পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/২২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अन्नकर्णम, ब्ts, ०२०° D • কবির শিয়রে গিয়া,ধীরে ধীরে চুয়াইল শতদল মুখে চক্ষে নাসিকায় শিরে পরশের বসে, মোহ-বন্ধ খসে, অচেতন কবির চেতন আসে ফির্যে । অচেতন চেতন ! ঘুমন্তে জাগা! সকলি বিচিত্র স্বপনের কাগু ! গোড়া নাই আগ । স্বপ্নের কৃপায়, অন্ধে আঁখি পায় ঐশ্বর্য্যে ফাপিয় উঠে দরিদ্র অভাগা । ছায় রূপ রমণী সুযোগ ভাবি স্বপ্ন প্রয়াণ >b"念 কবিবর নাহি জানে কোথা রয় ! ক্ষণে ভয়, ক্ষণেকে সাহস হয়, ক্ষণেকে বিস্ময়! কিছুকাল পরে, আকুল, অন্তরে, সারগিরে নিরখিয়া সম্বোধিয়া কয় । “কোথায় গে। সারপি! তোমারে ধন্ত! নাহি দিক বিদিক্ অগম্য শূন্ত, হেথায় কি জন্য। কহিছ ন কথা, এ কেমন প্রথা, চাও গে। আমার পানে হইয়া প্রসন্ন ৷” কিবা রাস গুচ্ছ বাগাইয়া ধরি কবির মনোমন্দিরে નિ দিল রহস্তের ! চাহিল কবির পানে, মনোরাস কড়িয়া, চাবি। | দেখিতে দেখিতে, অমনি চকিতে, আলোকের পথ দিয়া রথ এ’ ল নাবি’ মনোরথ নাম ভার, কামচারী ; · আরোহিল তাহে কবি তঞ্জার হইয়া আজ্ঞাকারী। অমনি বিমান, করে গাত্ৰোখান, চালায় সারণী হয়ে কল্পনা কুমারী ॥ দেখিতে না দিয়া কোথা কোন স্থান, বিপুল ধরার ধরা এড়াইয়া চলিল বিমান । গিরিসৰ তায়, ভূতলে মিশায় সূত্র হইয়া ক্ষুদ্র লভিল নিৰ্ব্বাণ ॥ সুন্দরী ! পরে গুণধরে, ফেলিল ফাফরে " কি জিজ্ঞাসিতেছ” বলি মেীন পরি হরি। কেবা আর কাহারে করে জিজ্ঞাস । স্তব্ধ-পুলকিত চ্ছবি কবিবর! মুখে: নাই ভাষা! জিজ্ঞাস। যা কিছু, পড়ি রহে পিছু, হেরিতে বদন বিধু আঁখির পিপাসা । কোথা গেল কবির বাক্য-বিভব ! আনন্দের হিল্লোলে ভাষিয়া গেল মুহূর্তে সে সব! ভয় আসি, কয় “স্বপ্ন এ ত নয় ?” কবি কছে “ স্বপ্ন নহে, এ দেখি বাস্তব !” b