পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যুগলাঙ্গুরীয়। - 及> "ইহাপ্তাহার সহ হয় না। আপনি তাহার বাল্যকালের সর্থী; আপনার গৃহ তাহার গৃহ একই। তিনি এমন বলেন না যে আপনি তাহার গৃছে গিয়া বাস করুন। আপনার পিতৃগৃহ তিনি ধনদাসের মহাछन्नग्न निकछे जन्ब्र कब्रिग्रां८झ्न । छांश আপনাকে দান করিতেছেন। আপনি গিয়া সেই খানে বাস করুন, ইহাই তাহার ভিক্ষা :P হিরন্ময়ী দারিদ্র্য জন্ত যত দুঃখ ভোগ করিতেছিলেন, তন্মধ্যে পিতৃ ভবন হইতে নিৰ্ব্বাসনই তাহার সর্বাপেক্ষা গুরুতর বোধ হইত। যেখানে বাল্যক্রীড়া করিয়াছিলেন, যেখানে পিতা মাতার সহবাস করিতেন, যেখানে তাহাদিগের মৃত্যু দেখিয়াছেন, সেখানে যে আর বাস করিতে পান না, এ কষ্টই গুরুতর বোধ হইত। সেই ভবনের কথায় তাহার চক্ষে জল আসিল । তিনি পরিচারিকাকে আশীৰ্ব্বাদ করিয়া কহিলেন, “এ দান আমার গ্রহণ করা উচিত নহে—কিন্তু আমি এ লোভ সম্বরণ করিতে পারিলাম না। তোমার প্রভুর সর্বপ্রকার মঙ্গল হউক!" পরিচারিক প্রণাম হইয়া বিদায় হইল। অমলাউপস্থিতা ছিল। হিরন্ময়ী তাহাকে বলিলেন, “ অমলে, তথায় আমার এক বাস করা হইতে পারে না। তুমিও তথায় বাস করিবে চল ।” अभजां चैौङ्कड इहेन । छेउद्वग्न शिग्री ধনদাসের গৃহে বাস করিতে লাগিলেন। তথাপি আমলাকে সৰ্ব্বদা পুরন্দরগৃহে যাইতে হিরন্ময়ী একদিন নিষেধ করিলেন অমলা আর যাইত না । পিতৃ গৃহে গমনাবধি হিরন্ময়ী একটা বিষয়ে বড় বিস্মিতা হইলেন। এক দিন অমল কহিল, “ তুমি সংসার নির্বাহের জন্ত ব্যস্ত হইও না, বা শারীরিক পরিশ্রম করিও না। রাজবাড়ী আমার কার্য্য হইয়াছে—আর এখন অর্থের অভাব নাই । অতএব আমি সংসার চালাইব—তুমি সংসারের কত্রী হইয়া থাক।” হিরন্ময়ী দেখিলেন অমলার অর্থের বিলক্ষণ প্রাচূৰ্য্য। মনে২ নানা প্রকারে সন্দিহান হইলেন। s-* সপ্তম পরিচ্ছেদ । বিবাহের পর পঞ্চমাষাঢ়ের শুক্লাপঞ্চমী আসিয়া উপস্থিত হইল। হিরন্ময়ী এ কথা স্মরণ করিয়া সন্ধ্যা কালে বিমনা হইয়া বসিয়া ছিলেন। ভাবিতে ছিলেন “গুরুদেবের আজ্ঞানুসারে আমি কালি হইতে অঙ্গুরীয়টি পরিতে পারি। কিন্তু পরিব কি? পরিয়া আমার কি লাভ? হয়ত স্বামী পাইব, কিন্তু স্বামী পাইবার আমার বাসনা নাই। অথবা চিরকালের জন্য কেনই বা পরের মূৰ্ত্তি মনে আঁকিয়া রাখি । এ ছরস্ত হৃদয়কে শাসিত করাই উচিত। নহিলে ধৰ্ম্মে পতিত হইতেছি ।” এমত সময়ে অমল বিস্ময় বিহ্বলা হইয়া আসিয়া কহিল, “কি সৰ্ব্বনাশ? আমি কি ~ബങ്ങ്==്