পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৪১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बश्रम-मि, ग": ४९**) বর কুলে দোঁড়িতে থাকে তখন তুমি এক এক বার ঈষৎ দেখা দিয়া তাহার সহিত কেবল লুকোচুরি খেলিতে থাক, নব বধু যখন মন্দবাত সহিত প্রাসাদোপরি একাকিনী দীর্ঘশ্বাস ফেলিতে থাকে তখন তুমি নারিকেল কুঞ্জস্তিরাল হইতে অতি ধীরে ধীরে তাহার হৃদয় ভরিয়া অমৃত বর্ষণ কীিয় তাহাকে ক্রমে শীতল কর ; যখন | তরঙ্গিণী আশা তরঙ্গিত হৃদয়ে ধীর প্রবাহে মন্দগতিতে সিন্ধু অভিগামিনী হয় | তখন তুমিই তাহাকে স্বর্ণ ভূষণে ভূষিত । করিয়া আশীৰ্ব্বাদ করিয়া পথ প্রদর্শন করিয়া থাক; গোলাপ যখন বসন্ত রাগে । এক বুন্তে চারিদিক দেখিয়া হেলিতে দুলি । তে থাকে তখন তুমিই তাহকে মালতী লতাকে চুম্বন করিতে কাণে কাণে পরা : মশ দেও। আবার সেই তুমিষ্ট, অসদ । ভিসন্ধিৎস্ব নর যখন কুলকামিনীর ধৰ্ম্ম । নাশে প্রবৃত্ত হয়, তখন তোমার কোমল ; মুখমণ্ডলে এমনি ভ্ৰকুট করিতে থাক যে সে তোমার মুখ পানে আর দৃষ্টিক্ষেপ করি । তে সমর্থ হয় না; তুমিই নরহত্যা কারীর | তরবারিফলকে বিদ্যুৎ চমকাইয়া দেও, তাহার পাপ শোণিত বিন্দুতে চৌষট্টি । রৌরব, প্রতি ফলিত করিয়া দেখাইয়া দেও। তুমি ক্রীড়াশীল শিশুর চলৎ স্বর্ণস্থালী, তরুণের আশা প্রদীপ, যুবক যুবতীর যামিনী যাপনের প্রধান সম্ভোগপদার্থ ; এবং স্থবিরের স্মৃতি দর্পণ। তুমি অনাখার প্রহরী, স্থির দীপ ধারী; তুমি

  • 雷零 &i&

কমলাকাস্তের দপ্তর ○ RN) পথিকের পথ প্রদশর্ক; গৃহীর নৈশস্বৰ্য্য; তুমি পাপীর পাপের সাক্ষী; পুণ্যত্মার চক্ষে তাহার যশঃ পতাকা । তুমি গগনের উজ্জ্বলমণি ; জগতের শোভা । আর এই | শ্মশান বিহারী শ্ৰীকমলাকান্তের একমাত্র } সম্বল; তুমি ভালর ভাল, মন্দের মন্দ ; রসে রস; বিরসে বিষ। তুমি কমলা- ৷ কাস্তের সহধৰ্ম্মিণী; শশী, আমি তোমায় বড় ভাল বাসি, আমি তোমাকেই বিবাহ করিব। সকলে হরি হরি বল ভাই । আজ এই খানে বাসর যাপন—সকলে এক বার হরি বল ভাই । বম্ ভোলানাথ! চন্দ্র যে পুরুয? তবে ডবল মাত্র। চড়াইতে হইল। চন্দ্র আমাদিগের আর্য্য মতে পুরুষ বটে, কিন্তু বিলাতীয় শৰ্ম্মাদিগের মতে ইনি কোমলাঙ্গী। আমাদিগের মতে চন্দ্র হি,* ইংরাজি মতে চন্দ্র শী, এখন উপায়? হি কি শী তাহ স্থির হইবে কি প্রকারে? বাস্তবিক এই বিষয়ে সংসরের লোকের সঙ্গে আমার কখন মতের ঐক্য হুইল না। ; আমার এ বিষয়ে নানা সন্দেহ হয়। যে ওয়াজিদলিশাহ লক্ষোনগরী হইতে স্বচ্ছনো চতুৰ্দোলারোহণে মুচি খেলায় আগমন করিয়া, হংস হংসী কপোত কপোতী লইয়া ক্রীড়া করেন, গোলাপ সহিত বারি হ্রদে নিত্য স্বান করিয়া, স্বীয়ানুরূপী পিঞ্জ রস্থ বুলবুলিকে সস্তুতপলায় প্রদান ক কহিলী কাহাকে বলে? শুনিয়াছি দুইটি ইংরাজি সৰ্ব্বনাম—হি পুংলিঙ্গ—শী স্ত্রীলিঙ্গ –ত্র ভীষ্মদেব

            • - مسجمعیتضمیصبت میسےہی یہی۔ AASAASAASAAAS