পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৪০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| &o శ్రీ ভারতবর্ষীয় দিগের আদিম অবস্থা। " (বঙ্গদশম, ফাঃ, ১২৮০ মতাশালী হইতে পারিতেন না । তাহাকে মন্ত্রিপরিবেষ্টিত হইয়া রাজকাৰ্য্য পর্য্যবেক্ষণ করিতে হইত। রাজ্য রক্ষার কথা দুরে থাকুক শাসন কাৰ্য্যও কেহ একাকী নিবৰ্বাহ করিতে অধিকারী ছিলেন না । বিভিন্ন কার্য্যে বিভিন্ন মন্ত্রিবর্গের সহায়তা গ্রহণ করিতে হইত। রাজা স্বচক্ষে সমুদায় প্রত্যক্ষ পূৰ্ব্বক রাজ্যশাসনে অপারগ বলিয়া স্থানে স্থানে ও কাৰ্য্য বিশেষে পৃথক পৃথক প্রতিনিধি নিযুক্ত রাখিতেন। তাহাদিগের কার্য্য কলাপ পরিদর্শন নিমিত্ত তত্ত্বাবধায়ক, দূত, গুপ্তচর ও ছদ্মবেশধারী পুরুষ নিযুক্ত করিতেন। সময়ে সময়ে সসৈন্যে নিজেই অধীনবর্গের কার্য্যকুশলতা সন্দর্শন করি তেন । আর্য্যজাতির শাসনকালে ক্ষুদ্র গ্রামেও রাজার প্রতিনিধি থাকিত। কোন ব্যক্তিই অন্যায় আচরণ করিয়া পরিত্রাণ পাইতেন না । ক্ষুদ্র বা গণ্ডগ্রামের সংখ্যানুসারে স্থানে স্থানে গুল্ম সংস্থাপন করিতেন। তথায় সসৈন্য অমাত্য থাকিতেন। র্তাহার অধীনে কারাগার থাকিত । গ্রামের ক্ষুদ্র ক্ষুদ্র শাসনকাৰ্য্য গ্রামীণ মণ্ডল দ্বারা নিম্পন্ন হইত। তিনি আপন ক্ষমতার অসাধ্য কাৰ্য্য দশ গ্রামীণের নিকট বিজ্ঞাপন করিতেন। দশ গ্রামাধ্যক্ষ বিংশতীশের অধীনতায় আবদ্ধ ছিলেন ।—বিংশতীশ আবার শত গ্রাম শাস্তার নিয়ম বশীভূত থাকিতেন। শতগ্রাম নিয়স্তা সহস্র গ্রা মাধিপতির সকাশে স্বকীয় শাসন কার্য্যের দোষ গুণ বিজ্ঞাপন করিয়া তদীয় অসাধ্য কাৰ্য্যের স্বনিয়ম করাইয়া লইতেন। এরূপ ক্রমশঃ নিম্ন পদস্থ ব্যক্তি অপেক্ষাকৃত ‘ নিম্নতরের প্রতি আধিপত্য করিতেন। এবং ক্রমশঃ শ্রেষ্ঠ পদবীর লোকের অধীন হইতেন। সহস্র গ্রামাধিপতি নগরাধ্যক্ষের অধীন হইয়া কাৰ্য্য করিতেন। তাহার প্রতি রাজ্যশাসনের অনেক ভার সমপিত হইত। (১১) . . ইহার কেহই রাজকোষ হইতে বেতন পাইতেন না। ইহঁাদিগের জীবিকা জন্য রাজা নিষ্কর ভূমি দিতেন। আর্য্যকুলের প্রজাগণ প্রতিদিন রাজার : উদেশে অন্ন, পানীয়ও ইন্ধনাদি রাজপ্রতি । নিধি সমীপে আনয়ন করিতেন । তৎসমস্ত দ্রব্য গ্রাম মণ্ডল আপন জীবিকা জন্য গ্রহণ করিতেন । ইহাই अशव। ধৰ্ম্মানুসারিবৃত্তি । | দশ গ্রামীণ আপন জীবিকা নিৰ্ব্বাহের | | | | | | سسسس | (১১) দ্বয়োস্ত্ররাণাং পঞ্চানাং মধ্যে গুল্ম মধিষ্ঠিতং । তথাগ্রামশতানাঞ্চ কুৰ্য্যাদ্রাষ্ট্রস্য সং গ্ৰহং ৷৷ ১১৪ গ্রামস্যাধিপতিং কুৰ্য্যাদশ গ্রামপতিস্তথা। বিংশতীশংশতেশঞ্চ সহস্ৰপতিমেবচ ॥১১৫ গ্রামে দোষান, সমুৎপন্নান, গ্রামিক শ{ - নকৈঃ স্বয়ং । শংসেগুমদশেশায় দশেশো বিংশতী শিনং ।। ১১৬ বিংশতীশস্ততৎসৰ্ব্বংশতেশায় নিবেদয়েSl শংসেগুমিশতেশস্ত সহস্র পতয়ে স্বয়ং ৷৷ ১১৭ मन्नु-१-श्र