পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮৪ ) বঙ্গে ধৰ্ম্মভাৰ। $లి বঙ্গে ধৰ্ম্মভাব । আজি কীল আমাদের দেশে নাস্তি* @督 কিছু প্ৰাছৰ্ভাব দেখা যায় । কুতবিদ্যমণ্ডলীমধ্যে র্যাহারা ধৰ্ম্ম ਵਿੱਚ একেবারে উদাসীন নহেন, তাহার প্রায় নাস্তিক । সাধারণ লোকদিগেয় মধ্যে fহারা বুদ্ধিমান, তাঙ্গার প্রায় পণ্ডিতদিগের অমুসরণ করেন । এই কারণে, সাহারা কৃতবিদা নচে চাদের মধ্যেও অনেকে দেখাদেথি উদাসীন অথবা আস্থাশূন্য । যাহাদের কিছু মাত্র লেখা পড়া বোধ আছে, তাহারা সকলেই প্রায় হিন্দুধৰ্ম্মে তাfস্তাশূনা ; কেবল লোকলজ্জা ভয়ে, भभांछहूड श्झे नांद्र आभन्नाग्न, डाङक्रांत्व এবং আত্মদিবের খাতিরে মৌগিক শ্রদ্ধা প্রকাশ করিয়া থাকেন । হিন্দুধৰ্ম্ম কল হেব উপযুক্ত নহে* বলিয়াই আমরা উহার বন্ধু। হিন্দুধৰ্ম্ম দুর্বল, জরাজীর্ণ, নিরাশ্রয় বলিয়াই আমরা উহার সহায় । আর ব্রাহ্মের উহার শক্র, অশুভ কাজকী, উচ্ছেদাভিলাষী, এজন্যও অনেকে হিন্দু ধৰ্ম্মের পক্ষ—যুক্তিত্বারা হিন্দুধৰ্ম্ম সমর্থন করিতে প্রস্তুত। নতুবা, শ্রদ্ধা বা আস্থা . আছে বলিয়া বোধ হয় না। আপনার সুখেৰ, স্বার্থের, বা আমোদের প্রতিকূল হইলে প্রায় কহাকে ও হিন্দুধৰ্ম্মের মুখ রাখিতে দেখা যায় না । হিন্দুধৰ্ম্মামুযায়ী কৰ্ম্মকাণ্ড ও কতক কতক শিক্ষিত দলের আছে, কিন্তু সে অন্য কারণে । তাহার। দে পদে বীকে প্রকাশ্যে প্রণাম করেন, কতকট। উদাসীন ভাবে, কতকটা পূৰ্ব্বাভ্যাসবশতঃ, কতকটা হয় ত লোকেয় চক্ষে ধূলা দিবার অতিপ্রয়ে। বাড়ীতে দোল দুর্গোৎসব করেন, কতকটা পিতা মাতার খাতিরে,কতকটা বন্ধুবান্ধবের অনুরোধে, কতকটা অামোদের জন্য, আর কতকটা—ঠিক বলা যায় না, কিন্তু বোধ হয় যেন শ্ৰীচরণ কমল যুগলের ভয়ে।. কেহ না মনে করেন, হিন্দুধৰ্ম্মের নিন্দ হইতেছে। হিন্দুধৰ্ম্ম ভাল কি মন, শ্রদ্ধার উপযুক্ত কি না, সে কথা আমরা বলিতেছি না ;

  • ত্রযুক্ত বাবু রাজনারায়ণ বস্থর ‘হিন্দুধৰ্ম্মের শ্রেষ্ঠতা’ ইত্যভিধেয় পুস্তকের বিশমোল্লায় • গলৎ আছে । তিনি লে ধৰ্ম্মের শ্রেষ্ঠতা প্রতিপাদন করিবার চেষ্টা ' করিয়াছেন, তাহ ঠিক হিন্দুধৰ্ম্ম নহে। হিন্দুধৰ্ম্ম যে কি, তাহা নির্দেশ করা বড় কঠিন । সমগ্র সংস্কৃত সাহিত্যের যে কোন স্থলে যে কোন মত পাওয়া যায়,তাহাই

হিন্দুধৰ্ম্মের অংশ । এবং সংস্কৃতের বিশাল সাহিত্যে নাই হেন কথা নাই, নাই হেন মত নাই। সুতরাং হিন্দুধৰ্ম্ম কি, তাহ বলা দায়। রাজনারায়ণ বাবু যে সকল মত লইয়া বিচার করিয়াছেন, ঠিক তাহার বিপরীত মতও হিন্দুধৰ্ম্মের অংশ বলিয়া পরিগৃহীত । রাজনায়ায়ণ বাবু যাহকে তিন্দুধৰ্ম্ম বলিয়াছেন, তাহা হিন্দুধৰ্ম্ম রূপ মহাসাগরের একটা ঢেউ মাত্র এখনকার হিন্দুসমাজ যাহাকে হিন্দুধৰ্ম্ম বলে, তাহাতে সে ঢেউয়ের নাম গন্ধও নাই । •