পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৪০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--- - - .مهام 7ة ، له ميمو هاء سقمعت اسة ت | cડર কত কাল মনুষ্য? ہمات (বঙ্গদর্শন,ফাঃ, ১২৮০। ভূতত্ত্ববিদের ইহা পুনঃ পুনঃ প্রমাণীকৃত করিয়াছেন । সেই উত্তপ্ত আদিমাবস্থায়, পৃথিবীতলে কোন জীব বা উদ্ভিদের বাসের সস্তাবনা ছিল না। উত্তপ্ত বাস্পীয় গোলক জীবা! বাসোপযোগী শীতলতা এবং কঠিনতা প্রাপ্ত হইতে লক্ষ লক্ষ যুগ অতিবাহিত হইয়াছিল সন্দেহ নাই—কেননা আমাদের দুধের বাট জুড়াইতে যে কালবিলম্ব হয়, তাহাতেই আমাদের ধৈর্য্যচুতি জন্মে। অতএব পৃথিবীর উৎপত্তির লক্ষ লক্ষ যুগ পরেও জীব বা উদ্ভিদের স্বষ্টি হয় নাই । যাহারা ভূতত্ত্বের কিছুমাত্র জানেন, তাহারাও অবগত আছেন, যে পৃথিবীর উপরে নানাবিধ মৃত্তিক এবং প্রস্তর স্তরে স্তরে সন্নিবেশিত আছে। এইরূপ স্তর সন্নিবেশ কিয়দূরমাত্র পাওয়া যায়, তাহার পরে যে সকল প্রস্তর পাওয়া যায়, তাহা স্তরত্ব শূন্ত । নীচে স্তরত্বশূন্ত প্রস্তর, তদুপরি স্তরে স্তরে নানা বিধ প্রস্তর, গৈরিক বা মৃত্তিক । এই সকল স্তরনিবদ্ধ প্রস্তর, গৈরিক বা i মৃত্তিকাভ্যন্তরে এমত অনেক প্রমাণ পাওয়া যায়, যে তাহা এককালে সমুদ্রতলে ছিল । এমন কি অনেকগুলি স্তর কেবল ক্ষুদ্র২ সমুদ্রচর জীবের শরীরের সমষ্টি মাত্র । চা খড়ি নামে যে গৈরিক বা প্রস্তর প্রচলিত, তাহা ইয়ুরোপ খণ্ডের অধিকাংশের এবং আসিয়ার কিয়দংশের | নিম্নে স্তরনিবদ্ধ আছে। এক্ষণে বৰ্ত্তমান অনেকগুলি পৰ্ব্বত কেবল চা-খড়ি। এই চা-খড়ি কেবল এক প্রকার ক্ষুদ্র ক্ষুদ্র স৷ Iggrisa sttt-TR (Globigerinae) qs. দেহের সমষ্টিমাত্র । অতএব এই সকল গৈরিকস্তর এককালে সমুদ্রতলস্থ ছিল। ভূভাগের কোন স্থান কথন সমুদ্রতলস্থ হইতেছে; আবার কাল সহকারে সমুদ্র সেস্থান হইতে সরিয়৷ যাইতেছে; সমুদ্রতল শুষ্ক ভূমি খণ্ড হই, তেছে। ভূগৰ্ত্তস্থ রুদ্ধবায়ু, বা অন্ত কা রণে কোথাও ভূমি কাল সহকারে উন্নত, কালসহকারে অবনত হইতেছে। যেখানে ভূমি উন্নত হইল, সেখান হইতে সমুদ্র সরিয়া গেল, যেখানে अरीनङ इहैन, তাহার উপরে সাগরজলরাশি আসিয়া পড়িল। তাহার উপরে সমুদ্রবাহিত মুত্তিকা, জীবদেহাদি পতিত হইয়া একটা নূতন স্তর স্বষ্ট হইল। মনে কর, আবার কালে, সমুদ্র সরিয়া গেল—সমুদ্রের তল শুষ্ক ভূমি হইল—তাহার উপর বৃক্ষাদি জন্মিয়া—জীবসকল জন্মগ্রহণ করিয়া বিচরণ করিল। আবার যদি কখন উহ সমুদ্র গর্ভস্থ হয়, তবে তদুপরি নুতন স্তর সংস্থাপিত হইবে, এবং তথায় যে সকল জীব* বিচরণ করিত, তাহাদিগের দেহাবশেষ সেই স্তরে প্রোথিত হইবে । জীবের অস্থি ধ্বংস প্রাপ্ত হয় না—কিন্তু অতি দীঘকাল প্রোথিত থাকিলে একরূপ প্রস্তরত্ব প্রাপ্ত হয়। এইরূপ অস্থ্যাদিকে “ ফসিল” বলা যায়। পাতুরিয়া কয়ল, ফসিল কাষ্ঠ । ===తాగి