পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

እ ማw 5cm7て*や否 l (πένν"αι, عt:, د هند د - কিন্তু এক্ষণে তাহার উপরে কঠোর অন-Tঔষধ মাটীতে রাখিলেন। শৈবলিনীকে শন ব্ৰত আচরণ করিয়া আসিয়াছিলেন। মনকে কয়দিন হইতে ঈশ্বরের ধ্যানে নিযুক্ত রাখিয়াছিলেন—পারামার্থিক চিন্তা ভিন্ন অন্ত কোন চিন্তা মনে স্থান পার নাই । - অবধারিত কালে, রমানন্দস্বামী ঔষধ সেবনাৰ্থ উদ্যোগ করিতে লাগিলেন । শৈবলিনীর জন্য শয্যারচনা করিতে বলিলেন; সুন্দরীর নিযুক্ত পরিচারিক শষ্য রচনা করিয়াদিল । রমানন্দ স্বামী তখন সেই শয্যায় শৈবলিনীকে গুয়াইতে অনুমতি করিলেন । সুন্দরী শৈবলিনীকে ধরিয়া বলপূৰ্ব্বক শয়ন করাইল—শৈবলিনী সহজে কথা শুনে না। সুন্দরী গৃহে গিয়া স্নান করিবে—প্রত্যহ করে । রমানন্দ স্বামী, তখন সকলকে বলিলেন,“ তোমরা একবার বাহিরে যাও। আমি ভাকিবা মাত্র আসিও ” সকলে বাহিরে গেল—কেবল চন্দ্রশেখর রছিলেন। রমানন্দস্বামী চন্দ্র পায়। আমি ডাকিবা মাত্র আসিও ” চন্দ্রশেখর গৃহের বাহিরে গিয়া তদ্রুপ | করিলেন। রমানন্দ স্বামীর হস্তে ঔষধি প্রস্তুত । | সকলে বাহিরে গেলে, রমানন্দ স্বামী বলিলেন “উঠিয়া বস দেখি ।” শৈবলিনী, মুহুং গীত গায়িতে লাগিল—উঠিল না । রমানন্দ স্বামী স্থির । দৃষ্টিতে তাহার নয়নের প্রতি নয়ন স্থাপিত করিয়া বসিয়া রছিলেন–ক্রমে, শৈব । লিনী ভীত হইয়া উঠিয়া বসিল । . রমানন্দ স্বামী তাহাকে বলিলেন, ' “একটি কথা কহিবে না কেবল আমার । চক্ষের প্রতি চাহিয়! থাকিবে ।” - উন্মাদিনী আরও ভীত হইয়া কাহাই করিল | তখন, রমানন্দ স্বামী তাহার ললাট, চক্ষু, প্রভৃতির নিকট নানাপ্রকার বক্রগতিতে হস্ত সঞ্চালন করিতে লাগিলেন। এইরূপ কিছুক্ষণ করিতে করিতে s শৈবলিনীর চক্ষু বুজিয়: আসিল—অচি- : রাং শৈবলিনী দুলিয়া পড়িল—ঘোর í নিদ্রাভিভূত হইল । | তখন রমানন্দ স্বামী ডাকিলেন,“শৈব- } লিনি!” শৈবলিনী, * অজ্ঞে ।” রমানন্দ স্বামী বলিলেন “আমি কে?” i শৈবলিনী, পূৰ্ব্ববৎ নিদ্রিতা-কছিল, } “ রমানন্দ স্বামী ।” র । তুমি কে ? শৈ শৈবলিনী । র। শৈবলিনী কে ? . . শৈ। স্বামীর নাম করিতে নাই । # র । বল । o শৈ । চন্দ্রশেখরের সী। - নিদ্রিতাবস্থায় বলিল,