পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৩৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, 8ፃws اه a, st, s به ۹ ه) " | কাটাইয়া উঠিতে পারে না। আবার আমাদের দেশ ইংরেজি মুলুক হইয়া এ বিষয়ে বড় গণ্ডগোল বধিয়া উঠিয়াছে। ইংরেজি শাসন, ইংরেজি সভ্যতা, ও ইং রেজি শিক্ষার সঙ্গে সঙ্গে “মেটিরিয়েল প্রম্পেরিটর” *উপর অনুরাগ আসিয়া দেশ উৎসন্ন দিতে আরম্ভ করিয়াছে । ইংরেজ ! জাতি বাহ সম্পদ বড় ভাল বাসেন—ইংরেজি সভ্যতার এইটি প্রধান চিহ্ন— তাহারা আসিয়া এদেশের বাহ সম্পদ সাধনেই নিযুক্ত—আমরা তাহাই ভাল বাসিয়া আর সকল বিস্তৃত হইয়াছি। ভারতবর্ষের অন্তান্ত দেব মূৰ্ত্তি সকল মদিরচু্যত হইয়াছে —সিন্ধু হইতে ব্ৰহ্মপুত্র পর্য্যন্ত কেবল বাহ্য সম্পদের পূজা আরম্ভ হইয়াছে। দেখ কত বাণিজ্য বাড়িতেছে—দেখ কেমন রেইলওয়েতে হিন্দুভূমি জালনিবদ্ধ হইয়। উঠিল—দেখিতেছ, টেলিগ্রাফ কেমন বস্তু! দেখিতেছি, কিন্তু কমলাকাস্তের জিজ্ঞাসা এই যে, তোমার রেইলওয়ে টেলিগ্রাফে আমার , কতটুকু মনের স্থখ বাড়িবে? আমার এই হারাণ মন খুজিয়া আনিয়া দিতে পারবে? কাহারও মনের আগুন নিবাইতে পারিবে? ঐ যে কৃপণ ধনতৃষায় মরিতেছে, উহার তৃষা নিবারণ করিবে? অপমানিতের অপমান ফিরাইতে পারিবে? রূপোন্মত্তের ক্রোড়ে রূপসীকে তুলিরা বসাইতে পারিবে? না পারে, তবে তোমীর রেইলওয়ে টেলিগ্রাফ প্রভৃতি উপড়িয়া জলে ফেলিয়া দাও—কমলাকান্ত

  • বাহ সম্পদ ---مسسبي =ms.

to on শৰ্ম্ম তাতে ক্ষতি বিবেচনা করবেন না। কি ইংরেজি কি বাঙ্গালা যে সম্বাদ পত্র, সাময়িক পত্র, স্পীচ, ডিবেট, লেক্‌চর, যাহা কিছু পড়ি বা শুনি, তাহাতে এই বাহ সম্পদ ভিন্ন আর কোন বিষয়ের কোন কথা দেখিতে পাই না। হর হর বম্বম! বাহ সম্পদের পূজা কর। হর হর বম্ বমু! টাকার রাশির উপর টাকা ঢাল! টাকা ভক্তি, টাকা মুক্তি, টাকা নতি, টাকা গতি! টাকা ধৰ্ম্ম, টাকা অর্থ, $क কাম, টাকা মোক্ষ ও পথে যাইও না, দেশের টাকা কমিবে, ও পথে যাও, দেশের টাকা বাড়িবে! বম বম হর হর! টাকা বাড়াও, টাকা বাড়াও ! ষ্ট্রেইলওয়ে টেলিগ্রাফ অর্থপ্রস্বতী, ও মন্দিরে প্রণাম কর! যাতে টাকা বাড়ে এমন কর! শূন্ত হইতে টাকা বৃষ্টি হইতে থাকুক ! টাকার ঝনঝনিতে ভারতবর্ষ পূরিয়া যাউক ! মন? মন, আবার কি? টাকা ছাড়া মন কি ? টাকা ছাড়া আমাদের মন নাই; টাকশালে আমাদের মন ভাঙ্গে গড়ে । টাকাই বাহ সম্পদ। হর হর বম বম! বাহ সম্পদের পূজা কর। এ পুজার তাম্র শ্মশ্রীধারী ইংরেজ নামে ঋষিগণ পুরোহিত; এডাম স্মিথ পুরাণ এবং মিল তন্ত্র হইতে এ পুজার মন্ত্র পড়িতে হয়; এ উৎসবে ইংরেজি সম্বাদপত্র সকল,ঢাক ঢোল, বাঙ্গালা সম্বাদপত্র কাশীদার; শিক্ষা এবং উৎসাহ ইহাতে নৈবেদ্য, এবং হৃদয় ইহাতে ছাগবলি। এ পূজার ফল, ইছলোকে ও পরলোকে অনন্ত নরক । তবে; _s=3