করু অসনানে ।
- সম্বন্ধে মিথিলায় একটি উপাখ্যান পাওয়া । | যায়। কথিত আছে যে রাজা শিবসিংহকে দণ্ড দিবার জন্ত দিল্লীশ্বর ধরিয়া
লইয়া যান। বিদ্যাপতি এই সংবাদ শুনিয়া রাজাকে মুক্ত করিবার নিমিত্ত দিল্লীতে গমন করেন। যাইয়া দিল্লীপতিকে বলেন, আমি অদৃষ্ট দৃষ্টবৎ বর্ণন । করিতে পারি। এই কথা শুনিয়া দিল্লী- | শ্বর পরীক্ষার্থে তাহাকে কাঠপেটকে দৃঢ় । বদ্ধ করিয়া কোন স্থানে রাখিয়া দেন। অনস্তর কতকগুলি নগরাঙ্গণাকে স্নান করাইয়া নিজ নিজ ভবনে পাঠান, এবং কবিকে সমীপে আনয়ন পূৰ্ব্বক যমুনাতীরবৃত্তান্ত বর্ণনা করিতে আদেশ করেন । বিদ্যাপতি নাকি ইষ্টদেবতার । চরণারবিন্দপ্রসাদে, উহা অদৃষ্ট হইলেও, দৃষ্টবৎ মৈথিল ভাষায় এইরূপে বর্ণনা করিয়াছিলেন, হেরইত হৃদয় উদিত পচবাণে। চিকুর গরল জলধারে । - জনি মুখশশি ডর রোঅহি অন্ধারে। কুচযুগ চারু চকেবা। - জনি বিহ আনি মিলাওল দেবা। अनि সংশয় ভুজ ফাসে i বান্ধি থএল উড়ি লাগত অকাসে। . তিতল বসন তন লাওঁ । মুনিহুক মানস মনমথ জাগু । বড় তপ গুণমতি পুনমতি পাবে ॥ । দিল্লীশ্বর শিবসিংহকে মুক্ত করলেন এবং | পত্র অদ্যাপি দেখাইয়া থাকেন। - | শিবসিংহ নিজভূম্যন্তর্গত সেই গ্রামের } শেও চলিত আছে কিন্তু ইহার সম্বন্ধে কোন গল্প কাহারওঁ মুখে শুনা যায় না, এবং এদেশে ইহার যেরূপ আকার হই- । স্থাছে নিয়ে প্রদত্ত হইলঃ ' ' কামিনী করয়ে সিমান।" হেরইতে হৃদয়ে হানল পাঁচ বাণ ॥ । চিকুরে গলয়ে জলধারা। : মুখশশি ভয়ে কিয়ে রোয়ে আন্ধিয়ারা। তিতল বসন তনু লাগি । 哆。° মুনি এক মানস মনমথ জাগি । . . . . কুচযুগ চারু চকেবা। ] • निख दूत्र আনি মিলায়ল দেবা। তেঞি শঙ্কা ভুজ পাশে । বান্ধি ধরল জন্তু উড়ৰ তরাসে ti : কবি বিদ্যাপতি গাওরে। । গুণবতী নারী রসিক জন পাওয়ে ” এরূপ কিম্বদন্তী আছে ८ण, বিদ্যাপ- | তির অলৌকিক শক্তি সন্দর্শন করিয়া, ! কবিকে বীসপী নামক বৃহৎ গ্রাম প্রদান । ছিলেন তদ্বিষয়ে সন্দেহ নাই। তদ্বংশায়ের ; অদ্যাপি উক্ত গ্রাম ভেt - বাস o করিতেছেন; তাহারা দিলীপতিদত্ত দা तथाहेब्र शरकन्न। ब्रास्त्र ! r পনিও কবিকে একখানি দানপত্র দেন; } । • প্রাচীনকাব্য সংগ্রহ। ১৫ পৃষ্ঠা। { । ஆண்