পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৪০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ बजम*म, कॉs, »२छ * 1) * কত কাল মনুষ্য ? বৎসর নীলনদীর জলে আনীত কর্দমরাশিতে এই দেশ গঠিত হইয়াছে। খ্ৰীবৃন্ত মেনিনজ প্রভৃতি নগরী নীলনদী পলির উপর স্থাপিত হইয়াছিল। এই নদী কর্দম নিৰ্ম্মিত প্রদেশ, ১৮৫১ ও ১৮৫৪ সালে রাজব্যয়ে সুযোগ্য তত্ত্বাবধারকের তত্ত্বাবধারণায় নিখাত হইয়াছিল। নানা স্থানে খনন করা যায়। যেখানে খনন করা হইয়া গিয়াছিল, সেইখান হইতেই उग्र भू९°ाज, इंडेकानि डेग्रिा श्लि। ७भन कि बाहे कि मैौफ़ रईङ दे8रु खैब्रिाছিল। সকল স্থানে এইরূপ ইষ্টকাদি পাওয়া গিয়াছিল, অতএব ঐ সকল ইষ্টক পূৰ্ব্বতন কৃপাদি নিহিত বলিয়া বিবেচনা করা যায় না । এই সকল খনন কাৰ্য্য হেকেকিয়ান বে নামক একজন সুশিক্ষিত আরমাণি জাতীয় কৰ্ম্মচারীর তত্ত্বাবধারণায় হইয়াছিল। লিনাণ্ট যে নামক অপর এক घन कभfकाद्री १२ कि निदग्न हे8क थाशं इद्देशांझेिशन । মস্বর গিরার্ড অনুমান করেন যে নীলের কর্দম, শত বৎসরে পাঁচ ইঞ্চি মাত্র নিক্ষিপ্ত হয়। যদি শত বৎসরে ছয় ইঞ্চিও ধরিয়া লওয়া যায়, তাহাহইলে হেকেকিস্থান ৬০ ফিট নীচে মে ইট পাইয়াছিলেন, ج- چج- حجیتچه (t? & তাহার বয়ঃক্রম অনুন দ্বাদশ সহস্ৰ বৎ সর। মস্থর রজীর হিসাব করিয়া বলিয়াছেন, যে নীলের কাদা শত বৎসরে ২০ইঞ্চি মাত্র জমে। যদি এ কথা সত্য হয় তবে লিনাণ্টবের ইষ্টকের বয়স ত্রিশ হাজার বৎসর। অতএব যদি কেহ বলেন, যে ত্রিশ হাজার বৎসরেরও অধিক কাল মিসরে মনুষ্যের বাস, তবে তাহার কথা নিতান্ত প্রমাণ শূন্য বলা যায় না। मिनटब cयथान, शङ पूब २नन कहा । গিয়াছে, সেইখানেই, পৃথিবীস্থ বর্তমান ; জন্তুর অস্থ্যাদি ভিন্ন লুপ্ত জাতির অস্থ্যাদি কোথাও পাওয়া যায় নাই। অতএব যে সকল স্তর মধ্যে লুপ্ত জাতির অস্থ্যাদি পাওয়া যায়, তদপেক্ষ এই নীল কর্দমস্তর অত্যন্ত আধুনিক। আর যদি সেই সকল লুপ্ত জন্তুর দেহাবশেষ বিশিষ্ট স্তর মধ্যে মঙ্গুষ্যের তৎসহ সমসাময়িকতার চিহ্ন পা ওয়া যায়, তবে কত সহস্ৰ বৎসর তল মনুষ্যের আবাস ভূমি কে তহার পরিমাণ করিবে ? g এরূপ সমসাময়িকতার চিহ্ন পাওয়া গিয়াছে। তদ্বিবরণ পশ্চাৎ লিখিব।