পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

() هجهه ,www.a, tart মধুমতী । ማ» ̇ _করালী উঠিয়া গেলেন মধুমতীক্ষিপ্তার তার হাসিতে ও কাদিতে আয়ন্ত করিল। সে কেবল আনন্দে - 爱 বিবাহের দিন স্থির হইল। শুভক্ষণে, অশুভক্ষণে, তাহাদের ৰিবাহ হইল। করালী বিদায় লইয়া, মধুমতীর সহিত | স্বদেশে যাত্রা করিলেন। “আর কত দিনে আমরা সেই স্থানে পৌছিব” মধুমতী একদিন নৌকাতে করালীপ্রসন্নকে জিজ্ঞাসা করিলেন । ক| ৱালী কহিলেন “কোন স্থানে যে স্থানে ! তোমায় কুড়াইয়া পাইয়াছি? সেঐস্থান।” মধুমতী একবার সেই স্থান নিকটস্থ হইয়া দেখিতে চাহিলেন। প্রভুর আজ্ঞায় মাঝির নৌকা অমনি কুলের দিকে ফিরাইল । মধুমতী খড় খড়ি খুলিয়া দেখিতে লাগিলেন এবং ইচ্ছা করিলেন সে রাত্রে সেখানে থাকেন। সুতরাং নৌকাও তীর लभ श्न। ब्रछनैौदिउँौञ्च eझ्द्र। मधूयउँौ সুখে করালীপ্রসরের ক্রোড়ে নিদ্রা হাস্তময় মুখ নিদ্রায় স্বপ্নে দেখিতে ছিলেন। কিন্তু সে সুখের স্বপ্ন ভাঙ্গিল । মধুমতীর নিদ্রাভঙ্গ হইল । করালীও জাগিলেন । দেখিলেন যে ভীষণ তরঙ্গাভিঘাতে নৌকা জুলিতেছে। 'করালী খড় খড়ি খুলিয়া বাহিরে দৃষ্টি নিঃক্ষেপ করিলেন, কিন্তু শিহরিয়া উঠিয়া অতি ব্যস্ত হইয়া মধুমতীকে হৃদয়ে টানিয়া লইলেন। চণ্ড ঝড় সকলে একত্রিত হইয়াপৃথিবী যাইতে ছিলেন, আর করালীপ্রসল্লের { মধুমতী করালীর ভয়ের কারণ কিছুই বু কিতে পারিলেন না । কিন্তু তিনি যে স্বামীর হৃদয়ে মাথা রাখিতে পাইলেন সেই অসীম সুখেতে কঁাদিতে লাগিলেন। . করালী বাহিরে দৃষ্টি নিঃক্ষেপ করিয়া দেখিলেন যে অতিভীষণ অন্ধকারে দিষ্মণ্ডল আচ্ছন্ন করিয়াছে; প্রলয় কালেরষ্ঠায় বৃষ্টি, মুহমু হুঁঃ অশনি নিপাত এবং অতি প্র রসাতলে দিতেছে। কিন্তু করালীপ্রসন্ন বিছ্যতালোকে দেখিলেন, যে এই ভীষণ সময়ে উন্মথিত নদীর বিজন উপকুলে ঝড় বৃষ্টি উপেক্ষা করিয়া এক দীর্ঘাকার পুরুষ দাড়াইয়াছিল। করালী কৌতুহলী হইয়া জনেক স্বচতুর মাঝিকে জিজ্ঞাসা করিলেন—“ও কে দাড়াইয়া—জান ?” মাঝি কিছুই দেখিতে পাইল না। পুনরায় বিদ্যুৎ হানিলে দেখিতে পাইল এবং চমকিয়া উঠিল। করালী জিজ্ঞাসা করিলেন, “ওকে চেন ?” মাঝি । ওকে আবার চিনি না— এ অঞ্চলে মাঝি মাল্লা যে এখানে ঝড় বৃষ্টিতে নেীক লাগাইয়াছিল, সেই চিনিয়াছে’ ক । “ ও কে ?” * মাঝি। কেতা কেউ জানে না, ও ভূত কি চোর তা কেউ জানে না, কিন্তু আজ মাস স্কুই তিন হইল রাত্রে ঝড় বৃষ্টির সময়ে এই নদী তীরে সকলেই দেখিতে

  • iब्र--

ক। তুমি কখনও দেখিয়াছিলে? মা । মাবি মাল্লার মধ্যে কেনা দেখেছে ? আমরা কলিকাতা হইতে আসিবার