পাতা:বঙ্গদর্শন-নবম খন্ড.djvu/৪৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮৯) মেঘদূত গীতিকাৰ্য। যে অর্থে জয়দেৰেয় গীৰ্জ্জগোবিন্দ গীতিকাব্য সে অর্থে মেঘদূত গীতিকাব্য নহে। গীত গোবিনা গনেময়, মেঘদূত ছন্দোময় । যে ছনে মেঘদূত লিখিত ছষ্টয়াছে, তাহা গীত হইতে পারে সত্য, এবং মস্যা ক্রান্ত ছন্দঃ গীত হইলে সহৃদয়গণের হৃদয় উন্মত্ত্ব করিতে পারে, তাহা ও সত্য, কিন্তু তথাপি ইহান্তে গান নাই বলিয়া কেহ কেহ ইহাকে গীত্তি কাব্য বলিবেন না । না বলুন, আমরা ইহাকেই গীতিকাব্য বলি । কাব্যের বাহা অাকারের প্রতি আমাদের ज्ञतूश् हि =tं । যে স্থলে কোন একটী ভাৰ হৃদয়ে উৎপল্প হইয়া, হৃদয়কে অধিকার করিয়া, পরিপূর্ণ করিয়া, আপ্লুত করিয়া, বিদীর্ণ কপ্লিয়। অথবা উচ্ছলিত করিয়া প্রবল বেগে প্রবাহিত হয়, সেই ভাব-প্রকাশক কাব্যের নাম গীতিকাব্য । যে গানময় কাব্যে এই ভাবের প্রকাশ নাই আমরা তাহাকে গীতিকাব্য বলি না । যদি গঙ্গোও এই প্রকার গভীর ভাব প্রকাশ থাকে, তাহাকেও আমরা গীতিকাৰ্য বলিতে সঙ্কুচিত হই না । অঙ্কে যাহাই বলুক, মেঘদূত আমদের মতে উৎকৃষ্ট গীতিকাব্য। ঘক্ষের বিরহ, প্রথম দিন হইতেই অতি তীব্র इहेंझाश्लि । ब्रांनशिfग्नट्ठ आiनेिञ्च ब्राँग्न ও সীতার মিলন-জুথ-সাক্ষী বৃক্ষ, পৰ্ব্বক্ত ও প্রস্রবণাদি দর্শনে ক্রমেই জাহা তীব্রতর হইতেছিল। কিন্তু এত দিন তাহ স্বনেই মেঘদূত । 83独 fছল, আজি জাষাঢ় মাসের প্রথম দিনে যক্ষের হৃদয় সে তীব্র যন্ত্রণাময় স্তাষপ্রবtহ জগন্ন ধারণ করিতে পারিল না । সে ভাব-প্রবাহ হৃদয় বিদীর্ণ করিয়া প্রব1হিত হইল।-গরিব যক্ষ পাগল হইল। মেঘকে সচেতন বোধে বন্ধু বলিয়? সম্বোধন করিয়া তাহার নিকট আপনার দুঃখ-কাহিনী বলিয়া নিজের যন্ত্রণ। fনবারণের চেষ্টা করিল এবং পরিশেষে সে উত্তর দিকে যাইতেছে দেখিয়। তাছাকে আপনার দূত-পদে বরণ করিল। যক্ষের সেই প্রবল স্থায়ী বিরহ-ভাবের সহিত অন্ত অন্ত সঞ্চারী ভাৰ মিশ্রিত হইয়া, জড়িত হইয়1, উহাকে যেরূপ পল্লবিত ও সুশোভিত করিয়াছে, তাহার, সমালোচনা মেঘদূতের প্রকৃত সমা লোচনা । কালিদাস প্রথম চারিটী কবিতায় যক্ষেয় পূৰ্ব্ব ইতিহাস বর্ণনা করিলেন, বিরহে তাহার শরীর কৃশ হইয়াছে, কনক বলয় খুলিয়া পড়িতেছে, সে মেঘ দেখিব মাত্র কিয়ৎক্ষণ মেঘের দিকে ५कभूप्टे काश्ञिा खैदान इहेब ब्रश्लि । আপনার অতীত ও বর্তমান অৱস্থা মনে মনে তুলনা করিয়া কান্দিত্তে লাগিল । প্রথম শ্লোঙ্কেই ৰশিল, আমার প্রিয়া দূরে, তাই আমি তোমাৱ । নিকট ভিক্ষা করিতে আলিয়াছি। দ্বিতীয় । শ্লোকে স্বলিল, ভূমি সত্ত্বগুদিগের খন্ত্রণ, छाहे छूबि ब्रांमब्र ज९बाघ लहेह च्याथाह প্রিয়াকে পেঞ্চ । এরূপ গভীর প্রণয়