পাতা:বঙ্গদর্শন-নবম খন্ড.djvu/৩৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

wరిy8 সম্পূর্ণ উপযোগী । রচয়িত সেই স্থবিজ্ঞ সমালোচকের নাম মা প্রকাশ করিয়া ভাল করিয়াছেন, এবং আপনারও স্বরুচির এক প্রকার প্রমাণ দিয়াছেন। তথাপি বলিতে ইচ্ছা হয়, তাহার স্থবিজ্ঞ সমালোচকের কথা না উল্লেখ করিলেই ভাল হইত। এ সার্টিফিকিট কোন কাজের হয় নাই। যাহার নাম শুনিতে পাইলাম ন। তিনি সুবিজ্ঞ সমালোচক কি মা তাহ। কি রূপে বুঝিব । রচয়িতা বলিতেছেন তিনি সুবিজ্ঞ, আব:র সমালোচক বলিতেছেন রচয়িতা সুকবি । এরূপ পরম্পর সাটিফিকট দেওয়া লওয়াতে লেtকে সন্দেহ করিক্তে পারে । তাছাই বলিতে ছিলাম একথা উল্লেখ না করিলেই ভাল হইত। ইদানীং দেখিতে পাওয়া যায় সার্টিফিকট সম্বলিত পুস্তক প্রকাশ করা একটা ফেলন হইল্প পড়িয়াছে । কিন্তু বুঝ। অবশ্যক যে, সার্টিফিকট দেখিলেই পাঠকের মনে সন্দেহ হয় যে এ লেখক সার্টিফিকট ভিক্ষা করিতে গিয়t. ছিলেন, তাহাই সার্টিফিকটদাতা দয়। করিয়া, বা অনুরোধে পড়িয়া, অথব! खालांठन छ्हेब्र! मा#िकिकछे मिब्रां८छ्न । মনে এই সন্দেহ হইলে আর সে রচয়িত ব। য়চনার প্রতি পাঠকের শ্রদ্ধা থাকে লা । অতএব তখন সাটফিকটে উপকার ন। করিয়। অপকার করে । বসন্তোপহার লেখক উপলক্ষে এ সকল কথা বলিলাম বলিয়া যে আমরা তঁহার প্রশংসা বঙ্গদর্শন ৷ (चनं श्नुं করিতে প্রস্তুত নহি এমত নহে; তঁtহীর ছন্দ মাধুরী ও বাক্য বিন্যাস সুন্দর। ন৷ বাছিয়া আমরা একস্থান হইতে কয়েক ছত্র উদ্ভূত করিলাম। “কিন্তু হায়, অভাগিনী বঙ্গবাল! আজি দুঃখ সাগরে, ভাসিতেছি একাকিনী নিরানন্দ অস্তরে, কোথা ওই প্রেম-নদী, বহিতেছে নিরবধি, কোথায় দুঃখের স্রোত ফুলে ফুলে কাদিছে, অনাথিনী পড়ে তায় ঘন ঘন কঁপিছে। আমার সে সুখ-রবি অস্তমিত হয়েছে, অগ্রভাত দুঃখ-নিশি ঘেtর বেশে এসেছে, জানিন। কখন স্থায়, स्त्र*५f८ङ्गं निविथ्र! म्रिं, জীবনের সুখ-তার ধ্রুব তারা নয় রে, কালের ভীষণ মেঘে আবরিলে তtহারে । কতকাল আর আমি সহিব এ যাতনা, নিদয় বিধtত। ওরে অীমারে,তা বললা, পারিন পারিন মার, সহিতে এ দুঃখ ভার, গুরু ভারে পাপ প্রাণ ফেটে কেন যtয় না, অভাগিনী ব’লে বুঝি মৃত্যু মোরেছেীয় না ? আজ হতে পৃথিবীতে এক পড়ে থাকিব, একাকিনী এ বিজনে অশ্রু জলে ভাসিব, কেহ না দেখিতে পাবে, দিন রীত চলে যাবে, আবার দিবস নিশি পুনঃ ফিরে জালিবে, অভাগিনী একাকিনী তথাপিও কঁদিবে।

  • ,