পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/২৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১২ , মৃত মাইকেল মধুসূদন দত্ত । (बजार्थन, च्, ४२७० ॥ (g) o লীলা সাঙ্গ করি হ'লে অবসর অহে বঙ্গকুলরবি, , যতদিন ভবে থাকিবে জীবন ভাবিব তোমার ছবি;– আকৰ্ণ পূরিত সেই নেত্রদ্বয় স্বহৃৎরঞ্জন ভান, মধুচক্র সম মধুর ভাণ্ডার সরল কোমল প্রাণ, আনন্দলহরী ভাষার নিবার শোভিত আশার ফুলে, উৎসাহ ভাসিত বদন মণ্ডল পঙ্কজ বান্ধব কুলে, বীর অবয়ব বীরভাষা-প্রিয় গোড়–সন্ততি সার, ' প্রিয়ম্বদ সখা প্রণয়ের তরু কামিনী কণ্ঠের হার, সাহিত্য কুম্বমে প্রমত্ত মধুপ বঙ্গের উজ্জ্বল রবি তোমার অভাবে দেশ অন্ধকার শ্ৰীমধুস্থদন কবি । (s) গেলে চলি মধু কাদায়ে অকালে পাইয়া বহুল ক্লেশ, ' ক্ষিপ্ত গ্ৰহ প্রায় ধরাতে আসিয়া জলিয়া হইলা শেষ, ছিলে উদাসীন গেলে উদাসীন জয়মাল্য শিরে পরি, অনাথ দুটারে কার কাছে বলে গেলে সমৰ্পণ করি; ভেবেছিলা জানি তুমি গত যবে . গোঁড়বাসীরা সবে, অনাথপালক তোমার বালক অঙ্কেতে তুলিয়া লবে, হবে কি সে দিন এ গৌড় মাঝে পুরাবে তোমার আশা, বুঝিবে কি ধন দিয়াছ ভাণ্ডারে উজ্জল করিয়া ভাষা ! হায় মা ভারতী চিরদিন তোর কেন এ কুখ্যাতি নরে যেজন সেবিল ও পদযুগল সেই জন দুঃখে মরে । নিম্নে সন্নিবেশিত দ্বিতীয় কবিতা যে লে- মধুস্থদনের,হায়! (গুনে বুক ফেটে যায়!) খনীপ্রস্থত, তাহাও কাব্য প্রিয়দিগের নি- এই পরিণাম বিধি লিখেছিল ভালে? কট সুপরিচিত। দিয়াছিল যেই রত্ন ভাৱতী তোমায়অপার্থিব ধন; হা অদৃষ্ট!—কবিবর! এই কি তোমার রাজ্যবিনিময়ে আহা! কেহ নাহিপার তথ্য ছিল হে কপালে ? দাতব্যচিকিৎসালয়ে তোমার মরণ ? >