পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ہسپیسییپسھبیس عساسیس۔ | انه اخذ هجوم وه( বিদ্যাপতি। । শকে শিবসিংহ রাজ্যাভিষিক্ত হন, মিথি | দেখা যাইতেছে। মৈথিল পণ্ডিতের অনুমান করেন যে এই দানপত্র তাছার যৌবরাজ্যকালে প্রদত্ত। শিবসিংহ অনেক আয়াস সাধ্য কাৰ্য্য করিয়াছিলেন, এ প্রকার জনশ্রুতি আছে । কিন্তু তিনি অত্যয়কাল অর্থাৎ সাড়ে তিন বৎসর মাত্র রাজত্ব করেম। ইহাতে প্রতীতি কালেই সম্পন্ন হইয়াছিল। মিথিলায় এইরূপ কিম্বদন্তীও আছে। পঞ্জী প্রবদ্ধানুসারে শিবসিংহের পিতা দেবসিংহের রাজত্বকাল ৬১ বৎসর। সুতরাং রাজা হইবার ৪৬ বৎসর পূৰ্ব্বে শিবসিংহ যুব| রাজ ছিলেন, ইহা কোন ক্রমেই বিস্ময়কর নহে। ৪৬ বৎসর পূৰ্ব্বে ভূমি দাম পত্র পাইলেও রাজা শিবসিংহের রাজ্যভিষেকের পরে বিদ্যাপতি যে জীবিত ছিলেন, পুরুষপরীক্ষার মঙ্গলাচরণ দুষ্টে জানা যায়। আল্লা ণাদে অর্থাৎ ১৩৭৯ শকাব্দে তালপত্রে শ্ৰীমদ্ভাগবত লিখিয়াছিলেন, এতদারাও সেই কথারই প্রমাণ হইতেছে। " বিদ্যাপতির মৃত্যু সম্বন্ধে মিথিলায় এটা ৱিাৰী এটা আছে, তাৰা| ! পত্তি আসন্নক্কাল উপস্থিত দেখিয়া গঙ্গা পত্ৰ দিয়া থাকেন, তাহা হইলে ১৩৬৯ * - - - - বিবেচনা করিলেন যে, ভগবতী ভাগীরথী { লায় পঞ্জীগ্রন্থে এরূপ উক্তি কেন দেখা - | যায়? ইছাতে ত তাহাকে রাজ্যাভিষিক্ত । হইবার ৪৫ বৎসর পূৰ্ব্বে দান করিতে স্তর ভাগীরথী ত্রিধারা হইয়া তরঙ্গমালা লেন। দেখিয়া বিদ্যাপতি সানন্দে সেই হয় যে সেই কাৰ্য্য সকল তদীয় যৌবরাজ্য । দ্বিজকুল সস্তৃত। তাছার পূর্ণনাম “রূপ ঙ্কি রিদ্র্যাপতি ৩৪৯ লক্ষ- পদাতি মহারাজ নরসিংহ, জীবন নারী- - পদাঙ্কিত রঘুসিংহ, ও বীরনারায়ণ পদ- } তিন মহিষী ছিল, পদ্মাবতী দেবী, লখিম! } । ইহার রাজত্ব করিয়াছিলেন বলিয়া কথা । আছে । মনস্তুর নরসিংহদেব রাজা হুন; i । তীরে যাইতে যাইতে পথিমধ্যে মনে মনে | ভক্তবৎসল; এমন সময়ে আমার নিকটে | তিনি আসিবেন না কেন। এইরূপ চিন্তা 1 করিয়া তথায় উপবিষ্ট হইলেন। অন বিস্তার করিয়ু সেই স্থলে উপস্থিত : इंई খানেই শরীর ত্যাগ করিলেন। তাহার ! চিত। প্রদেশে একটা শিবলিঙ্গ প্রাছভূত । - হইল। সেই শিবলিঙ্গ ও নদীচিহ্ন অদ্যপি দৃষ্ট হয়। যে স্থান এই সকল । কারণে প্রসিদ্ধ, সেস্থান ভাগীরথীর উত্তর কুলস্থ বাজিতপুর নগরের উত্তরভাগে ! বাঢ় নামক নগর হইতে পঞ্চক্রোশ দূরে { অবস্থিত । {് যে শিবসিংহের সভায় বিদ্যাপতি ছি- | - লেম, সে শিবসিংহ মারায়ণ নামক সামান্ত । নারায়ণ পদাঙ্কিত মহারাজ শিবসিংহ ।” তাহার পিতা মহারাজ দেবসিংহ, পিতামহ মহারাজ ভবেশ্বর, পিতৃব্য হরসিংহ: | দেব। হরসিংহের চাৰিপুত,দর্পনাঙ্গায়ণ | | য়ণ পদাঙ্কিত রত্নসিংহ, কি দেবী, ও বিশ্বাস দেবী; রাজারমৃত্যুর পরে -