পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৪৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

AMAAAA tN" কমলাকাস্তের দপ্তর। ஐண - - | ه به « ,a, P53 که ****). তুমি বসন্তের কোকিল, বেশ লোক। যখন ফুল ফুটে, দক্ষিণ বাতাস বহে, এ সংসার সুখের স্পর্শে শিহরিয়া উঠে, তখন তুমি আসিয়া রসিকতা আরম্ভ কর। আর যখন দারূণ শীতে জীবলোকে থরহরি কম্প লাগে, তখন কোথায় থাক বাপু ? থযন শ্রাবণের ধারায় আমার চালাঘরে নদী বহে, যখন বৃষ্টির চোটে কাক চিল ভিজিয়া গোময় হয়, তখন তোমার মাজা মাজা কালে কোল নন্দদুলালি ধরণের শরারখানি কোথায় থাকে ? তুমি বসন্তের কোকিল, শীত বর্ষার কেহ নও । রাগ করিও না—তোমার মত আমাদের মাঝখানে অনেকে আছেন—বুঝি পনের আনা উনিশ গণ্ডী । যখন নশী বাবুর তালুকের খাজান আসে, তখন মানুষ কোকিলে তাহার গৃহ কুঞ্জ পুরিয়া যায়--কত টিকি, ফোটা, তেড়ি, চসমার গীত, হেটে ইংরেজি, মেটো ইংরেজি, চোরা ইংরেজি, ছোড়া ইংরেজিতে, নশী গৃহসেীধবৎ বিকৃত হইয়া উঠে। তাহার বাড়ীতে নাচ, গান, যাত্রা, পৰ্ব্ব উপস্থিত হয়, তখন দলে দলে মানুষ কোক্লিল আসিয়া, তাহার ঘর বাড়ী আঁধার missipnjamām হাট লাগিয়া যায়,-কত কবিতা, শ্লোক, বাবুর বৈঠকখানা পারাবত কাকলিসস্থল বখন ' কমলাকাস্তের দপ্তর । সপ্তম সংখ্যা । • বসস্তের কোকিল । করিয়া তুলে—কেহ খায়, কেহ গায়, কেহ হাসে, কেহ কাশে ; কেহ তামাক পোড়ায়, কেহ হাসিয়া বেড়ায়, কেহ মাত্রা চড়ায়, কেহ টেবিলের নীচে গড়ার । যখন নশী বাবু বাগানে যান, তখন মানুষ কোকিল, তাহার সঙ্গে পিপীড় র সারি দেয়। আর যে রাত্রে, অবিশ্রান্ত বৃষ্টি হইতে ছিল, আর নশী বাবুর পুত্রটির অকালে মৃত্যু হইল, তখন তিনি একুটি লোক পাইলেন না। কাহারও ‘‘ অমুখ” এজন্য আসিতে পারিলেন না; কাহারও বড় মুখ— একটি মাতি হইয়াছে, এজন্য আসিতে পারিলেন না, কাহারও সমস্ত রাত্রি নিদ্র হয নাই, এজন্য আসিতে পারিলেন না; কেহ সমস্ত রাত্রি ঘোর নিদ্রায় অভিভূত, এজন্য আসিতে পারিলেন না। আসল কথা, সেদিন বর্ষা, বসন্ত নহে—বসন্তের কোকিল সেদিন আসিবে কেন ? তা ভাই, বসন্তের কোকিল, তোমার দোষ নাই, তুমি ডাক। ঐ অশোকের ডালে বসিয়া, রাঙ্গা ফুলের রাশির মধ্যে কাল শরীর, জলন্ত আগুণের মধ্যগত কালো বেগুনের মত, লুকাইয়া রাখিয়া, ! একবার তোমার ঐ পূঞ্চম স্বরে, ੋ-ਚੋ বলিয়া ডাক। তোমার ঐ কু—উ য়বটি আমি বড়ভালবাসি। তুমিনিজে কালো— -- قلعت سكنتاكتت | ண்ண்ண்யன்கண்ை த்_இ