পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৩৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ দশর্ণ, অঃ, ১২৮৯। ইবে ; আমার কথা শুনিতে হইবে, আ সে, যে কার্য্যে তোমার অমঙ্গল, জানিয়া শুনিয়া তাহাতে তোমাকে অনুরোধ করিবে না । কিন্তু কোন কার্য মঙ্গল জ মীমাংসা কঠিন; অনেক সময়েই দুই জনের মত এক হয় না । রাজা ভিন্ন কেহই অধিকারী নহেন । রা. ; জাই কেবল অধিকারী এই জন্য, যে ! তিনি সমাজের হিতাহিতবেত্ত স্বরূপ প্রতিষ্ঠিত হইয়াছেন; কেবল র্তাহারই সদসং বিবেচনা অভ্রান্ত বলিয়া তাহাকে । আমাদিগের প্রবৃত্তি দমনের অধিকার | চার করিবার অধিকার প্রাপ্ত হওয়া যায়। আমি যদি তোমাকে ভালবাসি, তবে তোমাকে আমার মতাবলম্বী হইতে হ মার অনুরোধ রাখিতে হইবে। তাহাতে । তোমার ইষ্ট হউক, অনিষ্ট হউক, আমার মতাবলম্বী হইতে হইবে । অবশ্য ইহা স্বীকার করিতে হয়, যে, যে ভালবাসে নক, কোন কাৰ্য্য অমঙ্গলজনক, তাহার এমতাবস্থায় ধিনি কাৰ্যকৰ্ত্তা, এবং তাহার ফলভোগী, তাহার সম্পূর্ণ অধিকার আছে, যে তিনি আত্মমতানুসারেই কাৰ্য্য করেন ; এবং তাহার মতের বিপরীত কাৰ্য্য করাষ্টতে ভালবাসার অত্যাচার। •ঘটিলেই ইহা স্বেচ্ছাচারিতা দিয়াছি ; যে অধিকার তাহাকে দিয়াছি, সে অধিকার অনুসারে তিনি কাৰ্য্য ক. রাতে কাহারও প্রতি অত্যাচার হয় না । । এবং সকল সময়ে এবং সকল বিষয়ে আমাদিগের প্রবৃত্তি দমন করিবার তাহা রওঁ অধিকার নাই, যে কার্ঘ্যে অন্যের | বিচার দক্ষত, অনন্তকাল পৰ্য্যস্ত তাহার অনিষ্ট ঘটবে বিবেচনা করেন, তৎপ্রতি । - - سنسعد تنتثنسانيتسننستنشستلطة mom • = * -द्ध==E": ❖ዓ « | প্রবৃত্তির_নিবারণেই জাহার অধিকার: যাহাতে আমার কেবল আপনারই অনিষ্ট । ঘটিবে বিবেচনা করেন, সে প্রবৃত্তি নিবারণে তিনি অধিকারী নহেন । যাহাতে কেবল আমার নিজের অনিষ্ট, তাহা হইতে বিরত হইবার পরামর্শ দিবার জন্য মনুষ্য মাত্রেই অধিকারী ; রাজাও পরামর্শ দিতে পারেন, এবং যে আমাকে । ভালবাসে, সেও পারে। কিন্তু পরামর্শ । ভিন্ন আমাকে তদ্বিপরীত পথে বাধ্য ক । রিতে কেহই অধিকারী নহেন । সমাজস্থ : সকলেরই অধিকার আছে, যে সকল কী, র্য্যই, পরের অনিষ্ট না করিয়া আপনাপন প্রবৃত্তি মত সম্পাদন করে । পরের অনিষ্ট নিষ্ট না ঘটলেই ইহা স্বানুরক্টী"যে এই স্বানুবৰ্ত্তিতার বিল্প করে, যে পরের অনিষ্ট না ঘটিলার স্থানেও আমার মতের বিরুদ্ধে আপন মত প্রবল করিয়া তদন্থ : সারে কার্য্য করায়, সেই অত্যাচারী । রাজা ইহা পারেন না বা করেন না । কেবল এক সমাজ, অপর প্রণয়ী, এই দুই জনে এরূপ অত্যাচার করিয়া থা কেন । সমাজের এই অত্যাচার নিবারণ জন্য । | কোনই পুৰ্ব্ব পশুিম্ভ-ধতায় হইয়াছেন, । এবং তদ্বিষয়ে জন ষ্টুয়ার্ট মিলের ধর্ম ও । মাহায্যের পরিচয় দিবে। কিন্তু ভাল বাসার অত্যাচার নিবারণের জন্য যে | কেহ কথন স্বত্বশীল, হইয়াছেন, এমত ।