পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* о о নাও। ঘোমটা দিয়া নৌকা হইতে চলিয়া যাও ।” শৈবলিনী বিমনা হইয়া জিজ্ঞাসা করিলেন, “ তুমি এলে কেমন করে?” সু। “কোথা হইতে আসিলাম—কেমন করিয়া আসিলাম --সে পরিচয় দিন পাইত এর পর দিল । তোমার সন্ধানে এখানে আসিয়াছি। সাহেব যে কলিকাতা মাষ্টবে তাহা সবাই জানে। সুতরাং বুঝিলাম যে তোমাকেও কলিকাতায় পাঠাইবে । লোকে বলিল পান্ধী গঙ্গার পথে গিয়াছে । আমিও প্রাতে উঠিয়া কাহাকে কিছু ন৷ বলিয়া, স্থাটিয়া গঙ্গাতীরে আদিলাম। অ নেক দূর, পা ব্যথা হইয়া গেল। তখন নৌকা ভাড়া করিয়া তোমার পাছে২ অ৷ সিয়াছি। তোমার বড় নৌকা, চলে না, ধরিয়াছি।” শৈ । “একলা এলি কেমন কর্যে ।” সুন্দরীর মুখে আসিল, “তুই কালামূৰী সাহেবের পান্ধী চড়ে এলিকেমন কর্যে ।” কিন্তু অসময় বুঝিয়া সে কথা বলিল না। বলিল, 鬱 “ একেলা আসি নাই । আমার স্বামী অীমার সঙ্গে আছেন। আমাদের ডিঙ্গী একটু দূরে রাখিয়া, আমি নাপিত্তানী সাজিয়া আসিয়াছি।” শৈ । “তার পর?” স্থ । “তার পর,তুমি আমার এই সাড়ী পর, এই আলতার চুপড়া নাও, ঘোমটা निब्रl cनोक कृई८ठ नाभिग्रा कनिग्रा यां७, চন্দ্রশেখর । |

  • { बचक्षभम एठlः, s३•• ।

কেহ চিনিতে পরিবে না। তীরে২ যাইলে । ডিঙ্গীতে আমার স্বামীকে দেখিবে। নন্দাই বলিয়া লজ্জা করিও ন!—ডিঙ্গীতে উঠিয়া বসিও । তুমি গেলেই তিনি छित्री श्रृंविग्ना निश, ८ऊांशांश बांड़ी टाईम। मोठेहतून !” শৈবলিনী অনেকক্ষণ চিন্তা করিলেন, পরে জিজ্ঞাসা করিলেন, “তার পর তো. মীর দশ ?” স্থ । “আমার জন্তে ভাবিও না । বাস্বালার এমন ইংরাজ আসে নাই, যে স্ন নদরী বামণীকে এই নৌকায় পুরিয়া রাখতে পারে। আমরা ব্রাহ্মণের কন্যা, ব্রাহ্মণের স্ত্রী; আমরা মনে দৃঢ় থাকিলে পৃথিবীতে আমাদের বিপদ নাই। তুমি যাও, যে প্রকারে হয়, আমি রাত্রি মধ্যে বাড়ী যা ইব । বিপত্তিভঞ্জন মধুস্থদন আমার ভ. রস। ‘তুমি আর বিলম্ব করিও ন— তোমার নন্দইয়ের এখনও আহার হয় নাই । আজ হবে কি না তাও বলিতে পারি না।” - শৈ। “ভাল, আমি যেন গেলেম। গেলে, সেথানে আমায় ঘরে নেবেন কি?” স্থ । “ইল—লো ! কেন নেবে না? না নেওয়া টা পড়ে রয়েছে আরকি?” শৈ । “ দেখ—ইংরেজে জামায় কেড়ে এনেছে,--আর কি আমার জাতি আছে?" সুন্দরী ধিস্থিত হইয়া শৈবলিনীর মুখ পানে চাহিয়া নিরীক্ষণ করিতে লাগিল । শৈবলিনীর প্রতি মৰ্ম্মভেদী তীব্রভৃষ্টি ক রিতে লাগিল—ওষধিস্পৃষ্ট বিষধরের তার