পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(aঙ্গদর্শন, জ্যৈ৪, ১২৮২ ) নিজিত প্রণয় . مه | পরমার্থবিষয়ে এবং পরমাত্মা সম্বন্ধে | তাহার পরামর্শ প্রার্থনা করিতেন। মহর্ষি সকলকে সাদর সদুত্তর প্রদান ক| রিতেন; তদীয় অতীব গভীর নীতিপূর্ণ ও জ্ঞানগর্ড উপদেশকলাপ সংসারস্থ জনগণ, হৃদয়ে সৰ্ব্বদা জাজ্বল্যমান থা কিত । - একদা বাসন্তীয় প্রভাত সময়ে যখন নবোদিত দিনকর স্বীয় কর দ্বারা | হিমাকরের তুঙ্গ-তুহিন শিখর-নিকর পাতিত করিতেছিলেন, যৎকালে স্বশীতল পরিমলসস্কুল নিৰ্ম্মল মলয়ানিল হিমালয় নিলয়ে মন্দ মন্দ বিচরণ করিতেছিল, | যখন বিমানবিহারী বিহঙ্গমবর্গের বিনোদ কলরবে তপোবন প্রতিধ্বনিত | হুইতেছিল,যখন পাৰ্ব্বতীয় বন্য কুসুম সেীরত দিগ্বিদিক পরিব্যাপ্ত হইতেছিল,— | তখন যোগিরাজ এক পবিত্র লতামণ্ডপ মনে মুদ্রিতনয়নে জগদীশ্বরের ধ্যান করিতেছিলেন । তৎকালে তদীয় শুভ্র মূৰ্ত্তি, গম্ভীরাকৃতি, এবং অচল প্রকৃতি নিরীক্ষণ করিলে বোধ হুইত যেন স্বয়ং ভগবান ভবানীপতি ভবদেব কৈলাস ভূধরে মস্থাযোগে মগ্ন আছেন। এদিকে ক্রমে ক্রমে কতিপয় যাত্রী নান জনপদ হইতে সমাগত হুইয়া তাহাকে | প্ৰণাম করত ভক্তিভাবে অপেক্ষা করি তেছিল। ক্ষণকাল পরে মহর্ষি নয়নো| স্ত্রীলন করিলেন, এবং সকলকে সাদর । সম্ভাষণপূর্বক কছিলেন–“বৎসগণ! তো ণয় আমি পুনরুদ্দীপন করিতে পারি, মধ্যবর্তী শিলাতলে উপবেশন করত এক । അജ്ഞു جيسيجيبسيبيسبي بكتست تكتمتد মাদের স্বীয় স্বীয় অভিপ্রায় বিজ্ঞাপন কর । আমি অনন্যমন হইয়া শ্রবণ করিতেছি।” ; অনন্তর প্রথমতঃ এক কামিনী মুনি চরণে কৃতাঞ্জলিপুটে নিবেদন করিল,— · “মহুর্ষে! মদীয় স্বামী বহুদূরস্থিত কতিপয় দ্বীপপুঞ্জের নৃপতি । তদীর প্রগাঢ় প্রণয় | পাশে আবদ্ধ হইয়া আমিই র্তাহাকে ম- , দীয় পিতৃসিংহাসনে স্থানদান করিয়াছিলাম; বহু দিবসাবধি আমি তাহার এ- , কান্ত প্রণয়িনী ছিলাম কিন্তু দেখুন কি আক্ষেপের বিষয় তিনি আর আমাকে প্রণয়নয়নে নিরীক্ষণ করেন না; অধিক | কি কহিব তিনি আমাকে সামান্য মহি- ; লার ন্যায় অবহেলা করেন ; অতএব প্রভো! কি উপায় অবলম্বনে তাহার প্র- { এবিষয়ে আপনি সৎপরামর্শ প্রদান ক- , রুন ।” - দ্বিতীয় ব্যক্তি সম্যক শিষ্টাচারসহকারে মুনিবর সন্নিধানে এই প্রকারে আবেদন করিল। “ধষিরাজ ! যুদ্ধপ্রিয় ক্ষত্রিয়কুলে এ | অভাগার জন্মপরিগ্রহ হইয়াছে। এক অসীধারণ রূপলাবণ্যশালিনী কামিনীর প্রণয়ে । আমি মুগ্ধ হওয়াতে সে কিছুকাল পরে ; আমাকে স্বামিত্বে . বরণ করিতে ইচ্ছ। প্রকাশ করিয়াছিল । আমি তাহার সেই ; আশ্বাসে বিশ্বাস করিয়৷ তদীয় প্রণয়লা । ভার্থ বহুল তুমুলবিল্পসফুল রণস্থলে বিজ- । য়লাভপূর্বক স্বীয় যশোরশ্মিতে পৃথিবী- তল প্রদীপ্ত করিয়াছি। কিন্তু হায়! { ਸ੍ਤ