পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/২৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&やり● তে পরিবে বলিয়া সংগ্রহকার তাহীদের জীবনী লিখিয়াছেন। খ্যাতিমানদিগের খ্যাতিতে যত দাবি দাওয়া তাহ সমুদয় ঐ জীবনীতে লিখিত হইয়াড়ে। ইহাই জীবনীর এক মাত্র উদেশ্য মনে করিয়া ষত্বপূর্বক আমরা জীবনী গুলি একে একে পড়িতে আরম্ভ করিলাম । প্রথমেই র্যাহার জীবনী পাঠ করিলাম তাহার অসাধারণত্ব কিছুষ্ট দেগিতে পাইলাম না । তাহার জীবনীর সংক্ষিপ্ত বৃত্তান্ত নিম্নে লিখিত হইতেছে;—খ্যাতিমানটি দরিদ্রসন্তান, পাঠশালায় পড়িয়াচিলেন,তাহার পর কালেজে পড়িয়াছিলেন, ছাত্রবৃত্তি পাইরাচিলেন,কালেজের অধ্যাপকের তাহাঁকে ভাল বাসিতেন। সংসার আচল বলিয়া কলেজ ত্যাগ করেন । শিক্ষা শেষ হইল না বলিয়া তাতার ক্ষতি হয় নাই । তিনি এক্ষণে দুই শত টাকা বেতন পাইতেছেন, গ্রামা লোকদিগের সঙ্গে মিলিত হইয়া একটি ডাকঘর স্থাপন করিয়াছেন । বিবাহ করিয়ছেন । পাঠশালার নিমিত্ত পুস্তক লিখিয়াছেন। তদ্ভিন্ন আর একখানি পুস্তক লিগিরাছেন । শেষোক্ত গ্ৰন্থখানির নাম তামরা লিখিতে পারিলাম না, লিখিতে পারিলে পাঠকের দেখিতেন যে তল্লেখক স্বয়ং যেরূপ অপরিচিত র্তাহার গ্রন্থখানিও সেইরূপ অপরিচিত । বার্ষিকীলেখক আপনিই বলুন দেখি যে প্রতিবেশী ভিন্ন এই ব্যক্তিকে কেহ গেনে? কেহ জানিবার সম্ভাবনা ? কোন নৰ বঙ্গদর্শন । ( भांशिन । গুণে এই ব্যক্তি ছয়কোটী লোকের মধ্যে “ খ্যাতিমান” হইবার যোগ্য। তাহার কোন গুণটা অসাধারণ ? তিনি কি দরিদ্রসন্তান বলিয়া অসাধারণ? কলেজে ছাত্রবৃত্তি পাইয়াছিলেন বলিয়া কি আসাধারণ ? পাঠশালায় পুস্তক লিখিয়াছেন বলিয়া কি অসাধারণ ? গ্রামে ডাকঘর স্থাপন করিবার জন্য উদ্যোগ পাইয়া, ছিলেন বলিয়া কি অসাধারণ ? না,বিবাহ করিয়াছেন বলিয়া অসাধারণ ? কোন গুণটির নিমিত্ত এই অদ্ভুত খ্যাতিমনিট ছয়কোটী লোকের উপয় স্থান পাইয়াছেন ? এরূপ লোক যদি “ খ্যাতিমান” হয়েন তবে সংগ্রহকার দেখুন দেখি নিম্নলিখিত ব্যক্তিকে ভবিষ্যতে নৰবার্ষিকী গ্রন্থে স্থান দিতে পারিবেন কি না ? রামভদ্র খঞ্জপদে সন ১২৪০ সালের ১২ই বৈশাখে জন্মগ্রহণ করেন। ১২ই বৈশাপের একদিন পূৰ্ব্বেও নহে একদিন পবেও নকে। ইহার একমাত্র গৰ্ত্তধারিণী ছিলেন, র্তাহাকে রামভদ্র চিরকাল মা বলিয়া ডাকিতেন, কখন অন্যথা হর নাই । বয়স হইলেও মাকে মা ললিতেন। র্তাহার জন্মমাত্রেই জ্ঞানোদয়ের আশ্চৰ্য্য পরিচয় পাওরাগিয়াছিল; ঐ সময় মাড় স্তন তাহার ওষ্ঠ স্পর্শ করিবামাত্রই তিনি দুগ্ধপান করিয়াছিলেন। স্তনে দুগ্ধ আছে এ কথা তাহাকে বলিয়া দিতে হয় নষ্ট। তাহা শোষণ করিলে দুগ্ধ বহির্গত স্টুৰে এবং সেই ছদ্ধ পান করিতে হইবে এ সকল কিছুষ্ট শিখাইতে ছয় নাই,