পাতা:বঙ্গদর্শন-নবম খন্ড.djvu/৪৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*२४*) তার পর বড় ভারি জঙ্গল আরম্ভ হইল । বেহারার সভয়ে দেখিল,ছুই জন মানুষ সম্মুখে আসিতেছে। রাত্রিকাল— কেবল নক্ষত্রালোকে পথ দেখা যাইতেছে। সুতরাং তাছাদের অবয়ব অস্পষ্ট দেখা যাইতেছিল। বেহাল্লারা দেখিল,যেন কালা স্তক যমের মত দুই মূৰ্ত্তি আসিতেছে। এক জন বেহীরা অপরদিগকে বলিল : “মানুষ দুটোকে সন্দেহ হয় ।” অপর আর একজন ৰলিল, “রাত্রে যখন ৰেড়াচ্চে, তখন কি আর ভাল মস্থিষ * তৃতীয় বাহুক বলিল, “মানুষ দুটেt. ভারি জোয়ান * ৪র্থ। হাতে লাঠি দেখছি না । ৫ম । চক্রবর্তী মশাই কি বলেন । আীর ত এগোনা যায় ন!—ভাকাতের হাতে প্রাণটা যাবে । & চক্ৰবৰ্ত্তী মহাশয় বলিলেন,“তাই ত, বড় বিপদ দেখি 禽 ! যা ভেবেছিলেম, তাই হলো !” এমন সময়ে, যে দুই ব্যক্তি আসিতেছিল, তাহার পথে লোক দেখিয়া ছাকিল -

  • কোন হ্যায় রে ”ি বেহায়ার অমনি পাল্কী মাটীতে ফেলিয়া দিয়া “বাবা গো !” শব্দ করিয়া

একেবারে জঙ্গলের ভিতর পলাইল । দেখিয়া ছৰ্লভ চক্রবর্তী মহাশয়ও সেই भथावणशै। इहे८णम । उषम क्रूणभनि “আমার ফেলে কোখ যাও ?” ৰলিয়৷ তাহার পাছ পাছু ছুটিল। । দেবী চৌধুরাণী । θίσΦ. যে দুইজন অসিতেছিল-যাহার't এই দশজন মন্থয্যের ভয়ের কারণ— তাহারা পথিক মাত্র । দুই জন হিন্দুস্থানী দিনাজপুরের রাজ-সরকারে চাকরীর চেষ্টায় যাইতেছে । রাত্র প্রভাত নিকট দেখিয়া সকালে সকালে পথ চলিতে আরম্ভ করিয়াছে । বেহারী পলাইল দেখিয়া, তাহার। একবার খুব হাসিল, তার পর অfপনাদের গন্তব্য পথে চলিয়া গেল । কিন্তু বেহারারা, অরি ফুলমণি চক্রবর্তী মহাশয় আর পাছু ফিরিয়া চাহিল ন} t প্রফুল্ল পালকীতে উঠিয়াই মুখের বাধন স্বহস্তে খুলিয়। ফেলিয়াছিল। রাত্র দুই প্রহরে চীৎকার করিয়া কি হইবে বলিয়া চীৎকার করে নাই ; চীৎকার শুনিতে পাইলেই বা কে ডাকাতের সম্মুখে আসিবে। প্রথমে ভয়েও প্রফুল্ল কিছু আত্মবিস্তৃত হইয়াছিল । কিন্তু এখন প্রফুল্ল স্পষ্ট বুঝিল যে, সাহস না করিলে মুক্তির কোন উপায় নাই। যখন বেহারীরা পাল্কী ফেলিয়া পলাইল, তখন প্রফুল্ল বুঝিল—আর একটা কি নূতন বিপদ । ধীরে ধীরে পালকীর কপাট খুলিল। অল্প মুখ বাড়াইয়া দেখিল श्हेखन भशषा आनिष्ठ८छ् । उषम প্রফুল্ল ধীরে ধীরে কপাট বন্ধ করিল ; ষে অন্ন ফাক রহিল । তাহ দিয়া প্রফুল্প দেখিল মন্থৰ ছুইজন চলিয়া গেল । হইল-মেলি কেহ কোথাও নাই। " . ' த், ;