পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৩১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খিল, ৰে গুহার প্রস্তর নিৰ্ম্মিস্ত স্নিগ্ধ হৰ্বোপরি কেহ শয়ন করিয়া রহিয়াছে, কুন্দনন্দিনীর বোধ হইল, সেই মগেন্দ্র। ভাল করিয়া দেখিবার জন্ত সে ধীরে২ বুক্ষের অন্তরালে২ থাকিয়া অগ্রবৰ্ত্তিনী হইতে লাগিল । দুর্ভাগ্যক্রমে সেই সময়ে লতামণ্ডপস্থ ব্যক্তি গাত্ৰোখান করিয়া বাহির হইল। হতভাগিনী কুন্দ দেখিল যে, সে নগেন্দ্র নহে সূর্যমুখী। কুন্দ তখন ভীত হইয় এক প্রস্ফङि काभिनौद्ध , श्रख्राएल मैंड़िाईल । ভয়ে, অগ্রসরও হইতে পারিল না— পশ্চাদপস্থতাও হইতে পারিল না । দেখিতে লাগিল, সূর্যমুখী উদ্যান মধ্যে পুষ্পচয়ন করিয়া বেড়াইতে লাগিলেন। যেখানে কুন্দ লুকাইয়া আছে । সূর্যমুখ ক্রমে সেই দি৫েই আসিতে লাগিলেন । কুন্দ দেখিল যে, ধরা পড়িলাম। শেষে সূর্যমুখী কুন্দকে দেখিতে পাইলেন। দূর হইতে চিনিতে পারিয়া জিজ্ঞাসা করিলেন, “ও কে গ! :P डून्म ऊाग्न मेंौद्रब इईब्रा ब्रश्लि-*॥ সরিল মা ? সূৰ্য্যমুখী তখন নিকটে আসিলেন-দেখিলেন--চিনিলেন যে, কুন্দ । - বিস্মিতা হইযু কহিলেন, “কে, कूनों मा कि ?* কুল তখনও উত্তর করিতে পারিল ল। সূর্যমুখী কুন্দের হাত ধরিলেন। “কুন্ ! এসো-দিদি এসে আরআমি তোমায় কিছু বলিব ল - ন্দিনীকে অন্তঃপুর মধ্যে লইয়া গেলেন। } চতুৰ্ব্বিংশ পরিচ্ছেদ । অবতরণ। সেই দিন রাত্রে দেবেন্দ্র দত্ত, একাকী { ছদ্মবেশে, সুরারঞ্জিত হইয়া, কুন্দনন্দি- | নীর অনুসন্ধানে হীরার বাড়ীত দর্শন দিলেন। এ ঘর.ও ঘর খুজিয়া দেখিলেন, কুন্দ নাই। হীর মুখে কাপড় দিয়া হাসিতে লাগিল। দেবেন্দ্র রুষ্ট হইয়া | জিজ্ঞাসা করিলেন, “হাসিস কেন ?” হীরা বলিল “তোমার দুঃখ দেখে। ] পিজরার পাখী পলাইয়াছে—আমার | খান ভল্লালী করিলে পাইবে না।" | তখন দেৱেস্ট্রের প্রশ্নে হীরা যাহাই | জানিত আছোপান্ত কহিল । শেষে | কহিল প্রভাতে তাহাকে মা দেখিয়৷ অনেক খুঁজলাম, খুজিতেই বাবুদের } বাড়ীতে দেখলাম—এবার বড় জ- { জর - - - ... }, দেবেন্দ্র হতাশ্বাস হইয়া -- - : , , , ; -- 3. o . জী- :