বিষয়বস্তুতে চলুন

পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/১৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

க_.


:੨ਨ਼–ਾਂ ---> --

... × a8 চজশেখর । ਾਂ - ... "ബ -- بيبي ويجية ১২৮১ 1 পারেন নাই, সন্ন্যাদী হইতে পারেন নাই, কেন না অপরাধিনী শৈবলিনীকে ভুলিতে পারেন নাই। তাহার পর মনে করিয়া ছিলেন, রাজবিল্লব ঘটাইবেন, দ্বিতীয় চাণক্য হইবেন—কই তাও ত পারিলেন না—শৈবলিনী আবার জড়াইল। মনে করিয়াছিলেন, পরহিতব্ৰত সফল করিবেন,তাহাতেও শৈবলিনীকে ভুলিতে পারিলেন না, তবে আর কেন ? শৈবলিনীই সকলের সার, শৈবলিনীই সং| সার। চন্দ্রশেখর ডাকিলেন, “শৈবলিনি।” শৈবলিনী, কথা কছিল না : কক্ষ দ্বারে বসিয়া পূৰ্ব্ব স্বপ্ন দৃষ্ট করবীরের প্রতি নিরীক্ষণ করিতেছিল। চন্দ্রশেখর যত | | কথা কহিলেন, কোন কথার উত্তর দিল না—বিস্ফারিত লোচনে চারিদিগ্‌ দেখি তেছিল—একটু একটু টিপি২ হাসিতে ছিল—একবার স্পষ্ট হাসিয়া অঙ্গুলির দ্বারা কি দেখাইল । চন্দ্রশেখর সাশ্রলোচনে তাহার প্রতি দৃষ্টিপাত করিতে লাগিলেন। এদিগে পল্লীমধ্যে রাষ্ট হইল-চন্দ্রশেখর শৈবলিনীকে লইয়া আসিয়াছেন। অনেকে দেখিতে আসিতেছিল । সুন্দরী | সৰ্ব্বাগ্রে আদিল । সুন্দরী শৈবলিনীর ক্ষিপ্তাবস্থার কথা কিছু শুনে নাই। প্রথমে আসিয়৷ চক্ৰশেখরকে প্রণাম করিল। শৈবলিনীর প্রতি চাহিয়া বলিল, “তা, ওকে | | এনেছ বেশ করেছ। প্রায়শ্চিত্ত করেলেই হইল ? | কিন্তু সুন্দরী দেখিয়া ৰিস্মিত হইল, যে চন্দ্রশেখর রহিয়াছে, তবু শৈবলিনী ! যরিলও না, ঘোমটাও টালিল না, বরং | সুন্দরীর পনে চাহিয়া খিল খিল করিয়া হাসিতে লাগিল । সুন্দরী ভাবিল, “এ বুঝি ইংরেজি ধরণ, শৈবলিনী ইংরেজের সংসর্গে শিখিয়া আসিয়াছে।” এই ভা. । বিয়া, শৈবলিনীর কাছে গিয়া বসিল— একটু তফাৎ রহিল, কাপড়ে কাপড় না ঠেকে। হাসিয়া শৈবলিনীকে বলিল, “কি লা! চিনতে পারিস ?” | শৈবলিনী, বলিল, “পারি—তুই পা- . বৰ্বতী ।” | সুন্দরী বলিল—“মরণ জার কি তিন দিনে ভুলে গেলি ?” - শৈবলিনী বলিল, “ভুলব কেন লো— । সেই যে তুই আমার ভাত ছুয়েফেলেছিলি বলিয়া, আমি তোকে মেরে গুড়া নাড় কলুম। পাৰ্ব্বতী দিদি একটি গীত গান?” আমার মরম কথা তাইলে তাই । যেন চিনি না।” . ; আমার শ্যামের বামে কইসে রাই ? } আমার মেঘের কোলে কইসে চান? মিছেলে পেতেছি পিরিতি ফাদ } কিছু ঠিক পাইনে পাৰ্ব্বতী দিদি-ৰুে | যেন নেই—কে যেন ছিল, সে যেম । o নেই—কে যেন আসবে, সে যেম আসে । o না—কোথা যেন এয়েছি, সেখানে যেন: আসি নাই-কাকে যেন খুজি, তাকে ।