পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

مسممس مسيسبصميميجيبهم يمسسيسيسه - - - - বঙ্গৰশম, ভাঃ, ১২৮১ । চন্দ্রশেখর । আসিবে তবে এই ছুরিতে দুজনেই মরিব । আমি তোমার মাতৃতুল্য ? আমি তাহার নিকট যাইতে পারি নাই । কখন তাহাকে স্পর্শ করি নাই।” সকলে এ কথা শুনিল । পুনরপি বজ্ৰগম্ভীর শব্দে প্রশ্ন হইল, “ এই শৈবলিনীকে তুমি কি প্রকারে মেচ্ছের অন্ন খাওয়াইলে ?” ফষ্ট্রর কুষ্ঠিত হইয়া বলিল “ একদিনও আমার অন্ন বা আমার স্পৃষ্ট অন্ন সে খায় নাই । সে নিজে রাধিত ।” প্রশ্ন—“ কি রাধিত ?” ফষ্টর—“ কেবল চাউল-অন্নের সঙ্গে দুগ্ধ ভিন্ন আর কিছু খাইত না ।” (2 go জল * ফ। “ গঙ্গা হইতে আপনি তুলিত।” চন্দ্রশেখর, ফষ্টরের সকল অপরাধ ভুলিয়া গিয়া, ফষ্টরকে আলিঙ্গন দিতে চাহিলেন, এমত সময়ে সহসা—শব্দ of e 4. 跨凤 مه متده হইল, “ ধুন্ধম্ ধুন্ধম্ ধুম্‌ বুম্!” : নবাব বলিলেন, “ ও কি ও ?’ ইর ফান, কাতরস্বরে, বলিল, “ আর কি? ইংরেজের কামান । তাহারা শিবির

আক্রমণ করিয়াছে ”

সহসা তাম্বু হইতে লোক ঠেলিয়া বা व्रि श्हेप्ड क्षाभित्र । “ ছডুম ছড়,ম বুম' আবার কামান গৰ্জ্জিতে লাগিল । আবার! শত শত কামান একত্রে শব্দ করিতে লাগিল—ভীম নাদ লম্ফে লম্ফে নিকটে আসিতে লাগিল-রণবাদ্য বাজিল ।

—চারিদিক্‌ হইতে তুমুল কোলাহল উ

থিত হইল। অশ্বের পদাঘাত, অস্ত্রের ঝঞ্চমা—সৈনিকের জয়ধ্বনি, সমুদ্রতরঙ্গবৎ গর্জিয়া উঠিল; ধূমরাশিতে গগন প্র- ! চ্ছন্ন হইল—দিগন্ত ব্যাপ্ত হইল। সুষুপ্তিকালে যেন জলোচ্ছ,াসে উছলিয়া, ক্ষুব্ধ | সাগর আসিয়া বেড়িল । সহসা নবাবের অমাত্যবর্গ, এবং ভূত্য । গণ, ঠেলাঠেলি করিয়া তাম্বুর বাহিরে । গেল—কেহ সমরভিমুখে—কেহ পলা- . য়নে। কুলসম,চন্দ্রশেখর, শৈবলিনী, ও । ফষ্ট্রর ইহারাও বাহির হইল। তাম্বু মধ্যে : এক নবাব ও বন্দী তকি বসিয়া রহিলেন । সেই সময়ে কামানের গোল আসিয়া । তাম্বুর মধ্যে পড়িতে লাগিল। নবাব সেই ৷ সময়ে স্বীয় কটিবন্ধ হইতে অসিনিস্কোষিত । করিয়া, তকির বক্ষে স্বহস্তে বিদ্ধ করি । লেন । তকি মরিল । নবাব তাম্বুর ' বাহিরে গেলেন।

  • m*mnamos

চতুশ্চত্বারিংশত্তম পরিচ্ছেদ । যুদ্ধ ক্ষেত্রে । i শৈবলিনীকে লইয়া বাহিরে আসিয়া | চন্দ্রশেখর দেখিলেন, রমানন্দ স্বামী দা ! ড়াইয়া আছেন। স্বামী বলিলেন, “চন্দ্র- ; শেখর ! কি শুনিলে ?” | চন্দ্রশেখর রোদন করিতে লাগিলেন, । বলিলেন, “ গুরুদেব ! যাহ! শুনিলাম | তাহ! এ জন্মে কখন শুনিব, এমন ভরসা : করি নাই। কিন্তু এক্ষণে, শৈবলিনীর প্রাণরক্ষা করি কি প্রকারে? চারি দিকে :

  • o