পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/১৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Aby e গেলেন । আর২ স্ত্রী লোকেরা আপন২ প্রবৃত্তিমতে কেহ উঠিয়া গেল, কেহ । রহিল। কুন্দনন্দিনী রহিল । তাহার ; কারণ, কুন্দনন্দিনী গানের মৰ্ম্ম কিছুই বুঝিতে পারে নাই—বড় শুনেও নাই— অস্য মনে ছিল, এই জন্য যেখানকার সেই খানে রহিল । হরিদাসী তখন আর গান করিল না । এ দিক সেদিক বাজে কথা আরম্ভ করিল । গান আর হইল ন দেখিয়া আর সকলে উঠিয়া গেল। : কুন্দ কেবল উঠিল না—চরণে তাহার গতিশক্তি ছিল কি না সন্দেহ । তখন কুন্দকে বিরলে পাইয়! হরিদাসী ভাঙ্গকে অনেক কথা বলিল। কুন্দ কতক বা শুনিল, কতক বা শুনিল না। ’ সূৰ্য্যমুখী ইহা সকলই দূর হইতে দেখিতেছিলেন। যখন উভয়ে গাঢ় মনঃংযোগের সহিত কথা বাৰ্ত্ত হওয়ার চিহ্ন দেখিলেন, তখন সূৰ্য্যমুখী কমলকে ডাকিয়া দেখাইলেন । কমল বলিল, “কি তা ? কথা কহিতেছে কহুক না । মেয়ে বই ত আর পুরুষ মা।" - সূৰ্য্য। “মেয়ে কি পুরুষ তার ঠিক কি?” কমল ৰিস্মিত হইয়া বলিলেন, “সে कि ?” সূৰ্য্য। “আমার রোধ হয় কোন ছদ্মবেশী পুরুষ। তাহা এখনই জানিব— কিন্তু কুন্দ কি পাপিষ্ঠ ” কমল । “রসে । আমি একট। বাব दिषबूम । बक्षर्मम्, अधीः, ર૧ !) লার ডাল আনি। মিন্সেকে কীট ফোটার মুখটো দেখাই ।” এই বলিয়া কমল বাবলার ডালের সন্ধানে গেল। পথে সতীশের সঙ্গে সাক্ষাৎ হইল—সতীশ মামীর সিন্দুরকেট অধিকার করিয়া বসিয়াছিলেন—এবং সিন্দুর লইয়া আপনার গালে, নকে, দাড়িতে, বুকে. পেটে বিলক্ষণ করিয়া অঙ্গরাগ করিতেছিলেন— দেখিয়া কমল, বৈষ্ণবী বাবলার ডাল কুন্দনন্দিনী প্রভৃতি সব ভুলিয়া গেলেন। তখন সূৰ্য্যমুখী হীরা দাসীকে ডাব - ইলেন । হীরার নাম একবার উল্লেখ হইয়াছে। তাহার কিছু বিশেয পরিচয় অধিশ্যক । নগেন্দ্র এবং তঁtহার পিতার বিশেষ যত্ন ছিল যে গৃহের পরিচারিকার বিশেষ সৎস্বভাববিশিষ্ট হয়। এই অভিপ্রায়ে উভয়েই পৰ্য্যাপ্ত বেতনদান স্বীকার করিয়া একটু ভদ্র ঘরের স্ত্রীলোকগণকে দাসীত্বে নিযুক্ত করিতে চেষ্টা পাইতেন। র্তাহদিগের গৃহে পরিচারিকার সুখে ও সম্মানে থাকিত, সুতরাং অনেক দারিদ্রগ্রস্ত ভদ্র লোকের কস্তারা তাহীদের দাস্যবৃত্তি স্বীকার করিত । এই প্রকার যাহারা ছিল, তাহদের মধ্যে চীর প্রধান ! অনেক গুলিন পরিচারিক কায়স্থ কঙ্কা—হীরাও কায়স্থ। নগেজেয় निडा शैब्राब्र भाऊांमशै८क &ामांखब्र इश्\তে আনয়ন করেন। প্রথমে তাছার