পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/৩০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮৪ 1) শাস্ত্রে এই মাত্র লিখিত আচে যে বৰ্ত্তমান হিন্দুদিগের আদিপুরুষেরা কুরুদেশে ছিল। সেই কুরু ষা উত্তর কুরু ষে কোথায় ছিল, তাহার কোন নিদর্শন প্রাপ্ত হওয়া যায় না । মহাভারতীয় বন পৰ্ব্বে লিখিত আছে, যথন পাণ্ড রাজা পুত্রোৎপাদন নিমিত্ত কুষ্ঠীকে অনুরোধ করিয়াছিলেন, সেই সময় বলিয়াছিলেন ষে "আমাদিগের পূর্বভূমি উত্তর কুরুতে অদ্যপি স্ত্রীজাতি অনাবুত আছে ।” ইহাতে এস্তান ভাবতবর্ষের অস্তুব্বত্তী বোধ হইতেছে না । বোধ হয় মধ্য এসি য়ার কোন স্থান কুরুদেশ নামে খ্যাত ছিল। ইহা ঈরাণ হইলেও হইতে পারে। মহাভারতে ইহাও লিখিত আছে এবং কোষকারেরাও কহেন যে বালুকাময় একটি প্রদেশের নাম ইরিণ, যথা— “ইরিণে নির্জলে দেশে’ • বন পৰ্ব্ব • তদ্ভিন্ন ঈরামা’ নামক এক দেশের উল্লেখ আছে । ইহাতে প্রথমোক্ত ‘ইরিণ’ দেশই ঈরাণ বলিয়া বোধ হইতেছে । এই বালুকাময় জলশূন্য ইরিণ’ বা ঈরাণ হইতেই আর্য্যগণ ভারতবর্ষে আগমন করেন । রাজতরঙ্গিণীলেখক কহল৭ পণ্ডিত বলেন,জলপ্লাবনের পর সৰ্ব্বাগ্রে কাশ্মীর দেশ প্রকাশ পাইয়াছিল “নিৰ্ম্মমে তৎসরে ভূমৌ কাশ্মীরা ইতি মণ্ডলং।” ইহাতে অনেকে অনুমান করেন যে কাশ্মীর দেশ যদি প্রথমে উৎপন্ন হইয়াছিল তবে কাশ্মীর প্রদেশ ধ। তাহার উত্তরাংশই

  • আর্য্যগণের আচার ব্যবহার }

4 לס\ হিন্দুদিগের আদি ভূমি, তথা হইতে দিগ্‌ দিগন্তে বাস হইয়াছে । কিন্তু এ কথা যুক্তিসঙ্গত নহে, কেন না কস্থলণ মিশ্র পৌরাণিক জলপ্লাবনের বিষয় বিশ্বাস করিয়া কাশ্মীরের উৎপত্তি বর্ণন করিয়াড়েন সুতরাং তাহীতে প্রকৃত ঐতিহাসিক সত্যের ছায়ামাত্র নাই । আর্যগণ ক্লষিকার্যাপ্রিয় ছিলেন । র্তাহার কৃষির উন্নতিমানসে মধ্য এসিস্বার সৈকত ভূমি পরিত্যাগ করেন । পুত্র কলার গো মহিষ ও মেষপাল সঙ্গে ভারতবর্ষের উর্বর ভূমিতে পদার্পণ করেনর্তাহাদিগের চিরনীহায়াবৃত হিমালয়ের শৃঙ্গ দর্শনে হৃদয় উন্নত ও সরস্বতীর সলিল । স্পর্শে শরীর পবিত্র হষ্টয়াছিল। সুতরাং তাহারাই পৃথিবীয় আদি কবি হইরা গম্ভীর স্বরে সোম, আদিত্য, উয, পূষা, অগ্নিপ্রভৃতির স্তুতিগান করিয়া অসভ্য বৰ্ব্বর জাতিকে স্পন্দরচিত করিয়াড়ি সে সময় আর্যাগণ দেবত।প্রিয় ও দক্ষ্যগণের শাস্তিদাতা বলিয়া খ্যাত ছিলেন । সোমরসপায়ী আম-মাংসভোজী আমাfদগের পুনর্ব পিতামহগণের বেদধ্বনিতে ভারতভূমি পবিত্র হইয়া উঠিল এবং ক্রমে সভ্যতার বীজ অঙ্করিত হইয়া ভারতবর্ষ রজতনিন্দিত শু৭কাস্তি ধারণ করিল, । এই সময়েই ভারতস্বর্ষের আদি সভ্যতার মূলভিত্তি গ্রথিত লেন । ट्र झु ! আর্যাগণ ভারতবর্থে আগমনের পুর্ক হইতেই অগ্নি-উপাসক ছিলেন এবং