পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৩০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○&等 ঋগ্বেদ সংহিতা, সায়নাচাৰ্য্য কৃত ভাষ্য- - সহ ভট্টমোক্ষমূলর দ্বারা প্রকাশিত,সম্পূর্ণ। রোমান অক্ষরে ঋগ্বেদ মরুতের স্তোত্র ইংরাজী অনুবাদসহ ভট্ট মোক্ষ মুলব কর্তৃক ইংরাজী অনুবাদিত এবং প্রকাশিত। সামবেদ, অধ্যাপক বেনফি কর্তৃক প্রকাশিত ১ খণ্ড । ঐ, মহামহোপাধ্যায় উইলসন এবং ডাক্তার ষ্টিভনসন কর্তৃক প্রকাশিত। ২। খণ্ড । সামবেদোক্ত বংশ ব্রাহ্মণ অধ্যাপক ওএবর কর্তৃক প্রকাশিত। সামবেদের অদ্ভুত ব্রাহ্মণ। অধ্যাপক ওএবর কর্তৃক প্রকাশিত। সাম বিধান ব্রাহ্মণ ইংরাজী অনুবাদ সহ বর্ণেল সাহেব কর্তৃক প্রকাশিত । শুক্ল যজুৰ্ব্বেদের মাধ্যদিনী শাখাসটাক । অধ্যাপক ওএবর কর্তৃক প্রকাশিত। শুক্ল যজুৰ্ব্বেদের শত পথ ব্রাহ্মণ সটীক; অধ্যাপক ওএবর কর্তৃক প্রকাশিত। অথৰ্ব্ব বেদ অধ্যাপক রথ এবং হুইট্‌নী কর্তৃক প্রকাশিত। চন্দ্রশেখর । (৭ঙ্গদর্ণম, অঃ, ১২৮• ঋগ্বেদের ঐতেরেয় ব্রাহ্মণ-অনুবাদ সহ অধ্যাপক হগ কর্তৃক বোম্বাই নগরে মুদ্রিত ও প্রকাশিত ১ খণ্ড । আদি ব্রাহ্মসমাজের উপাচাৰ্য্য পণ্ডিত আনন্দচন্দ্র বেদাস্তবাগীশ কিয়দংশ ঋগ্বেদ সংক্ষিপ্ত টীকা ও বাঙ্গালা অনুবাদসহ প্রকাশ করেন । “ প্রত্নকক্সনন্দিনী” সম্পাদক পণ্ডিত সত্য ব্ৰত সামশ্রমী কর্তৃক টীকা ও বাঙ্গালা অনুবাদ সহ সামবেদ– ঐন্দ্ৰ পৰ্ব্ব । , - পণ্ডিত সত্য ব্রত সামশ্রমী কর্তৃক অনুবাদ সহ সাম বিধান ব্রাহ্মণ সটীক সাম স্বচি, আরণ্য সংহিতা, মন্ত্র ব্রাহ্মণ, এবং ষড়বিংশ ব্রাহ্মণ সটীক (কিয়দংশ)-দৈক্ৰ ব্রাহ্মণ (কিয়দংশ) “প্রত্নকমনন্দিনী”পত্রিকায় প্রকাশিত হইয়াছে। - আদ্যতনীয় সুবিখ্যাত সামবেদাচাৰ্য্যসামশ্রমী মহাশয় বৈদিক গ্রন্থ নিচয় ক্রমশঃ প্রকাশ করিতে কৃতসংস্কল্প হওয়াতে আমরা তাহাকে অগণ্য ধন্যবাদ প্রদান করিতেছি । ঐরামদাস সেন । চন্দ্রশেখর. পঞ্চদশ পরিচ্ছেদ । বজ্রাঘাত । সেই নৈশ গঙ্গাবিচারিণী তরণী মধ্যে এবং তাহার দাসী। শৈবলিনী এখনও নিদ্রা হইতে জাগিল—শৈবলিনী । বজরার মধুে দুইটি কামরা—একটিতে ফষ্টর ছিলেন, আর একটিতে শৈবলিনী বিবি সাজেন নাই—পরণে কালাপেড়ে সাড়ী, হাতে বালা, পায়ে মল—সঙ্গে সেই পুরন্দর পুরের দাসী পাৰ্ব্বতী। শৈব