পাতা:বঙ্গদর্শন-নবম খন্ড.djvu/৫০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮৯) সাধ পুরিয়া রাখিয়াছি, মিটাইব । কে বলিয়াছে বিরহে প্রণয়ের ধবংস হয় ? আমি ত দেখিতেছি বিরহে ভোগ হয় না, মনের নানা সাধ জমিয়। জমিয়া রাশীকৃত হইয়া থাকে, এই আশ্বাসই দৌত্যের শেষ কথা । তামরা এই যে নদ নদী, পৰ্ব্বত কন্দর, বন উপবন, নগরনগরী প্রভৃতি সন্মুল পৃথিবী, কল্পনার পরাকাষ্ঠসিস্তুত কৈলাস-পৰ্ব্বত-শিখরো পরিস্থিত। অলকাপুরী, তন্মধ্যে যক্ষের প্রাসাদ, তন্মধ্যে *কোমলতার প্রতিকৃতি যক্ষের পত্নী, বিরহে তাহার . ম্ৰিয়মাণ অবস্থা, এই যে নানা আশ্চর্য্য অশ্চির্ঘ্য পদার্থ সনদর্শন করিলাম, এই যে পৃথিবী হইতে স্বৰ্গ, 枣RAN慕QNI8M, 铬冷海 স্বৰ্গ হইতে বৈকুণ্ঠে আরোহণ করিলাম;t ভৌতিক রাজ্য ত্যাগ করিয়া মানস রাজ্যে প্রবেশ করিলাম, উভয় রাজ্যের মধ্যে যাহা কিছু সুন্দর বাছিয়া বাছিয়া তুলিয়া লইলাম, এ সমস্তই এক স্বরে বাধা । যক্ষের মনোভাব ইহার সকলেই মাথান । সমস্তটুকু যেন যক্ষ গাইতেছে, আর আমরা শুনিতেছি, শুনিতেছি অীয় তন্ময় হইয়া যাইতেছি। অামাদেরও যেন প্রাণ ফাটির ঐ দুঃখ লহরী বাহির হইতেছে। তাই আমরা প্রথমে বলি - ছিলাম যে, মেঘদূত গীতে রচিত না হইলেও ইহা সৰ্ব্বোৎকৃষ্ট গীতিকাব্যভুবনে অতুল । BRAN SON ISM. জন ডিক্সন সাহেবকে ফৌজদারী আদালতে ধরিয়া আনিয়াছে। সাহেব বড় কালো, তা হলে হয় কি, সাহেব ত ঘটে—পাড়াগেয়ে কাছারিতে বিচার দেখিতে অনেক রঙ্গদার লোক জুটিয়া গেল বিচার একটা দেশী ডিপুটির কাছে হইবে । তাছাতে সাহেবের কিছু কষ্ট ; তবে মনে মনে ভরসা আছে যে, বাঙ্গালীটা ভয়ে আমাকে ছাড়ির দিৰে । ডিপুটি মহাশয়ের রকম দেখিয়াও ভাই