পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৪৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গদর্শম, চৈত্র, ১২৮• ) কি হইবে, তাহা ভাবিল না; এ নৌকা যে নিজামতের নহে, সে কথা তাহার মনে আসিল না । ব্যাকুলত বশতঃ আপনাকে বিপদে নিক্ষেপ করিল—বলিল, “তবে আমাদের তীরে নামাইয়া দিয়া তুমি চলিয়া যাও ।” ফষ্টর সানন্দে সন্মত হইল। নৌকা তীরে লাগাইতে छ्कूश निव्न । কুলসম বলিল, “আমি নামিবন । আমি নবাবের হাতে, পড়িলে, আমার কপালে কি আছে বলিতে পারিনা। আমি সাহেবের সঙ্গে কলিকাতায় যাইব— সেখানে আমার জানা শুনা লোক আছে ।” * e দলনী বলিল, “তোরকোন চিন্তা নাই। যদি আমি বঁচি, তবে তোকেও বাচাইব ।” কুলসমূ, “ তুমি বাচিলে ত?” কুলসম কিছুতেই নামিতে রাজি হইল না । দলনী তাহাকে অনেক বিনর করিল—সে কিছুতেই শুনিল না। তাহার অন্ত কোন বিশেষ অভিপ্রায় ছিল— কেননা সে মুঙ্গেরে প্রতাপ রায়ের বাসায় দলনীকে ত্যাগ করিবার কথা কিছু বলে নাই। 最 ফষ্টর কুলসমকে বলিল যে কি জানি যদি তোমার জন্ত নৌকা পিছু পিছু আই সে । তুমিও নাম । কুলসম বলিল, যে যদি আমাকে না ছাড়, তবে ठांभि હૈ নৌকায় উঠিয়া, SAAAAAAASAAAA চন্দ্রশেখর । بیبیسی ====== ○○○ | कछेद्र उग्रश्राइब्राजीब्र क्डूि बलिल | না—দলনী কুলসমের জন্য চক্ষের জল | ফেলিয়া নীেকা হইতে উঠিল। ফষ্টর নীেক খুলিয়া চলিয়া গেল। * তখন স্বৰ্য্যাস্তের অল্প মাত্র বিলম্ব আছে। ফক্টরের নীেক ক্রমে দৃষ্টির বাহির হইল। যে ক্ষুদ্র তরণীকে নিজামতের নৌকা } ভাবিয়া ফষ্ট্রর দলনীকে নামাইয়া দিয়াছিল, সে নীেকাও নিকটে আসিল । প্রতি ক্ষণে দলনী মনে করিতে লাগিল যে নৌকা এই বার তাহাকে তুলিয়া লইবার জন্য ভিড়িবে; কিন্তু নৌকা ভিড়িল না। তখন তাহাকে দেখিতে পাইয়াছে কি না | এই সন্দেহে দলনী অঞ্চল উৰ্দ্ধোখিত । করিয়া আন্দোলিত করিতে লাগিল । ' তথাপি নৌকা ফিরিল না। বাহিয়া | বাহির হইয়া গেল। তখন, বিদ্যুৎ চমকের । नाॉब मशनैौब कभक इईश-७ cनौका নিজামতের কিসে সিদ্ধাস্ত করিলাম ! অপ- | রের নৌকা হইতেও পারে! দলনী তখন । ক্ষিপ্তার ন্যায় উচ্চৈঃস্বরে সেই.নৌকার নাবিকদিগকে ডাকিতে লাগিল । ৫ এ নৌকায় হইবে না” বলিয়া তাহারা ; চলিয়া গেল । দলনীর মাথায় বজ্রাঘাত পড়িল । ফষ্টুরের নৌকা তখন দৃষ্টির অতীত হইয়াছিল—তথাপি সে কুলে কুলে দৌড়িল । তাহা ধরিতে পারিবে বলিয়া দলনী কুলে কুলে দৌড়িল । কিন্তু বহুদূর দৌড়াইয়া পূৰ্ব্বেই | যাহাতে নৌকাওয়ালার তোমার সঙ্গে | নীেক ধরিতে পারিল না। । ন ছাড়ে তাহাই করিব। সন্ধ্যা হইয়াছিল—এক্ষণে অন্ধকার হইল। ! உன் ६