পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/২৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

रे8रे লালসায় যে বলে ছলে কৌশলে লোকের সৰ্ব্বস্বাপহরণ করিবেন, সে দিনও নাই। | অতএব যদি কেহ অর্থসঞ্চয়েরইচ্ছা করে, তবে তাহার ভরসা হয় যে, সে তাহ | ভোগ করিতে পারিবে, এবং তাহার | উত্তরাধিকারীরাও তাহ ভোগ করিতে | পারবে। যেখানে লোকের এরূপ ভরস থাকে সেখানে লোকে সচরাচর সংসারী | হয়। যেখানে পরিবার প্রতিপালনশক্তি | সম্বন্ধে অনিশ্চয়তা, সেখানে লোকে সংসার ধৰ্ম্মে বিরাগী। পরিণয়াদিতে সাধরণ লোকের অমুরাগের ফল প্রজাবৃদ্ধি। | অতএব ব্রিটিশ শাসনে প্রজাবৃদ্ধি হইয়াছে। প্রজাবৃদ্ধির ফল, কৃষিকার্যের বিস্তার। যে দেশে লক্ষ লোকের মাত্র ! আহারোপযোগী শস্যের আবশ্বক, সে দেশে কেবল তদুপযুক্ত ভূমিই কৰ্ষিত | হইবে,—কেননা অনাবশ্যক শস্য—যাহা কেহ খাইবে না, ফেলিয়া দিতে হইবে, | —তাহা কে পরিশ্রম স্বীকার করিয়া শিষ্ট ভূমি পতিত বা জঙ্গল বা তক্রপ অবস্থাবিশেষে থাকিবে । কিন্তু প্রজাবৃদ্ধি दणरबc*ब्र कुशक । যে, যে পরিমাণে বাণিজ্যবৃদ্ধি হইবে, সেই ; (वत्र वर्णन, डtः १९१० না। স্বতরাং প্রজাবৃদ্ধি হইলেই চাস বাড়িবে। যাহা পূর্বে পতিত বাঙ্গল ছিল, তাহা ক্রমে আবাদ হইবে । ব্রিটিশ শাসনে প্রজাবৃদ্ধিহওয়াতে সেইরূপ হইয়াছে চিরস্থায়ী বন্দোবস্তের পূর্বাপেক্ষ এক্ষণে অনেক ভূমি কৰ্ষিত হইতেছে। আর এক কারণে চাষের বৃদ্ধি হই । তেছে। সেই দ্বিতীয় কারণ বাণিজ্য | বৃদ্ধি। বাণিজ্য বিনিময় মাত্র। আমরা যদি ইংলণ্ডের বস্ত্রাদি লই, তবে তাহার | বিনিময়ে আমাদের কিছু সামগ্ৰী ইংলণ্ডে | পাঠাইতে হইবে, নহিলে আমরা বস্ত্র | পাইব না। আমরা কি পাঠাই ? অ’ । নেকে বলিবেন, “টাকা " তাহা নহে, | সেটি আমাদের দেশীয় লোকের একটি | গুরুতর ভ্রম। সত্য বটে, ভারতবর্ষের | কিছু টাকা ইংলণ্ডে যায়—সেই টাকাটি । ভারতব্যাপারে ইংলণ্ডের মুনফা। কিন্তু সে | টাকা, ইংলগু হইতে প্রাপ্তসামগ্রীর কোন | অংশের মুল্য কি না, সন্দেহ । অধিকাং- | শের বিনিময়ে আমরা কৃষিজাত দ্রব্য সকল | পাঠাই—যথা, চাউল, রেশম, কাপাশ | श्रांप्ले, नैौल, हेऊाॉनि । देश वक्षां दांहला | পরিমাণে এই সকল কৃষিজাত সামগ্রীর । আধিক্য আশুক হইবে। সুতরাং দেশে । চাষও বাড়িবে। ব্রিটিশ রাজ্য ইরা: পৰ্য্যন্ত এ দেশের বাণিজ্য বাড়িতেছে