পাতা:বঙ্গদর্শন-নবম খন্ড.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* २४:२ i) ও কাঞ্চনমালা চরি দিকে চাহিতে লাগিলেন, দেখিলেন সমতল ভূভাগ, তাহার উপর দুৰ্ব্ব পুপ স্বধ্যময় শ্বেতকাস্তি ফুলাইয়। নমিয়t নমিয়া পড়িতেছে দেখিলেন, অশোক কিংশু ক, বক, বকুল, নাগ, পুল্লাগাদি বৃক্ষসমূহ বায়ুভরে নড়িতেছে দেওদার জাতীয় নানা বৃক্ষ শে শেঁ। করিয়া শব্দ করিতেছে। বক্ষঃস্থলে ছায়াকাশ ধারণ করিয়া গঙ্গাবক্ষঃ প্রেমভরে ফুলিয়া ফুলিয়া উঠিতেছে । তদুপরি ক্ষুদ্র নৌকা সমূহ সারি দিয়। পিপীলিকা শ্রেণীর ন্যায় যাইতেছে, নাবিকের প্রাণখুলিয়া গইrত গাইতে যাইতেছে, তাহার স্বরের দূরস্থ তরঙ্গ, গঙ্গা সমীরণে শীতল হুইয়। মৃদু মৃদু কাণে লাগিতেছে । কিন্তু তাহদের একটু উৎকণ্ঠ থাকায় তাহার। ইহার তত মৰ্ম্মগ্ৰহ করিতে পারিলেন না । তাহর দ্রুত পদে লতা, কুঞ্জ, নিকুঞ্জ, পুষ্পৰূক্ষাদি অসুসন্ধান করিতে লাগিলেন, পুষ্প কোপাও পাইলেন না । সময় যত বহিয়া যাইতে লাগিল, ততই একটু একটু করিয়া উৎকণ্ঠ বৃদ্ধি হইতে লাগিল । উৎকণ্ঠার সঙ্গে সঙ্গে একটু স্বরাও বৃদ্ধি হইতে লাগিল। তখন তাহারা গাত্রস্থিত পুপাভরণ সকল মোচন করিয়া নিকটস্থ ংমৰ্ম্ময় নিৰ্ম্মিত মঞ্চে রাখিলেন। কাঞ্চনমালার অলঙ্কায়গুলি বামে ও কুশীলেরগুলি দক্ষিণে রক্ষিত হুইল তখন উভয়ে একটুকু উত্তর মুখে গেলেন। তথায় নিকটে কৃত্রিম শৈলের প্রতি তাহীদের নয়ন পড়িল । কাঞ্চনমালা । নবদুৰ্ব্বাদলময় నీg. তখন কাঞ্চনমালী বলিলেন, “যাহার পুষ্পচয়ন করিয়াছিল তাহার। বাগানের ফুলই তুলিয়াছে । বোধ হয় দুরারোহ ব লয়। এই শৈল শিখরস্থিত পুষ্প চয়ন করে নাই। উহার উপর গেলে নিশ্চয়ই ফুল পাইব ।’ কুণাল ও সন্ম হু হইলেন । তথন উভয়ে শৈল আরোহণ করিবার উপক্রম করিলেন । ঘে দুইটা পথ শৈল বেষ্টন করিয়! বরাবর উপরে উঠিয়াছে তাহার একটর পাশ্বে অত্যন্ত বন হইয়াছে। ঘাস, লতা, ফুল গাছ প্রভূতি এত ঘন হইয় দাড়াইয়াছে যে কিছুই দেখা যায় না । এইটা কিছু অধিক খাড়াই, অতএব ইহা দ্বার। শীঘ্র উঠিতে পরিবেন ভাবিয়া উভয়ে ঐ পথই অবলম্বন করিলেন। দুই এক প। উঠিতে ন উঠিতেই নিবিড় লতাস্তরাল হইতে কুপিতফপিফণার ঘোরগর্জনবৎ কি শব্দ শুনিতে পাইলেন । কিন্তু ত্বর প্রযুক্ত র্তfহার কেহই উহার প্রতি কোন লক্ষ্য করিলেন না। কিছু দূর উঠিয়াই দেখিলেন কোথাও একটা পাতা ছেড়া, কোথাও একটা ডাল ভাঙ্গ , কোথাও ছুটী পুষ্প দলিত দেখিয়া কাঞ্চন বলিল “বুঝি কে এইমাত্র এখানে আসিয়াছিল” আরও কিছু দূর উঠিয়া একস্থানে দেখিলেন, একটী ডালে একেবারে পাতা নাই, পাতাগুলি যেন পদদলিত দেখিয়৷ কুণtল বলিলেন, “যে অtসিয়ছিল সে বোধ হয় ७हे थांzन रुनिब्रt वा नैंtफ़ाहेब्राझिण ।” আর একটু উপরে উঠিয়াই দেখিলেন