পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२० 8 বন্ধকটি বোম্বাই প্রদেশে বিদ্যমান নাই। সেই জন্য বঙ্গদেশ অপেক্ষা বোম্বাই প্রদেশে স্ত্রীশিক্ষার উন্নতির পথ অপেক্ষাকৃত নিষ্কণ্টক। মিস কাপেন্টর বঙ্গভূমিতে বয়ঃস্থ ভদ্রমহিলাগণের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠিত রাখিতে অকৃতকাৰ্য্য হইয়াছিলেন কেন ? অবরোধ প্রথাই তাহায় মুখ্য কারণ । তিনি বোম্বাই প্রদেশে উক্তরূপ বিদ্যালয় সংস্থাপনে সফলপ্রযত্ন হইলেনই বা কেন ? তথায় অবরোধ প্রথার অভাবই উহার প্রকৃত কারণ । আর একপ্রকারে বিবেচনা করিয়া দেখিলেও মুম্পষ্টরূপে বুঝা যায় যে, অবরোধ প্রখ স্ত্রীজাতির শিক্ষোন্নতি সম্বন্ধে অতি গুরুতর প্রতিবন্ধক । আমরা সকলেই জানি যে, অপরাপর বিদ্যার্থীর সহিত বিদ্যালয়ে একত্রে শিক্ষা করিলে, পরস্পরের উন্নতি দেখিয়া এমন একটি প্রতিযোগিতার ভাব হৃদয়ে উদ্দীপিত হয় যে, তস্থার শিক্ষাসম্বন্ধে উৎসাহ, আগ্রহ, ও অনুচিকীর্ষ শতগুণ প্রবলতর আকার ধারণ করে । এতস্তিন্ত্র জনসমাজের চতুর্দিকের উন্নতির ব্যাপার সকল সন্দর্শন করিলে, চিত্ত সহজেই উন্নতির অভিমুখে প্রধাবিত হইতে থাকে। অন্তঃপুরনিরুদ্ধ রমণীকুলের পক্ষে উন্নতির এই অমুকুল অবস্থা বিদ্যমান নাই বলিয়া তাহাদের শিক্ষাবিষয়ে আশানুরূপ উন্নতি দুই হয় না। অথবা তাহদের শিক্ষাসম্বন্ধীয় বিবিধ প্রতিবন্ধকের মধ্যে উছ दक्री ऑन ! ( ভাদ্র । একটি প্রধান। বোম্বাই অঞ্চলে অবরোধ প্রথা বিদ্যমান না থাকাতে স্ত্রীশিক্ষা সম্বন্ধীয় এই প্রতিবন্ধকটিও নাই । সেখানকার যে সকল ভদ্রমহিলা অন্যান্য বিদ্যার্থিনী রমণীগণের সহিত এক বিদ্যালয়ে শিক্ষালাভ করেন, সহজেই তাহা, দের হৃদয়ে প্রতিযোগিতার ভাব উদ্দীপিত হইবার সম্ভাবনা; এতদ্ভিন্ন জনসমাজে বহির্গত হইবার অধিকার থাকাতে চতুম্পাশ্ববাহী উন্নতিস্রোতের সঙ্গে স্বভাবতঃই তাহীদের মন ভাসমান হইতে থাকে । এ স্থলে কেই জিজ্ঞাসা করিতে পারেন যে, যদি বাস্তবিকই বোম্বাই অঞ্চলে বঙ্গদেশ অপেক্ষা স্ত্রীশিক্ষাসম্বন্ধে প্রতিবন্ধক অপেক্ষাকৃত অল্প, তাহা হইলে এতদিনে বোম্বাই কেন বঙ্গদেশকে উক্ত বিষয়ে সম্পূর্ণরূপে পরাস্ত করিতে পারিল না? উত্তর—এ বিষর মীমাংসা করিবার এখনও সময় হর নাই। প্রতিবন্ধক ষখন একপ্রদেশে অপেক্ষাকৃত অল্প, তখন মানসিক শক্তিসম্বন্ধে স্বাভাবিক তারতম্য না থাকিলে নিশ্চরই এক প্রদেশের স্ত্রীশিক্ষা, সময়ে অপরপ্রদেশ হইতে অধিকতর উন্নতিলাভ কfরবে। বোম্বাই নগরে অবস্থিতি কালে জনৈক স্বশিক্ষিত মহারাষ্ট্রীয় আমাদিগকে বলিলেন, “দেখুন, এখন আমরা আপনাদের অপেক্ষ শিক্ষা ও অন্যান্যবিধ উন্নতিসম্বন্ধে নিকৃষ্ট অবস্থায় থাকিতে পারি, কিন্তু নিশ্চয়ই मभैरञ्च श्रां*ानानेिश८क आभद्धा शब्राहेब्र দিব । আমাদের স্ত্রীস্বাধীনতা তাহার