পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/২৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३é७ * স্বাক্ষরকারিদিগের নাম সাদরে গ্রহণ করিতেছেন। এই অনুষ্ঠান পত্র আজ আড়াই বৎসর হইত প্রচারিত হইয়াছে, এই আড়াই বৎসরে বঙ্গসমাজ ৪০ চল্লিশ সহস্ৰ টাকা সাক্ষর কয়িয়াছেন। মহেন্দ্র বাবু লিখিয়াছেন যে-.এই তালিকা খানি একটি আশ্চৰ্য্য দলিল। ইহাতে যেমন কতকগুলি নাম থাকিতে স্পষ্টীকৃত হইয়াছে, তেমনি কতকগুলি নাম না থাকাতে উজ্জ্বলীকৃত হইয়াছে । তিনি আর কিছু বলিতে ইচ্ছা করেন না। আমরা উপসংহারে আর গোটা দুই কথা বলতে ইচ্ছা করি। বঙ্গধনীগণ আপ নারা মহেন্দ্র বাবুর ঈষৎ বক্রোক্তি অবশ্যই বুঝিয়া থাকিবেন তবে আর কলঙ্কভার শিরেকেন বহন করেন ? সকলেই অগ্রসর ইউন যিনি এক দিনে লক্ষ মুদ্রা দান করেন, তিনি কেন-পশ্চাতে পড়েন। পুত্ৰ डॉब्रङबगैंड क्खिांम गडा । - ליstיי কস্তার বিবাহে যাহারা লক্ষ লক্ষ: ব্যয় করেন, তারা কেন নিশ্চিন্ত বসিয়া থাকেন ? উড্রোসাহেব ভয়ানক বিজ্ঞানগুণঅস্বীকারদোষ বঙ্গসমাজমস্তকে আরোপ করিবার চেষ্টা করিয়াছেন। এক বার মুক্ত হস্তে দান করিয়া সমাজ স্থাপন করিয়া স্বীয় ভ্রম দূর করুন। বগীয় যুবকগণের অবস্থার উন্নতি সাধন করুন ; বঙ্গের শিল্পবিদ্যার পুনরুদ্ধার করুন। মহাশ্ম উড়ো সাহেবকে বলি, তিনি কম্বেল সাহেবকে চিঠিতে যা বলিয়াছেন, তাহার কথায় আমাদের কাজ নাই, তিনি কেন একবার স্ব*াতীয়গণকে এই মঙ্গলকর কার্য্যের সাহায্য করিতে বলুন না। যদি তালিকাতে একটিও শ্বেতাঙ্গের নাম না প্রকাশিত হয়, তাহা হইলে কত আক্ষেপের বিষয় হইবে ।

  • تخسم سے حساس سے