পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৫৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাহারও রক্ষা নাই। পক্ষিগণ বড় শীঘ্র লেরও রক্ষা নাই ; শীঘ্ৰ হোক, বিলম্বে করিয়া রক্তপাত করিতেছে, তথাপি বেজির কিছু হইতেছে না। কিন্তু ইছার বিষধর সপ সম্বন্ধে পরীক্ষার দ্বারা নি শ্চিত আর দুই একটি তত্ত্বের উল্লেখ করিয়া, আমরা ক্ষণস্ত হইব। বিষধর দংশনে সকল জীবই মরে— মরে। যে জীব যত ক্ষুদ্র, তাহার উপর বিষের অধিকার তত অধিক । কিন্তু সৰ্ব্বত্র এ কথা থাটে না—বিড়াল অপেক্ষা কুকুর শীঘ্ৰ মরে। বিড়ালের পক্ষে সর্প বিষ তত তীব্রঘাতী নহে ; তথাপি বিড়া হেীক বিড়ালও মরে। অনেকেরই বিশ্বাস আছে যে, সর্পবিষে বেজির কিছু হয় না । ইহা সকলেই দেখিয়াছে, যে বিষধরে ও বেজিতে যুদ্ধ হইতেছে ; সর্প, বেজিকে পুনঃ২ দংশন কারণ এই যে, বেজির কৌশলে হোক, আর যে কারণেই হোক, সেই সকল ংশনে প্রকৃতরূপে বিষ, ক্ষত মধ্যে প্রবেশ করে না। পরীক্ষকের ভূয়েীভূয়ঃ পরীক্ষা করিয়া দেখিয়াছেন যে, বিযধরে বিষধর । বেজিকে প্রকৃত প্রস্তাবে দংশন করিলে, বেজিরও রক্ষা নাই ।

    • -ぐ、"S)ぶう-)、

て K. C &

  • 5y定)

○ ヒン সপ বিষে সকল সপেরও রক্ষা নাই।' ' বিষধরের দংশনে, নিৰ্ব্বিষ সৰ্পগণ মরিয়া । যায়। তীব্র বিষযুক্ত সৰ্পের দংশনে, অন্য বিষধরগণ মরিয়া যায়। গোস্কুর । কেউটিয়ার দংশনে শাখিনী প্রভৃতি বঁাচে ন । কেবল যে স্বয়ং তীব্র বিষধর, সেই তীব্র বিষধরের দংশনে বাচিবে। গোস্কুর | কেউটিয়া বোড়ার দংশনে গোফুরা । কেউটির বোড়ী প্রায় বাচে, কখনই মরে। । আপনার দংশনে কোন বিষধর মরে না । কঁকড়া বিছ। আপনাআপনি দংশন করিয়া আত্মহত্যা করিয়া থাকে । তীব্রঘাতী বিষধরের সর্পবিষে কিছু না । হউক, তাহারা অন্তান্ত বিষে মরে। কাৰ্ব্বোলিক আসিডে, ইহাদিগের শীঘ্ৰ মৃত্যু হয়। । ডাক্তার ফেরার বলেন, যে, পরীক্ষা কালে তিনি দেখিয়াছেন যে, গোফুরা কেউটিয়া প্রভৃতি সৰ্প সহজে দংশন করিতে চাহে না । বোধ হয় বঙ্গদেশীয় সর্প, সাহেব দেখিয়া ভয় পাইয়াছিল। নহিলে কেউটিয়া যে ‘অহিংস পরমো- ৷ ধৰ্ম্মঃ” সার করিয়া বসিয়া আছে, ইহা আমরা বিশ্বাস করি না ।