পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ፃ8 - मधूमडीौ । (वभकर्णम, रेखा", s२४० ।। কি ভীষণ পরিবর্তন হইয়াছে এ পরিবর্তন কি শারীরিক পীড়ায় অথবা কোন মানসিক পীড়ায় ? সরলা শু্যামামুন্দরী শারীরিক পীড় অনুভব করিলেন। এবং তদনুসারে কার্য্য করিয়া মধুমতীকে অারো পীড়িত করিতে লাগিলেন । sosso করালীপ্রসল্লের বৃহৎ পুরী নিঃশব্দ, জন মানব দেখা যায় না । কেবল মাত্র বড় দালানে চড়ই পক্ষীর শব্দ শুনা যাইতেছে আর অন্তঃপুর মধ্যে এক কক্ষে শয্যাশায়ী একটি শীর্ণ দেহ স্ত্রীলোকের ঘন ঘন দীর্ঘনিঃশ্বাস শুনা যাইতেছে। মধুমতী শয্যাশারী, কি পীড়ায় শয্যাশায়ী তাহ কোন চিকিৎসক নির্ণয় করিতে পারে নাই । করালীপ্রসন্ন অদ্যপি বাট প্রত্যাগমন করেন নাই, তজ্জন্য মধুমতীর পূৰ্ব্বের ন্যায় ব্যাকুলত নাই। মধুমতী বাহিক ও মানসিক ক্ষমতা রহিত হইয়া মৃতবৎ শয্যায় মিশিয়া আছেন।

  • সন্ধ্যাহইল, পশ্চিম গগণে ঘোর মেঘাড়স্বরহইল,রাত্র এক প্রহর,অতিনিবিড় অন্ধকারে পৃথিবী আবৃত হইল। ক্রমে বৃষ্টির সহিত প্রচণ্ড ঝড় উঠিল। মধুমতী সেই জনহীন বৃহৎ অট্টালিকার এক কক্ষে শয়ন করিয়া আছেন। শয্যাপার্শ্বে একটি আলোক জলিতেছিল। নিঃশব্দ, কেবল বাহিরে ঝড় বৃষ্টির হু হু শব্দ ও তৎ কর্তৃক কপাট জানেলার ঝন ঝন শব্দ হইতেছিল। আলো কিছু মিটং করিতেছিল।

এমত সময়ে অকস্মাৎ, চিত্রপটে চিত্রমূৰ্ত্তিब९, भधूमउँौ शूर्ख दब्रश्रृं८थ ७रु भशशমূৰ্ত্তি দেখিতে পাইলেন। দেখিয়া, সেই বহুকাল বিশ্বত মূৰ্ত্তি চিনিয়া, মধুমতী উঠিয়া বসিলেন । মনুষ্য আসিয়া তাহার নিকটে বসিল । উভয়ে বহুক্ষণ নীরবে পরস্পরের মুখ নিরীক্ষণ করিয়া, দীর্ষনিঃশ্বাস ত্যাগ করিলেন । পুরুষের চক্ষে অশ্র বহিল। তিনি বলিলেন, - “তুমি এখানে কেন, আদরিনি?” মধুমতী,অথবা আদরিণী কহিল,“নহিলে কোথায় যাইব ? মধুমতীর তীরে যখন মরিয়া পড়িয়াছিলাম, তখন আমাকে কে বঁাচাইয়াছিল ? যিনি বঁাচাইয়াছিলেন, ङिनिई पञांथग्न लिग्नां८छ्न ।” - লুপ্ত স্থতির পুনঃপ্রাপ্তির সঙ্গেই মধুমতী বুদ্ধিও পুনঃপ্রাপ্ত হইয়াছিলেন। আগত ব্যক্তি কহিল, “ভালই করিয়াছেন—আমি তাহার ঋণী হইয়াছি। কিন্তু তুমি এতদিন দেশে আসিয়াছ—একবার আমার সন্ধান করনাই কেন? তুমি কি প্রকারে আমাকে ভুলিয়াছিলে ?” মধুমতী কহিল” “কি প্রকারে ভুলিয়াছিলাম, তাহ শুনিলে তুমি বিশ্বাস করিবে ना-उरंब यतिब्र कि रुहेरद ?” উত্তরে তিনি কহিলেন, “তুমি যাহা বলিবে, আমি তাহাই বিশ্বাস করিব— অথবা তাহা শুনিতেও চাইনা। আমি যে তোমাকে আবার দেখিতে পাইয়াছি, ইহাতেই আমি স্বী। এখন আমার =கன்கள்