পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৪১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--- جسيدي مسجسس بصيص میچینیبی ( هrه ج د :tه ,aww-fa অষ্টবিংশতিতম পরিচ্ছেদ। পৰ্ব্বতোপরে । আজি রাত্রে আকাশে চাদ উঠিল না। মেঘ আসিয়া, চন্দ্র, নক্ষত্র, নীহারিক, নীলিমা সকল ঢাকিল। মেঘ, ছিদ্রশূন্ত, অনন্ত বিস্তারী, জলপূর্ণতার জন্ত ধূমবর্ণ;— তাহার তলে অঁনস্ত, অন্ধকার ; গাঢ়, অনস্ত, সৰ্ব্বাবরণকারী অন্ধকার; তাহাতে নদী সৈকত, উপকূল, উপকূলস্থ গিরিশ্রেণী সকল ঢাকিয়াছে। সেই অন্ধকারে, শৈবলিনী গিরির উপত্যকায় একাকিনী । শেষ রাত্রে ছিপ, পশ্চাদ্ধাবিত ইংরেজদিগের অনুচরদিগকে, দূরে রাখিয়া, তীরে লাগিয়াছিল—বড় বড় নদীর তীরে নিভৃত স্থানের অভাব নাই—সেইরূপ একটি নিভৃত স্থানে ছিপ লাগিয়াছিল। সেই সময়ে, শৈবলিনী, অলক্ষ্যে ছিপ হইতে পলাইয়াছিল । এবার শৈবলিনী অসদভিপ্রায়ে পলায়ন করে নাই। যে ভয়ে দহমান অরণ্য হইতে অরণ্যচর জীব পলায়ুন করে, শৈবলিনী সেই ভয়ে প্রতাপের সংসর্গ হইতে পলায়ন করিয়াছিল। প্রাণভয়ে শৈবলিনী, সুখ সৌন্দর্য্য প্রণয়াদি পরিপূর্ণ সংসার হইতে পলাইল । সুখ, সৌন্দৰ্য, প্রণয়, প্রতাপ, এ সকলে শৈবলিনীর আর অধিকার নাই—আশা নাই -আকাঙ্ক্ষাও পরিহার্য্য—নিকটে থাকিলে কে আকাঙ্ক্ষা পরিহার করিতে পারে ? মরূভূমে থাকিলে কোন তৃষিত পথিক, جیس_مجتماع_ع مجم -- بچسے-می ہے শীতল স্বচ্ছ সুবাসিত বারি দেখিয়া | চন্দ্রশেখর। 影 ¢X ፃ | পান না করিয়া থাকিতে পারে? বিক্টর হগে যে সমুদ্রতলবাসী রাক্ষস স্বভাব ভয়ঙ্কর পুরুভূজের বর্ণনা করিয়াছেন, লোভ বা আকাঙ্ক্ষাকে সেই জীবের স্বভাবসম্পন্ন বলিয়া বোধ হয়। ইহা । অতি স্বচ্ছ স্ফটিকনিন্দিত, জলমধ্যে বাস করে, ইহার বাস গৃহতলে মৃদুল জোতিঃপ্রফুল্ল চারুগৈরিকাদি ঈষৎ জলিতে থাকে ; ইহার গৃহে কত মহামূল্য মুক্ত প্রবালাদি কিরণ প্রচার করে ; কিন্তু ইহা মনুষ্যের শোণিত পান করে ; যে ইহার গৃহসৌন্দর্য্যে বিমুগ্ধ হইয়া তথায় গমন করে, এই শতবাহু রাক্ষস, ক্রমে এক একটি | হস্ত প্রসারিত করিয়া তাহাকে ধরে ; ; ধরিলে আর কেহ ছাড়াইতে পারে না। : সতহস্তে সহস্রগ্রন্থিতে জড়াইয়া ধরে; ৷ তখন রাক্ষস শোণিত-শোষক সহস্রমুখ হতভাগ্য মনুষ্যের অঙ্গে স্থাপন করিয়া । তাহার শোণিত শোষণ করিতে থাকে । ] শৈবলিনী যুদ্ধে আপনাকে অক্ষম বিবে- | চনা করিয়া রণে ভঙ্গ দিয়া পলায়ন । করিল। মনে তাহার ভয় ছিল, প্রতাপ তাহার পলায়ন বৃত্তান্ত জানিতে পারিলেই, তাহার সন্ধান করিবে। এজন্ত নিকটে কোথাও অবস্থিতি না করিয়া যতদূর । পারিল ততদুর চলিল। ভারতবর্ষের কটবন্ধ স্বরূপ যে গিরিশ্রেণী, অদূরে তাহা । দেখিতে পাইল। গিরি আরোহণ ক- | রিলে পাছে, অনুসন্ধানপ্রবৃত্ত কেহ তাহাকে । পায়, এজন্ত দিবাভাগে গিরি আরোহণে প্রবৃত্ত হইল না। নিকটে এক বনমধ্যে |