পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

विँश्चूचकाः ॥ ; 为铃》 | न-डैयथ मां७ ।” - | ডাক্তার ভাবিল, মন্দ চিকিৎসা নহে। |-“ষে আজ্ঞ, ঔষধের ভাবনা কি, বলিয়া | পলায়ন করিল। পরে ডিস্পেন্সসারিতে | গিয়া এমন্টু সোডা, একটু পোর্ট ওয়াইন, একটু সিরপফেরিমিউরেটিস, একটু মাথা মুণ্ড মিশাইল্প, সিসি পুরিয়া, টিকিট | মারিয়া, প্রত্যহ দুই বার সেবনের ব্যবস্থা | লিখিয়া ছিল। সূৰ্য্যমুখী ঔষধ খাওয়া| ইতে গেলেন ; নগেন্দ্র সিসি হাতে লইয়া পড়িয়া দেখিয়া একটা বিড়ালকে সিসি | ছুড়িয়া মারিলেন—বিড়াল পলাইয়া গেল | —ণ্ডুধ তাহার ল্যাজ দিয়া গড়াইয় পড়িতে পুড়িতে গেল। সূৰ্যমুখী বলিলেন, “তোমার শরীর দেখ দেখি কি হইয়াছে ?” এই ৰলিয়া সূৰ্যমুখী একখানি দর্পণ জানিয়া নিকটে ধরিলেন। নগেন্দ্র তাহার হাত ছইতে দর্পণ লইয়া দূরে নিক্ষিপ্ত করিলেন। দর্পণ চুর্ণ হইয়া গেল। | नूर्वीयूषैौब्र छत्रू निम्न जन नज़िन । দেখিয়া নগেন্দ্র চক্ষু রক্ত বর্ণ করিয়া উঠির গেলেন। বহির্বাটা গিয়া এক জন ভৃত্যকে ৰিনাপরাধেপ্রহার করিলেন। সে প্রহার সূৰ্য্যমুখীর অঙ্গে বাজিল । ইতি পুর্বে নগেন্দ্র অত্যন্ত শীতল স্বভাব ছিলেন। এখন কথায়২ রাগ । এগুধু রাগ নয়। এক দিন, রাত্রে জাহারের সময় অতীত হইয়া গেল, তথাপি নগেন্দ্র অন্তঃপুরে আসিলেন না। সূৰ্য্যমুখী প্রতীক্ষা করিয়া বসিয়া আছেন। অনেক রাত্রি হইল। অনেক রাত্রে নগেন্দ্র আসিলেন ; সূর্যমুখী দেখিয়া বিস্মিত হইলেন। নগেন্দ্রের মুখ আরক্ত, চক্ষু আরক্ত ; নগেন্দ্র মদ্যপান করিয়াছেন। নগেন্দ্র, কখন মদ্যপান করিতেন না। দেখিয় সূর্যমুখী বিস্মিত হইলেন। " সেই অবধি প্রত্যহ ঐরূপ হইতে লাগিল। এক দিন সূর্যমুখী, নগেন্দ্রের দুইটা চরণে হাত দিয়া, গলদঙ্ক কোন রূপে রুদ্ধ করিয়া, অনেক অমুনয় করিলেন ; বলিলেন কেবল আমার অনু রোধে, ইহা ত্যাগ কর।” নগেন্দ্র জিজ্ঞাসা করিলেন, “কি দোষ ?” জিজ্ঞাসাঁর ভাবেই উত্তর নিবারণ হইল। তথাপি সূর্যমুখী উত্তর করিলেন, “দোষ কি, তাহ ত আমি জানি না। তুমি যাহা জান না, তাহা আমিও জানি না। কেবল আমার অনুরোধ।” * . নগেন্দ্র প্রত্যুত্তর করিলেন, “সূর্যমুখি, जाबि मांडान । भांडानक खक इग्न,