পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮৪ t) বিষের একমাত্র ঔষধ উদ্ভিদয়, যথা— তেতুল লেবু আমরুল । হয় ঔষধের মধ্যে আমরুলের রসই বাঙ্গালায় বিশেষ প্রচলিত । মন্ত্রও বাঙ্গালায় বিশেষ প্রচলিত । তাহার মূল কারণ “ ধুলাপড়া”। অনেকেই দেখিয়াছেন তেজস্বী সর্প ফণ। বিস্তার করিয়া হেলিয়া দুলিয়া ফুৎকার করিতেছে, সময় কেহ ধূলা পড়িয়া সপের মস্তকে নিক্ষেপ করিলে সপ তৎক্ষণাৎ নতfশর হৃষ্টয় পড়ে; আর রাগ থাকে না, গর্জন থাকে না, সৰ্প মৃতবৎ হইয়া পড়িয়া থাকে । ইহা দেখিলে কে “ ধল পড়ায়” বিশ্বাস না করিবে ? সকলেই বিবেচনা করিবে মস্ত্রের অসীম ক্ষমতা । অদ্যপি অন্যান্য বিষয়ে মস্ত্রের প্রতি সাধারণ লোকের যে এত বিশ্বাস ত{হাব মূল কারণ এই “ ধূলাপড়া।” প্রত্যক্ষ । তএব বোধ K5 ইহু{ কিন্তু সাধারণ লোকের। যদি অনুগ্রহ করিয়া বিনামস্ত্রে সপমস্তকে ধূল নিক্ষেপ করেন সপ তৎক্ষণাৎ নতশির হইবে । , আসল কথা সপচক্ষে কোন আবরণ নাই, সৰ্প চক্ষু মুদিত করিতে পারে না, ধূলা পড়িলে ক্ষণকালের নিমিত্ত মন্ধ ইষ্টয়া যায । কিন্তু কঠিন মুক্তিক নিঃক্ষেপ করিলে তাহা ইষ্টবে না, মৃত্তিক বিশেষ করিয়া চূর্ণ করিতে হইবে । অনেকে দেখিয়া থাকি বেন ওঝারা মন্ত্র পড়িবার সময় হস্তে মৃত্তিকা বিশেষ করিয়া চূর্ণ করিতে থাকে। চিকিৎসা সম্বন্ধে এক কথা বলিতে সর্পবিষ চিকিৎসা । 次o》 আমরা বিস্কৃত হষ্টয়াছি । “ অসারে জল সার” আমাদের মধ্যে প্রচলিত প্রবাদ আছে। সপর্দষ্ট ব্যক্তি মৃতবৎ হইয়া পড়িলে, তাহার মস্তকে অনবরত . জল ঢালিতে পারিলে প্রাণরক্ষা অসন্তব নঙ্গে । মাললৈদ্যের মতে সপাঘাতের চিকিৎসা লেখক বলিয়াছেন “সপাঘাতে মৃত্যু হইলেও মালবৈদ্যের কিছু মাত্র হতাশ হয় না । বাহ পরীক্ষায় জীবনের কিছুমাত্র লক্ষণ পাওয়া যায় না, শ্বাসক্রিয়া বন্ধ হইয়াছে তাহারা বলে, এরূপ রোগীও তাহারা অনেক আরাম কবিয়াছে । আমরা এ সম্বন্ধে যত ভূরি ভূরি প্রমাণ পাইয়াছি,তাহাতে ইহা অবিশ্বাস করিলার কোন কারণ দেখি না । যাহা হউক রোগীকে এরূপ অবস্থায় হঠাৎ সমাধি দেওরা কি দাহ করা কর্তব্য নহে ।” লেখক যাহা বলিয়ছেন আমাদের মধ্যে সেই প্রথা বহুকালাবধি প্রচfল ত ছিল । সপাঘাতে দাহ বহুকালাবধি নিষিদ্ধ আছে। বোধ হয় পূৰ্ব্বকালের লোকের বিবেচনা করিতেন যে, সপাঘাতে মরিলেও বাচিতে পারে, এজন্য মৃতদেহ জলে ভাসাইয়া দিবীর প্রথা ছিল ; বোধ হয় বিশ্বাস ছিল সর্পাঘাতে একেবারে মকুষ্য মরে না, জলে দেহ অনেকক্ষণ থাকিলে বিষ নষ্ট হইলে হইতে পারে, বেহুলার গল্প হইতে হয় ত এই প্রথাটি প্রচলিত হইয়া থাকিবে । সে যাছাই হউক জলসেবন যে সপাঘাতের শেষ চিকিৎসা এ বিষয়ে বহুকা 할