বিষয়বস্তুতে চলুন

পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজ্ঞাপনী । কলিকাতা বহুবাজার ষ্ট্রীট নং ৯২ ঐযুক্ত হরিশ্চন্দ্ৰ শৰ্ম্মার ধাতু দৌৰ্ব্ব ের মুহৌষধ। অনেক পুরুষ ও স্ত্রী ধাতু দৌৰ্ব্বল্য ও ইঞ্জিয় শিথিলতা জন্য সৰ্ব্বদা মনঃ ক্লেশে কা, পন করেন। কোন প্রকার চিকিৎ দায় ফল প্রাপ্ত না হইয়া হতাশ্বাস হয়েন। গরমীর পীড়া, শুক্ৰমেহ, অতিশয় শুক্র ধ্যয় ও অন্যান্য প্রকার অহিতাচরণে শরীর শীর্ণতা ও জীৰ্ণতাযুক্ত ধাতু অতিশয় দুৰ্ব্বল কুয়, শুক্র পাতলা হয়, ধারণ শক্তি হ্রাস হয়, স্মরণশক্তি কম হয় এবং তন্নিবন্ধন মন সৰ্ব্বদা দুৰ্বি বিহীন হইয়া থাকে। ইহার উৎকৃষ্ট ঔষধ এখানে প্রস্তুত | মিছে। ইহা সেবন করিলে ফৰ্ত্তি বি. হীন মন ও শরীর মূৰ্ত্তিযুক্ত হইবে, ধারণা-শক্তি বৃদ্ধি হইবে, শুক্র গাঢ় ও পরিমাণে বৃদ্ধি হইবে । যাহার এই মহৌষধ গ্রহণে ইচ্ছা করেন তাহার এখানে উপস্থিত হইয়া চিকিৎসার ব্যবস্থা লইবেন কিম্বা পীড়ার অবস্থা বিস্তারিত রূপে লিখিবেন এবং ঔষধের মূল্য । ইত্যাদির জন্য প্রথমতঃ ৫ পাঁচ টাকা નાঠাইবেন। রোগীর নাম, ধাম আমাদিগের দ্বারা প্রকাশের, আশঙ্কা নাই। যাহার নাম অপ্রকাশ রাখিতে চাহেন, তাহারা কেবল রোগের বিস্তারিত অবস্থা - ও ঔষধ পাঠাইবার ঠিকানা লিখিলে আম- . রা ঔষধ পাঠাইতে পারিব। শূল বেদনা,মহাব্যাধি, ক্ষয়কাশ, গলগণ্ড, অৰ্শ, বহু মুত্র ও সকল প্রকার উপদংশ রোগের ঔষধ এখানে প্রস্তুত আছে। । ঐযুক্ত হরিশ্চন্দ্ৰ শৰ্ম্মার হেয়ার প্রিজার ভার। নিয়ম মত কিছুদিন ব্যবহার করি